দক্ষিণ আফ্রিকা-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজে চোটের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে প্রথমে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। এবার সিরিজ শেষ হয়ে গেল জেরাল্ড কোয়েটজিরও। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে কোয়েটজিকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
কোমরের নিচের অংশে ব্যথার কারণে বাদ পড়েছেন কোয়েটজি। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই ব্যথা পেয়েছেন তিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এক বিবৃতিতে বলা হয়, ‘ভারতের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় চোট আরও গুরুতর হয়।’ এরই পরিপ্রেক্ষিতে গতকাল স্ক্যান করে তাঁর চোট নিয়ে স্ক্যান করা গেছে। লাল বলের কোচ শুকরি কনরাড তাই সতর্কতা হিসেবে দল থেকে বাদ দিয়েছেন কোয়েটজিকে। সিএসএ এখনো পর্যন্ত কোয়েটজির বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি। অন্যদিকে ১০ জানুয়ারি শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। এই টুর্নামেন্টের আগে প্রোটিয়া পেসার ফিট হয়ে উঠতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বড় ব্যবধানে জয়ের ম্যাচে বোলিং দারুণ হলেও কোয়েটজি খরুচে বোলিং করেছেন। দুই ইনিংস মিলে ২১ ওভার বোলিং করে ১০২ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বোলিং করেছেন। তাঁর পরিবর্তে ত্রিস্তান স্টাবস ফিল্ডিং করেছেন।
অন্যদিকে বাভুমা ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক ব্যাটার জুবাইর হামজা। অধিনায়ক করা হয়েছে ডিন এলগারকে। এলগার তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটাই খেলবেন কেপটাউনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। কোয়েটজির পরিবর্তে দুই পেসার লুঙ্গি এনগিদি, উইয়ান মুলডার ও স্পিনার কেশব মহারাজের যেকোনো একজনের একাদশে সুযোগ মিলতে পারে।
দক্ষিণ আফ্রিকা-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজে চোটের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রোটিয়া ক্রিকেটারদের মধ্যে প্রথমে ছিটকে গেছেন টেম্বা বাভুমা। এবার সিরিজ শেষ হয়ে গেল জেরাল্ড কোয়েটজিরও। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে কোয়েটজিকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
কোমরের নিচের অংশে ব্যথার কারণে বাদ পড়েছেন কোয়েটজি। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই ব্যথা পেয়েছেন তিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এক বিবৃতিতে বলা হয়, ‘ভারতের দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় চোট আরও গুরুতর হয়।’ এরই পরিপ্রেক্ষিতে গতকাল স্ক্যান করে তাঁর চোট নিয়ে স্ক্যান করা গেছে। লাল বলের কোচ শুকরি কনরাড তাই সতর্কতা হিসেবে দল থেকে বাদ দিয়েছেন কোয়েটজিকে। সিএসএ এখনো পর্যন্ত কোয়েটজির বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি। অন্যদিকে ১০ জানুয়ারি শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি। এই টুর্নামেন্টের আগে প্রোটিয়া পেসার ফিট হয়ে উঠতে পারবেন কি না, তা এখনো জানা যায়নি।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বড় ব্যবধানে জয়ের ম্যাচে বোলিং দারুণ হলেও কোয়েটজি খরুচে বোলিং করেছেন। দুই ইনিংস মিলে ২১ ওভার বোলিং করে ১০২ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বোলিং করেছেন। তাঁর পরিবর্তে ত্রিস্তান স্টাবস ফিল্ডিং করেছেন।
অন্যদিকে বাভুমা ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক ব্যাটার জুবাইর হামজা। অধিনায়ক করা হয়েছে ডিন এলগারকে। এলগার তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটাই খেলবেন কেপটাউনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। কোয়েটজির পরিবর্তে দুই পেসার লুঙ্গি এনগিদি, উইয়ান মুলডার ও স্পিনার কেশব মহারাজের যেকোনো একজনের একাদশে সুযোগ মিলতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫