টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি-দুটো টুর্নামেন্টে এরই মধ্যে ফাইনাল খেলে ফেলেছে ভারত-পাকিস্তান। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপে কখনোই তারা মুখোমুখি হয়নি। ২০২৩ এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল খেলার সমূহ সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। ‘হাইভোল্টেজ ফাইনাল’ না হওয়ায় ক্ষোভ ঝেরেছেন শোয়েব আখতার।
পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত। কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ ছিল ‘অলিখিত সেমিফাইনাল’। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একটা সময় শ্রীলঙ্কার জয় ছিল সময়ের ব্যাপার মাত্র। বৃষ্টি আইনে গতকাল ৪২ ওভারে ২৫২ রানের লক্ষ্যে নামা লঙ্কানদের শেষ ৯ বলে দরকার ছিল ৯ রান। শাহিন শাহ আফ্রিদি হয়তো তখন মুচকি হেসে বলছিলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়’। টানা দুই বলে উইকেট নিয়ে ম্যাচের পাল্লা নিয়ে আসেন পাকিস্তানের দিকে। এরপর শেষ ২ বলে ৬ রানের সমীকরণ দাঁড়ায় লঙ্কানদের। চাপের মুহূর্তে তখন বিজয়ীর বেশে মাঠ ছাড়েন চারিথ আসালাঙ্কা। ২ উইকেটের জয়ে দলকে নিয়ে যান রোববার টুর্নামেন্টের ফাইনালে।
আশা জাগিয়েও পাকিস্তান না জেতায় হতাশা প্রকাশ করেন শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘এশিয়া কাপের ফাইনালে যাওয়া পাকিস্তানের উচিত ছিল। কিন্তু তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তারা ‘ফেভারিট’ হওয়ায় এখন তো সমালোচনা হবেই। দুর্ভাগ্যবশত ভারত-পাকিস্তান ফাইনাল হচ্ছে না। কখনোই এটা হয়নি। এটাই ছিল সুযোগ তবে ফাইনাল খেলা শ্রীলঙ্কার প্রাপ্য। তারা অনেক অনেক ভালো দল।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। বৃষ্টির বাধায় ২ ঘণ্টা পরে শুরু হওয়া ম্যাচ হয় ৪৫ ওভারের। সেখানে ২৭.৪ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করে বাবর আজমের দল। এরপর আবার বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ থাকার পর শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নিয়ে আসা হয়। ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে পাকিস্তান। এরপর রান তাড়া করতে থাকা শ্রীলঙ্কা হেসেখেলে এগোচ্ছিল পাকিস্তানি ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে। রানআউট, ক্যাচ মিসের সুযোগ তো হাতছাড়া হয়েছেই। বাড়তি অনেক রানও দিচ্ছিলেন পাকিস্তানিরা। হতাশ শোয়েব বলেন, ‘আমি বলতে চাচ্ছি যে, এটা লজ্জাজনক পরাজয়। ঘটনা হচ্ছে, পাকিস্তানের টুর্নামেন্ট শেষ। এটা দেখতে ভালো লাগছে না। পাকিস্তানকে অনেক ভাবতে হবে। আমি সত্যিই খুব হতাশ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি-দুটো টুর্নামেন্টে এরই মধ্যে ফাইনাল খেলে ফেলেছে ভারত-পাকিস্তান। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপে কখনোই তারা মুখোমুখি হয়নি। ২০২৩ এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল খেলার সমূহ সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। ‘হাইভোল্টেজ ফাইনাল’ না হওয়ায় ক্ষোভ ঝেরেছেন শোয়েব আখতার।
পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত। কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ ছিল ‘অলিখিত সেমিফাইনাল’। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একটা সময় শ্রীলঙ্কার জয় ছিল সময়ের ব্যাপার মাত্র। বৃষ্টি আইনে গতকাল ৪২ ওভারে ২৫২ রানের লক্ষ্যে নামা লঙ্কানদের শেষ ৯ বলে দরকার ছিল ৯ রান। শাহিন শাহ আফ্রিদি হয়তো তখন মুচকি হেসে বলছিলেন, ‘পিকচার আভি বাকি হ্যায়’। টানা দুই বলে উইকেট নিয়ে ম্যাচের পাল্লা নিয়ে আসেন পাকিস্তানের দিকে। এরপর শেষ ২ বলে ৬ রানের সমীকরণ দাঁড়ায় লঙ্কানদের। চাপের মুহূর্তে তখন বিজয়ীর বেশে মাঠ ছাড়েন চারিথ আসালাঙ্কা। ২ উইকেটের জয়ে দলকে নিয়ে যান রোববার টুর্নামেন্টের ফাইনালে।
আশা জাগিয়েও পাকিস্তান না জেতায় হতাশা প্রকাশ করেন শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘এশিয়া কাপের ফাইনালে যাওয়া পাকিস্তানের উচিত ছিল। কিন্তু তারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তারা ‘ফেভারিট’ হওয়ায় এখন তো সমালোচনা হবেই। দুর্ভাগ্যবশত ভারত-পাকিস্তান ফাইনাল হচ্ছে না। কখনোই এটা হয়নি। এটাই ছিল সুযোগ তবে ফাইনাল খেলা শ্রীলঙ্কার প্রাপ্য। তারা অনেক অনেক ভালো দল।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। বৃষ্টির বাধায় ২ ঘণ্টা পরে শুরু হওয়া ম্যাচ হয় ৪৫ ওভারের। সেখানে ২৭.৪ ওভারে ৫ উইকেটে ১৩০ রান করে বাবর আজমের দল। এরপর আবার বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ থাকার পর শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নিয়ে আসা হয়। ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে পাকিস্তান। এরপর রান তাড়া করতে থাকা শ্রীলঙ্কা হেসেখেলে এগোচ্ছিল পাকিস্তানি ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে। রানআউট, ক্যাচ মিসের সুযোগ তো হাতছাড়া হয়েছেই। বাড়তি অনেক রানও দিচ্ছিলেন পাকিস্তানিরা। হতাশ শোয়েব বলেন, ‘আমি বলতে চাচ্ছি যে, এটা লজ্জাজনক পরাজয়। ঘটনা হচ্ছে, পাকিস্তানের টুর্নামেন্ট শেষ। এটা দেখতে ভালো লাগছে না। পাকিস্তানকে অনেক ভাবতে হবে। আমি সত্যিই খুব হতাশ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫