নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি।
মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে। তিনি নিজেও ফাস্ট বোলার ছিলেন, অস্ট্রেলিয়ার মতো দলে অনেক দিন খেলেছেন। সামনে যেহেতু অনেক টি–টোয়েন্টি আছে। আর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ওর কাজ করার অভিজ্ঞতাও আছে, তাই ওঁর ধারণা অনেক সমৃদ্ধ। জাতীয় দলে এসে একজন বোলারকে খুব বেশি শেখানো যায় না। ছোট ছোট টেকনিক্যাল পরামর্শ আর ম্যাচ পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দেওয়াই মূলত কাজ। এখানে এসে নিজের কোচিং নিজেকেই করতে হয়। তবে অভিজ্ঞ কোচ থাকলে কাজটা সহজ হয়ে যায়। তাঁর সঙ্গে কাজ করে ভালো কিছু হবে বলেই আশা করছি।’
টেইট প্রসঙ্গের পর তাসকিন নিজের ইনজুরি ও পুনর্বাসনের বিষয়েও বিস্তারিত জানান। লন্ডন থেকে ফিরে গত ৫ মে থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। বিসিবির পক্ষ থেকে একজন ফিজিও ও ট্রেইনার নিয়মিত তাকে সহায়তা করছেন। সেই সঙ্গে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও অনুসরণ করছেন তিনি।
আজকের সেশন শেষে তাসকিন সংবাদমাধ্যমে বলেন, ‘পেসারদের পুরো শরীর স্ক্যান করলে কিছু না কিছু থাকেই। আসলে এমনিতেই স্ক্যান করলে কোথাও না কোথাও খুঁত দেখা যাবে। তবে আমি এখন যে পুনর্বাসন প্রোগ্রাম করছি, সেটা ঠিকঠাকভাবেই চলছে। এখন পর্যন্ত পাঁচটা সেশন হয়েছে। অল্প রানআপে হালকা বোলিং শুরু করেছি।’
সবকিছু ঠিকঠাক চললে জুনের শুরুতেই মাঠে ফেরার আশা তাসকিনের, ‘আশা করছি জুনের প্রথম সপ্তাহেই ফিট হয়ে যাব। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মাঠে ফেরার লক্ষ্য আছে। এখন পর্যন্ত কোনো অস্বস্তি নেই। যদি সমস্যা না হয়, তাহলে ফেরা সম্ভব। তবে যদি নতুন কিছু হয়, তখন বোর্ড সিদ্ধান্ত নেবে কী করা যায়। এখন পর্যন্ত যা অবস্থা, তাতে আমি আশাবাদী। যেহেতু লন্ডনের ডাক্তাররাও বলেছেন সার্জারি লাগবে না, শুধু পুনর্বাসনে সেরে ওঠা সম্ভব সেই আশা নিয়েই এগোচ্ছি।’
তবে তাসকিন জানান এখনো একই ধরনের সমস্যা রয়েছে দুই পায়ে, তবে বাম পায়ের পাতা এখনো কিছুটা ফোলা। তাসকিন যোগ করেন, ‘পুনর্বাসনের সময়সীমা বলা হয়েছিল ছয় সপ্তাহ। আড়াই সপ্তাহ পার হয়ে গেছে। সামনে আরও কাজ করতে পারলে বুঝতে পারব উন্নতি কতটা হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ইতিবাচকই মনে হচ্ছে।’
জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি।
মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে। তিনি নিজেও ফাস্ট বোলার ছিলেন, অস্ট্রেলিয়ার মতো দলে অনেক দিন খেলেছেন। সামনে যেহেতু অনেক টি–টোয়েন্টি আছে। আর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ওর কাজ করার অভিজ্ঞতাও আছে, তাই ওঁর ধারণা অনেক সমৃদ্ধ। জাতীয় দলে এসে একজন বোলারকে খুব বেশি শেখানো যায় না। ছোট ছোট টেকনিক্যাল পরামর্শ আর ম্যাচ পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দেওয়াই মূলত কাজ। এখানে এসে নিজের কোচিং নিজেকেই করতে হয়। তবে অভিজ্ঞ কোচ থাকলে কাজটা সহজ হয়ে যায়। তাঁর সঙ্গে কাজ করে ভালো কিছু হবে বলেই আশা করছি।’
টেইট প্রসঙ্গের পর তাসকিন নিজের ইনজুরি ও পুনর্বাসনের বিষয়েও বিস্তারিত জানান। লন্ডন থেকে ফিরে গত ৫ মে থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। বিসিবির পক্ষ থেকে একজন ফিজিও ও ট্রেইনার নিয়মিত তাকে সহায়তা করছেন। সেই সঙ্গে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও অনুসরণ করছেন তিনি।
আজকের সেশন শেষে তাসকিন সংবাদমাধ্যমে বলেন, ‘পেসারদের পুরো শরীর স্ক্যান করলে কিছু না কিছু থাকেই। আসলে এমনিতেই স্ক্যান করলে কোথাও না কোথাও খুঁত দেখা যাবে। তবে আমি এখন যে পুনর্বাসন প্রোগ্রাম করছি, সেটা ঠিকঠাকভাবেই চলছে। এখন পর্যন্ত পাঁচটা সেশন হয়েছে। অল্প রানআপে হালকা বোলিং শুরু করেছি।’
সবকিছু ঠিকঠাক চললে জুনের শুরুতেই মাঠে ফেরার আশা তাসকিনের, ‘আশা করছি জুনের প্রথম সপ্তাহেই ফিট হয়ে যাব। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই মাঠে ফেরার লক্ষ্য আছে। এখন পর্যন্ত কোনো অস্বস্তি নেই। যদি সমস্যা না হয়, তাহলে ফেরা সম্ভব। তবে যদি নতুন কিছু হয়, তখন বোর্ড সিদ্ধান্ত নেবে কী করা যায়। এখন পর্যন্ত যা অবস্থা, তাতে আমি আশাবাদী। যেহেতু লন্ডনের ডাক্তাররাও বলেছেন সার্জারি লাগবে না, শুধু পুনর্বাসনে সেরে ওঠা সম্ভব সেই আশা নিয়েই এগোচ্ছি।’
তবে তাসকিন জানান এখনো একই ধরনের সমস্যা রয়েছে দুই পায়ে, তবে বাম পায়ের পাতা এখনো কিছুটা ফোলা। তাসকিন যোগ করেন, ‘পুনর্বাসনের সময়সীমা বলা হয়েছিল ছয় সপ্তাহ। আড়াই সপ্তাহ পার হয়ে গেছে। সামনে আরও কাজ করতে পারলে বুঝতে পারব উন্নতি কতটা হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ইতিবাচকই মনে হচ্ছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে