নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেক আলোচনার পর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত পারফরম্যান্স করে অনেক কিছুর জবাবও দিয়েছেন এই অলরাউন্ডার। তাঁকে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফরমারই বলা যায়।
তবে বিশ্বকাপ থেকে ফিরে দুঃসংবাদই দিয়েছেন মাহমুদউল্লাহ। পড়েছেন কাঁধের চোটে। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহর চোটের যে ধরন, তাতে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
যদিও মাহমুদউল্লাহর চোট নিয়ে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কথা বলতে চাইলেন না। তিনি বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। যা বলার বোর্ডকে বলেছি। তারা বলবেন।’
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়েছেন, কাল স্ক্যানের পর মাহমুদউল্লাহর চোটের অবস্থা জানা যাবে। নান্নু আজকের পত্রিকাকে বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাকে পাওয়া যাবে কি না, এটা এখন বলা যাচ্ছে না। কাল স্ক্যান রিপোর্ট পেলে তার ওপর নির্ভর করে বোঝা যাবে—সে থাকবে কি থাকবে না। রিপোর্ট পেলে কাল সংবাদমাধ্যমকেও জানিয়ে দেওয়া হবে।’
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে রান নেওয়ার সময় ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছিলেন। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে সর্বোচ্চ ৩২৮ রান মাহমুদউল্লাহর। নজরকাড়া গড় ৫৪.৬৬, স্ট্রাইক রেট ৯১.৬২।
নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজের পর আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিউইদের বিপক্ষে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। ৩ টি-টোয়েন্টি খেলবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
অনেক আলোচনার পর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুর্দান্ত পারফরম্যান্স করে অনেক কিছুর জবাবও দিয়েছেন এই অলরাউন্ডার। তাঁকে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সেরা পারফরমারই বলা যায়।
তবে বিশ্বকাপ থেকে ফিরে দুঃসংবাদই দিয়েছেন মাহমুদউল্লাহ। পড়েছেন কাঁধের চোটে। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহর চোটের যে ধরন, তাতে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।
যদিও মাহমুদউল্লাহর চোট নিয়ে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কথা বলতে চাইলেন না। তিনি বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু বলতে পারব না। যা বলার বোর্ডকে বলেছি। তারা বলবেন।’
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য জানিয়েছেন, কাল স্ক্যানের পর মাহমুদউল্লাহর চোটের অবস্থা জানা যাবে। নান্নু আজকের পত্রিকাকে বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরে মাহমুদউল্লাকে পাওয়া যাবে কি না, এটা এখন বলা যাচ্ছে না। কাল স্ক্যান রিপোর্ট পেলে তার ওপর নির্ভর করে বোঝা যাবে—সে থাকবে কি থাকবে না। রিপোর্ট পেলে কাল সংবাদমাধ্যমকেও জানিয়ে দেওয়া হবে।’
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাঁধে চোট পান মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে রান নেওয়ার সময় ডাইভ দিতে গিয়ে চোট পেয়েছিলেন। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ ইনিংসে সর্বোচ্চ ৩২৮ রান মাহমুদউল্লাহর। নজরকাড়া গড় ৫৪.৬৬, স্ট্রাইক রেট ৯১.৬২।
নিজেদের মাঠে দুই টেস্টের সিরিজের পর আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। কিউইদের বিপক্ষে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডে ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। ৩ টি-টোয়েন্টি খেলবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে