আহমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আগামীকাল। এ ম্যাচ দিয়েই স্থায়ী অধিনায়কত্বের অভিষেক হবে রোহিত শর্মার। সাদা বলে ভারতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পর আজই রোহিতের প্রথম ম্যাচ। রোহিত-অধ্যায়ের সূচনাটা হচ্ছে রুদ্ধদ্বার মাঠেই। ভারতে ওমিক্রনের ঊর্ধ্বগতিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছে না কোনো দর্শক।
নতুন দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে রোহিত জানিয়েছেন তাঁর ভাবনার কথা। তিনি বলেন, ‘বিরাট যখন অধিনায়ক ছিল, আমি আমি ছিলাম সহ-অধিনায়ক। ও যেখানে দলকে রেখে গেছে, সেখান থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমর্থকদের প্রত্যাশা আমি জানি। দল যেন একই রকম সাফল্য পায়, সেটা মাথায় রাখতে হবে। এমন নয় যে, আমি দায়িত্ব নিচ্ছি মানে সবকিছু পাল্টে ফেলতে হবে। যেভাবে দল চলছে, সেভাবেই চলবে। প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্ব সম্পর্কে অবগত।’
করোনায় আক্রান্ত হওয়ায় এই ম্যাচে নেই শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল। বোনের বিয়ের জন্য দলে নেই লোকেশ রাহুলও। ওপেনিংয়ে তাই রোহিতে সঙ্গে দেখা যাবে ঈশান কিষান। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘ইশান কিষানই একমাত্র বিকল্প। ও ওপেন করবে। মায়াঙ্ক (আগরওয়াল) এখনো আইসোলেশনে। কোনো চোট না পেলে গেলে (ইশান) ওপেন করবে।’
আহমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আগামীকাল। এ ম্যাচ দিয়েই স্থায়ী অধিনায়কত্বের অভিষেক হবে রোহিত শর্মার। সাদা বলে ভারতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পর আজই রোহিতের প্রথম ম্যাচ। রোহিত-অধ্যায়ের সূচনাটা হচ্ছে রুদ্ধদ্বার মাঠেই। ভারতে ওমিক্রনের ঊর্ধ্বগতিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছে না কোনো দর্শক।
নতুন দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে রোহিত জানিয়েছেন তাঁর ভাবনার কথা। তিনি বলেন, ‘বিরাট যখন অধিনায়ক ছিল, আমি আমি ছিলাম সহ-অধিনায়ক। ও যেখানে দলকে রেখে গেছে, সেখান থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমর্থকদের প্রত্যাশা আমি জানি। দল যেন একই রকম সাফল্য পায়, সেটা মাথায় রাখতে হবে। এমন নয় যে, আমি দায়িত্ব নিচ্ছি মানে সবকিছু পাল্টে ফেলতে হবে। যেভাবে দল চলছে, সেভাবেই চলবে। প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্ব সম্পর্কে অবগত।’
করোনায় আক্রান্ত হওয়ায় এই ম্যাচে নেই শিখর ধাওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল। বোনের বিয়ের জন্য দলে নেই লোকেশ রাহুলও। ওপেনিংয়ে তাই রোহিতে সঙ্গে দেখা যাবে ঈশান কিষান। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘ইশান কিষানই একমাত্র বিকল্প। ও ওপেন করবে। মায়াঙ্ক (আগরওয়াল) এখনো আইসোলেশনে। কোনো চোট না পেলে গেলে (ইশান) ওপেন করবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫