বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে নিয়ে চলছে সমালোচনা। এবার ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজন নিয়ে ঝামেলায় পড়েছে পাকিস্তান। ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম চটেছেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৭ অক্টোবর মুলতানে শুরু হওয়ার কথা পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ঝামেলা বেঁধেছে মূলত সিরিজের শেষ দুই টেস্টের ভেন্যু করাচি ও রাওয়ালপিন্ডি নিয়ে। কারণ গত রাতে ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ও রাওয়ালপিন্ডির পুনরায় সংস্কার কাজ চালানোর পরিকল্পনা পিসিবির রয়েছে। এতে করে পাকিস্তান থেকেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের অংশবিশেষ সরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
ভেন্যু নিয়ে জটিলতা যেন দ্রুত কেটে যায়, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখন সেই ব্যাপারে পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। ইংল্যান্ডের লাল বলের প্রধান কোচ ম্যাককালাম বলেন, ‘আমরা জানি না পাকিস্তানে কী হচ্ছে। তবে কোথায় খেলা হচ্ছে সেটা না জেনে দল গঠন করতে পারছি না। আগামী দুই দিনের মধ্যে সমাধান খুঁজতে পারলে ভালো লাগবে। তারপর এক সঙ্গে বসব এবং প্রতিপক্ষের জন্য সঠিক সমন্বয় কীভাবে পাওয়া যায়, সেটা নিশ্চিত করব।’
বিশ্বের যে ভেন্যুতেই ইংল্যান্ডের খেলা হোক, তাদের ‘বার্মি আর্মির’ সমর্থকগোষ্ঠীরা ঠিকই গ্যালারিতে চলে যান দলকে সমর্থন দিতে। তবে করাচি-রাওয়ালপিন্ডির সংস্কার কাজের প্রসঙ্গ যেহেতু উঠেছে, তাতে মাঠে বসে খেলা দেখা সম্ভব না। দর্শকশূন্য স্টেডিয়ামে যেহেতু সিরিজ আয়োজন করা যাচ্ছে না, তাই পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজটি শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে আরব আমিরাতে অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে বলে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের অংশবিশেষ মরুর দেশে আয়োজনের সম্ভাবনা কম।
ইংল্যান্ড সবশেষ পাকিস্তান সফর করেছে ২০২২ সালে। যা ছিল এশিয়ার দেশটিতে ইংল্যান্ডের ১৭ বছর পর সফর। দুই বছর আগে আয়োজিত ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ড জিতেছিল ৪-৩ ব্যবধানে। টেস্ট সিরিজে পাকিস্তান হয়েছিল ৩-০ ব্যবধানে ধবলধোলাই। ম্যাককালাম লাল বলের কোচ থাকা অবস্থাতেই ঘটেছে এই ঘটনা। এবার তিনি ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের কোচের দায়িত্বও ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পালন করতে যাচ্ছেন।
বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে নিয়ে চলছে সমালোচনা। এবার ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজন নিয়ে ঝামেলায় পড়েছে পাকিস্তান। ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম চটেছেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৭ অক্টোবর মুলতানে শুরু হওয়ার কথা পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ঝামেলা বেঁধেছে মূলত সিরিজের শেষ দুই টেস্টের ভেন্যু করাচি ও রাওয়ালপিন্ডি নিয়ে। কারণ গত রাতে ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির জন্য করাচি ও রাওয়ালপিন্ডির পুনরায় সংস্কার কাজ চালানোর পরিকল্পনা পিসিবির রয়েছে। এতে করে পাকিস্তান থেকেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের অংশবিশেষ সরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
ভেন্যু নিয়ে জটিলতা যেন দ্রুত কেটে যায়, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখন সেই ব্যাপারে পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। ইংল্যান্ডের লাল বলের প্রধান কোচ ম্যাককালাম বলেন, ‘আমরা জানি না পাকিস্তানে কী হচ্ছে। তবে কোথায় খেলা হচ্ছে সেটা না জেনে দল গঠন করতে পারছি না। আগামী দুই দিনের মধ্যে সমাধান খুঁজতে পারলে ভালো লাগবে। তারপর এক সঙ্গে বসব এবং প্রতিপক্ষের জন্য সঠিক সমন্বয় কীভাবে পাওয়া যায়, সেটা নিশ্চিত করব।’
বিশ্বের যে ভেন্যুতেই ইংল্যান্ডের খেলা হোক, তাদের ‘বার্মি আর্মির’ সমর্থকগোষ্ঠীরা ঠিকই গ্যালারিতে চলে যান দলকে সমর্থন দিতে। তবে করাচি-রাওয়ালপিন্ডির সংস্কার কাজের প্রসঙ্গ যেহেতু উঠেছে, তাতে মাঠে বসে খেলা দেখা সম্ভব না। দর্শকশূন্য স্টেডিয়ামে যেহেতু সিরিজ আয়োজন করা যাচ্ছে না, তাই পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজটি শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে আরব আমিরাতে অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে বলে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের অংশবিশেষ মরুর দেশে আয়োজনের সম্ভাবনা কম।
ইংল্যান্ড সবশেষ পাকিস্তান সফর করেছে ২০২২ সালে। যা ছিল এশিয়ার দেশটিতে ইংল্যান্ডের ১৭ বছর পর সফর। দুই বছর আগে আয়োজিত ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ড জিতেছিল ৪-৩ ব্যবধানে। টেস্ট সিরিজে পাকিস্তান হয়েছিল ৩-০ ব্যবধানে ধবলধোলাই। ম্যাককালাম লাল বলের কোচ থাকা অবস্থাতেই ঘটেছে এই ঘটনা। এবার তিনি ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের কোচের দায়িত্বও ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে পালন করতে যাচ্ছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫