এশিয়া কাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আজ, যার উত্তাপ ছড়াবে পুরো ক্রিকেটাঙ্গনে। দীর্ঘ বিরতির পর আজ ভারত-পাকিস্তান মহারণের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বিরাট কোহলি। এ ম্যাচে তাঁর লক্ষ্য থাকবে নিজেকে ফিরে পাওয়ার। সেই লক্ষ্যের পথেই আছেন ভারতীয় ব্যাটার—এমনটা বলেছেন অধিনায়ক রোহিত শর্মা। আরব আমিরাতে দলের নেট সেশনে পুরোনো ছন্দের কোহলিকে দেখেছেন বলে জানিয়েছেন তিনি।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে কোহলিকে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক রোহিত। নিজের বাজে ফর্ম নিয়ে গতকাল মুখ খুলেছিলেন কোহলি। তিনি জানিয়েছিলেন, মানসিক বিপর্যস্তে এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি। ভারতীয় ব্যাটারের এমন সরল স্বীকারোক্তির পর তাঁর মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন কি না—এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ককে। এর উত্তরে রোহিত বলেছেন, ‘যতটা দেখেছি তাতে অনুভব করলাম কোহলি খুব ভালো ছোঁয়ায় আছে। সে ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করছে। দেখে মনে হচ্ছে না সে অনেক কিছু নিয়ে ভাবছে। তাকে পুরোনো ছন্দের মতোই লাগছে। বড় কোনো পরিবর্তন দেখিনি। সে এক মাসের বিরতির পরে ফিরে এসেছে। তাই তাকে সতেজ দেখাচ্ছে।’
দীর্ঘদিন ধরেই ছন্দে নেই কোহলি। ফর্ম এতটাই বাজে যে শেষ ২২ ইনিংসে (আইপিএল ও আন্তর্জাতিক) মাত্র একটি ফিফটি করেছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। তাই মাঝে বিরতি নিতে বাধ্যও হয়েছেন তিনি। বিরতির পর আজ রাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামবেন তিনি। এশিয়া কাপের মঞ্চে পুরোনো ছন্দের কোহলিকে পাওয়া যাবে বলে আশা করছেন রোহিত।
এশিয়া কাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আজ, যার উত্তাপ ছড়াবে পুরো ক্রিকেটাঙ্গনে। দীর্ঘ বিরতির পর আজ ভারত-পাকিস্তান মহারণের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বিরাট কোহলি। এ ম্যাচে তাঁর লক্ষ্য থাকবে নিজেকে ফিরে পাওয়ার। সেই লক্ষ্যের পথেই আছেন ভারতীয় ব্যাটার—এমনটা বলেছেন অধিনায়ক রোহিত শর্মা। আরব আমিরাতে দলের নেট সেশনে পুরোনো ছন্দের কোহলিকে দেখেছেন বলে জানিয়েছেন তিনি।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে কোহলিকে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক রোহিত। নিজের বাজে ফর্ম নিয়ে গতকাল মুখ খুলেছিলেন কোহলি। তিনি জানিয়েছিলেন, মানসিক বিপর্যস্তে এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি। ভারতীয় ব্যাটারের এমন সরল স্বীকারোক্তির পর তাঁর মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন কি না—এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ককে। এর উত্তরে রোহিত বলেছেন, ‘যতটা দেখেছি তাতে অনুভব করলাম কোহলি খুব ভালো ছোঁয়ায় আছে। সে ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করছে। দেখে মনে হচ্ছে না সে অনেক কিছু নিয়ে ভাবছে। তাকে পুরোনো ছন্দের মতোই লাগছে। বড় কোনো পরিবর্তন দেখিনি। সে এক মাসের বিরতির পরে ফিরে এসেছে। তাই তাকে সতেজ দেখাচ্ছে।’
দীর্ঘদিন ধরেই ছন্দে নেই কোহলি। ফর্ম এতটাই বাজে যে শেষ ২২ ইনিংসে (আইপিএল ও আন্তর্জাতিক) মাত্র একটি ফিফটি করেছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। তাই মাঝে বিরতি নিতে বাধ্যও হয়েছেন তিনি। বিরতির পর আজ রাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামবেন তিনি। এশিয়া কাপের মঞ্চে পুরোনো ছন্দের কোহলিকে পাওয়া যাবে বলে আশা করছেন রোহিত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫