ক্রীড়া ডেস্ক
এ বছরের জানুয়ারি থেকে খেলার বাইরে থাকা জসপ্রীত বুমরার অপেক্ষার অবসান হচ্ছে। পুরোপুরি ফিট হয়ে এই পেসার আজ ফিরছেন আইপিএলে । মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে নিশ্চিত করেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেই নামতে যাচ্ছেন বুমরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঠে নামার আগে দলকে সুখবর দিলেন জয়াবর্ধনে । সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কান কিংবদন্তি বলেন, ‘সে ( বুমরা) অ্যাভেইলেবল। আজ ( গতকাল ) সে অনুশীলন করেছে, কাজেই আগামীকাল (আজ) তার খেলার সম্ভাবনা আছে । সে গত রাতে দলে যোগ দিয়েছে। আমার বিশ্বাস, এনসিএ ( ন্যাশনাল ক্রিকেট একাডেমি) থেকে চূড়ান্ত ছাড়পত্র পেয়েই এসেছে । তাকে আমাদের ফিজিওরা দেখছেন। আজ (গতকাল) তার বোলিং করার কথা। সবকিছু ঠিক থাকলে কাল (আজ) সে খেলবে।’
Goodnight Paltan! 😊#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/UYghtBvYMN
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বুমরার আগমন নিয়ে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বানিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের জার্সিতে বোলিং অনুশীলন করছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘ফিরে এসেছে সিংহ। এই জঙ্গলের রাজা হতে সে তৈরি। গর্জন করতে সে প্রস্তুত।’ এবারের আইপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট মুম্বাইয়ের। নেট রানরেট +০.১০৮। দলটি এখন পয়েন্ট তালিকার ৮ নম্বরে অবস্থান করছে।
৪ জানুয়ারি সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়েছিলেন বুমরা। কোমরের নিচের অংশের চোটে বিশ্বের ১ নম্বর পেস বোলার চ্যাম্পিয়নস ট্রফিও খেলতে পারেননি।
এ বছরের জানুয়ারি থেকে খেলার বাইরে থাকা জসপ্রীত বুমরার অপেক্ষার অবসান হচ্ছে। পুরোপুরি ফিট হয়ে এই পেসার আজ ফিরছেন আইপিএলে । মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে নিশ্চিত করেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেই নামতে যাচ্ছেন বুমরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঠে নামার আগে দলকে সুখবর দিলেন জয়াবর্ধনে । সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কান কিংবদন্তি বলেন, ‘সে ( বুমরা) অ্যাভেইলেবল। আজ ( গতকাল ) সে অনুশীলন করেছে, কাজেই আগামীকাল (আজ) তার খেলার সম্ভাবনা আছে । সে গত রাতে দলে যোগ দিয়েছে। আমার বিশ্বাস, এনসিএ ( ন্যাশনাল ক্রিকেট একাডেমি) থেকে চূড়ান্ত ছাড়পত্র পেয়েই এসেছে । তাকে আমাদের ফিজিওরা দেখছেন। আজ (গতকাল) তার বোলিং করার কথা। সবকিছু ঠিক থাকলে কাল (আজ) সে খেলবে।’
Goodnight Paltan! 😊#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/UYghtBvYMN
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বুমরার আগমন নিয়ে ২৫ সেকেন্ডের একটি ভিডিও বানিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের জার্সিতে বোলিং অনুশীলন করছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি ক্যাপশন দিয়েছে, ‘ফিরে এসেছে সিংহ। এই জঙ্গলের রাজা হতে সে তৈরি। গর্জন করতে সে প্রস্তুত।’ এবারের আইপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট মুম্বাইয়ের। নেট রানরেট +০.১০৮। দলটি এখন পয়েন্ট তালিকার ৮ নম্বরে অবস্থান করছে।
৪ জানুয়ারি সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়েছিলেন বুমরা। কোমরের নিচের অংশের চোটে বিশ্বের ১ নম্বর পেস বোলার চ্যাম্পিয়নস ট্রফিও খেলতে পারেননি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫