আইসিসি উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ভারতীয়-বংশোদ্ভূত ২৪ বছর বয়সী এই ব্যাটার প্রথম কিউই হিসেবে এই মর্যাদাকর পুরস্কার জিতলেন।
২০২৩ সালের উদীয়মান বা ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার তালিকায় রাচিন ছাড়াও ছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল, দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েটজি ও শ্রীলঙ্কান পেসার দিলশান মাধুশঙ্ক। তবে এই পুরস্কার জিততে রাচিনের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জয়সওয়ালের সঙ্গে।
এই পুরস্কার গ্রহণের পর বেশ উচ্ছ্বসিত হয়ে রাচিন বলেন, ‘এটা নিঃসন্দেহে খুবই বিশেষ অনুভূতি। কোনো কিছুর জন্য আইসিসির স্বীকৃতি পাওয়া সব সময় বিশেষ কিছু।’
গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন রাচিন। গত বছর তিনি ৪১ গড় ও ১০৮.০৩ স্ট্রাইকরেটে করেন ৮২০ রান। ৪৬.৬১ গড় ও ৬.০২ ইকোনোমিতে নেন ১৮ উইকেট। টি-টোয়েন্টিতে রাচিন ১৮.২০ গড় ও ১৩৩.৮২ স্ট্রাইকরেটে করেন ৯১ রান। ৩২.৮০ গড় ও ৯.১১ ইকোনোমিতে নেন ৫ উইকেট।
গত বছর ওয়ানডেতে অভিষেক হয় রাচিনের। আর প্রথম বিশ্বকাপ খেলতে এসেই আলোটা নিজের দিকে টেনে নেন। তিনে ব্যাটিংয়ে নেমে ৬৪.২২ গড়ে করেন ৫৭৮ রান। করেন তিন সেঞ্চুরি ও ২ ফিফটি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে রাচিনের সমান রান করেন কিউইদের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।
গতকাল ছেলেদের ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার পুরস্কার ঘোষণা ছাড়াও মেয়েদের ক্রিকেটের উদীয়মান সেরা ক্রিকেটার ঘোষণা করে আইসিসি। এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবি লিচফিল্ড। আর টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।
আইসিসি উদীয়মান বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ভারতীয়-বংশোদ্ভূত ২৪ বছর বয়সী এই ব্যাটার প্রথম কিউই হিসেবে এই মর্যাদাকর পুরস্কার জিতলেন।
২০২৩ সালের উদীয়মান বা ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার তালিকায় রাচিন ছাড়াও ছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল, দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েটজি ও শ্রীলঙ্কান পেসার দিলশান মাধুশঙ্ক। তবে এই পুরস্কার জিততে রাচিনের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জয়সওয়ালের সঙ্গে।
এই পুরস্কার গ্রহণের পর বেশ উচ্ছ্বসিত হয়ে রাচিন বলেন, ‘এটা নিঃসন্দেহে খুবই বিশেষ অনুভূতি। কোনো কিছুর জন্য আইসিসির স্বীকৃতি পাওয়া সব সময় বিশেষ কিছু।’
গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন রাচিন। গত বছর তিনি ৪১ গড় ও ১০৮.০৩ স্ট্রাইকরেটে করেন ৮২০ রান। ৪৬.৬১ গড় ও ৬.০২ ইকোনোমিতে নেন ১৮ উইকেট। টি-টোয়েন্টিতে রাচিন ১৮.২০ গড় ও ১৩৩.৮২ স্ট্রাইকরেটে করেন ৯১ রান। ৩২.৮০ গড় ও ৯.১১ ইকোনোমিতে নেন ৫ উইকেট।
গত বছর ওয়ানডেতে অভিষেক হয় রাচিনের। আর প্রথম বিশ্বকাপ খেলতে এসেই আলোটা নিজের দিকে টেনে নেন। তিনে ব্যাটিংয়ে নেমে ৬৪.২২ গড়ে করেন ৫৭৮ রান। করেন তিন সেঞ্চুরি ও ২ ফিফটি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে রাচিনের সমান রান করেন কিউইদের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।
গতকাল ছেলেদের ইমার্জিং ক্রিকেটারের বর্ষসেরার পুরস্কার ঘোষণা ছাড়াও মেয়েদের ক্রিকেটের উদীয়মান সেরা ক্রিকেটার ঘোষণা করে আইসিসি। এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ফোবি লিচফিল্ড। আর টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে