বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া। আইসিসি ইভেন্টের প্রতিটি টুর্নামেন্টের শিরোপা জেতা হয়ে গেছে অজিদের। সেই আত্মবিশ্বাস থেকেই যেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী হয়ে উঠেছে। গ্রুপ পর্বের খেলা এখনো শেষ না হতেই তাদের চোখ শিরোপার দিকে।
অ্যান্টিগায় আজ নামিবিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। নামিবিয়ার দেওয়া ৭৩ রানের লক্ষ্যে নেমে ৫.৪ ওভারে অজিরা করে ফেলে ১ উইকেটে ৭৪ রান। গ্রুপ পর্বে এখন তাদের একমাত্র ম্যাচ বাকি ১৬ জুন স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে সুপার এইটে অস্ট্রেলিয়া খেলবে ৩ ম্যাচ। সুপার এইটের বাধা পেরোলে শিরোপাজয়ের জন্য বাকি থাকবে কেবল দুই ম্যাচ।
নামিবিয়ার বিপক্ষে আজ ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন অ্যাডাম জাম্পা। আফ্রিকার দলটির পঞ্চম থেকে অষ্টম—টানা এই ৪ উইকেট নিয়ে মেরুদণ্ড ভেঙে দেন জাম্পা, যার মধ্যে রয়েছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিজের উইকেট। জাম্পার ৪ উইকেটের ২টিতে ক্যাচ ধরেছেন জশ হ্যাজলউড ও গ্লেন ম্যাক্সওয়েল। বাকি ২ উইকেট এলবিডব্লু ও বোল্ড। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার লেগস্পিনার বলেন, ‘আজ রাতে ম্যাচ জিতে সুপার এইটে উঠে ভালো লাগছে। শিরোপা ঘরে তোলার জন্য প্রথম ধাপ পেরিয়েছি। তবে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।’
ইংল্যান্ড, নামিবিয়া—টানা দুই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছেন জাম্পা। এ দুই ম্যাচ মিলে অস্ট্রেলিয়ার লেগস্পিনার নেন ৬ উইকেট। দারুণ ছন্দে থাকা জাম্পা বলেন, ‘বোলিংটা উপভোগ করি। অধিনায়কের থেকে অনুপ্রাণিত হয়ে উইকেট নিচ্ছে। শুধু নিজের কাজটাই করে যাচ্ছি।’
আরও পড়ুন:
বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া। আইসিসি ইভেন্টের প্রতিটি টুর্নামেন্টের শিরোপা জেতা হয়ে গেছে অজিদের। সেই আত্মবিশ্বাস থেকেই যেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী হয়ে উঠেছে। গ্রুপ পর্বের খেলা এখনো শেষ না হতেই তাদের চোখ শিরোপার দিকে।
অ্যান্টিগায় আজ নামিবিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। নামিবিয়ার দেওয়া ৭৩ রানের লক্ষ্যে নেমে ৫.৪ ওভারে অজিরা করে ফেলে ১ উইকেটে ৭৪ রান। গ্রুপ পর্বে এখন তাদের একমাত্র ম্যাচ বাকি ১৬ জুন স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে সুপার এইটে অস্ট্রেলিয়া খেলবে ৩ ম্যাচ। সুপার এইটের বাধা পেরোলে শিরোপাজয়ের জন্য বাকি থাকবে কেবল দুই ম্যাচ।
নামিবিয়ার বিপক্ষে আজ ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন অ্যাডাম জাম্পা। আফ্রিকার দলটির পঞ্চম থেকে অষ্টম—টানা এই ৪ উইকেট নিয়ে মেরুদণ্ড ভেঙে দেন জাম্পা, যার মধ্যে রয়েছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিজের উইকেট। জাম্পার ৪ উইকেটের ২টিতে ক্যাচ ধরেছেন জশ হ্যাজলউড ও গ্লেন ম্যাক্সওয়েল। বাকি ২ উইকেট এলবিডব্লু ও বোল্ড। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার লেগস্পিনার বলেন, ‘আজ রাতে ম্যাচ জিতে সুপার এইটে উঠে ভালো লাগছে। শিরোপা ঘরে তোলার জন্য প্রথম ধাপ পেরিয়েছি। তবে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।’
ইংল্যান্ড, নামিবিয়া—টানা দুই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছেন জাম্পা। এ দুই ম্যাচ মিলে অস্ট্রেলিয়ার লেগস্পিনার নেন ৬ উইকেট। দারুণ ছন্দে থাকা জাম্পা বলেন, ‘বোলিংটা উপভোগ করি। অধিনায়কের থেকে অনুপ্রাণিত হয়ে উইকেট নিচ্ছে। শুধু নিজের কাজটাই করে যাচ্ছি।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে