নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ছুটি না কাটিয়ে গতকাল অপশনাল অনুশীলনে অনেক সময় ব্যয় করেছেন সৌম্য সরকার। তাঁর পাশাপাশি তাওহীদ হৃদয়ও ঘাম ঝরিয়েছেন। যার সুফলও আজ পেয়েছেন দুজনে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সৌম্য-হৃদয়ের ফিফটির সৌজন্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল।
লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদদের ব্যর্থতার দিনে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। সুযোগ পেয়ে ছন্দ খোঁজা সৌম্য ও হৃদয় দায়িত্ব সামলানোর চেষ্টা করেছেন। সৌম্য ৬৮ আর হৃদয় খেলেছেন ৯৬ রানের অসাধারণ এক ইনিংস। যার কল্যাণে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২৮৬ রানের সংগ্রহ পায়।
শ্রীলঙ্কাকে আজ হারাতে পারলেই ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ দল। অন্যদিকে অতিথিদের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে এবার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল না বলেও জানিয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। পরে বোলিংয়ের সময় কুয়াশা তাদের বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ দল। এ ম্যাচেও রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমের পথ ধরেন লিটন দাস। ব্যাক টু ব্যাক ‘ডাকে’ ওয়ানডে সংস্করণে লিটনের এখন ডাকের সংখ্যা ১৪। সর্বোচ্চ ৪ বার শ্রীলঙ্কার বিপক্ষে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি ডাক। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ডাক মেরে শীর্ষে তামিম ইকবাল।
লিটনের দ্রুত বিদায়ের দিনে জ্বলে ওঠলেন সৌম্য। একের পর স্ট্রোকে সৌম্য তোলে নেন ফিফটি। দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে গড়েছেন ৭২ বরে ৭৫ রানের অসাধারণ এক জুটি। আগের ম্যাচে সেঞ্চুরি করা শান্ত আজও দারুণ শুরু পেয়েছিলেন। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।
ব্যক্তিগত ৪০ রানে শান্তর বিদায়ে জুটি ভাঙে সৌম্যর। তৃতীয় উইকেটে হৃদয়ের সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন সৌম্য। দাপুটে ব্যাটিংয়ে হাসারাঙ্গাকে বাউন্ডারি মেরে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ফিফটি।
দলীয় ১৩০ রানে সৌম্যকে শেষ পর্যন্ত ফেরেন হাসারাঙ্গার বলেই। ক্যাচ দেন দিলশান মাদুশঙ্কাকে। ৬৬ বলে ১১ চার ও ১টি ছক্কায় ৬৮ রান আসে তাঁর ব্যাট থেকে। এই ইনিংস খেলার পথে ছুঁয়েছেন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক। ৬৪ ইনিংস খেলা সৌম্যর রান এখন ২০১২। এত দিন শীর্ষে থাকা শাহরিয়ার নাফিস, লিটন দাস ওয়ানডেতে দুই হাজার রান করেছিলেন যথাক্রমে ৬৫ ইনিংসে।
সৌম্যকে আউট করা ২২তম ওভারে মাহমুদউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন হাসারাঙ্গা। ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে উইকেটরক্ষক মেন্ডিসের স্ট্যাম্পিং হন মাহমুদউল্লাহ।
পঞ্চম উইকেটে মুশফিক-হৃদয়ের ৪৩ রানের আরেকটি কার্যকর জুটি। ৩২তম ওভারে মুশফিককে ফিরিয়ে আবারও লঙ্কানদের ব্রেক-থ্রু এনে দেন হাসারাঙ্গা। ২৮ বলে ২৫ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিক। তার পর হাসারাঙ্গা মিরাজকে ১২ রানে ফেরালে স্কোর আড়াই শ হওয়া নিয়েও সংশয় তৈরি হয়।
তবে শেষ দিকে তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ দারুণ সঙ্গ দেন হৃদয়কে। হৃদয় তুলে নেন ৭ম ওয়ানডে ফিফটি। সপ্তম উইকেটে সাকিবের সঙ্গে ৪৭ এবং অষ্টম উইকেটে তাসকিনের সঙ্গে ২৩ বলে ৫০ রানের দারুণ এক জুটিতে স্কোরটা ২৮০ পেরিয়ে যায়। তাসকিন ১০ বলে ১৮, হৃদয় ১০২ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন। ৫টি ছক্কা ও ৩টি চারের বাউন্ডারি ছিল হৃদয়ের নান্দনিক ইনিংসে। হাসারাঙ্গা ৪৫ রানে ৪টি আর ৩০ রান খরচে ২টি উইকেট নিয়েছেন মাদুশঙ্কা।
ছুটি না কাটিয়ে গতকাল অপশনাল অনুশীলনে অনেক সময় ব্যয় করেছেন সৌম্য সরকার। তাঁর পাশাপাশি তাওহীদ হৃদয়ও ঘাম ঝরিয়েছেন। যার সুফলও আজ পেয়েছেন দুজনে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সৌম্য-হৃদয়ের ফিফটির সৌজন্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল।
লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদদের ব্যর্থতার দিনে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। সুযোগ পেয়ে ছন্দ খোঁজা সৌম্য ও হৃদয় দায়িত্ব সামলানোর চেষ্টা করেছেন। সৌম্য ৬৮ আর হৃদয় খেলেছেন ৯৬ রানের অসাধারণ এক ইনিংস। যার কল্যাণে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২৮৬ রানের সংগ্রহ পায়।
শ্রীলঙ্কাকে আজ হারাতে পারলেই ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ দল। অন্যদিকে অতিথিদের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে এবার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল না বলেও জানিয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। পরে বোলিংয়ের সময় কুয়াশা তাদের বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ দল। এ ম্যাচেও রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমের পথ ধরেন লিটন দাস। ব্যাক টু ব্যাক ‘ডাকে’ ওয়ানডে সংস্করণে লিটনের এখন ডাকের সংখ্যা ১৪। সর্বোচ্চ ৪ বার শ্রীলঙ্কার বিপক্ষে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি ডাক। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ডাক মেরে শীর্ষে তামিম ইকবাল।
লিটনের দ্রুত বিদায়ের দিনে জ্বলে ওঠলেন সৌম্য। একের পর স্ট্রোকে সৌম্য তোলে নেন ফিফটি। দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে গড়েছেন ৭২ বরে ৭৫ রানের অসাধারণ এক জুটি। আগের ম্যাচে সেঞ্চুরি করা শান্ত আজও দারুণ শুরু পেয়েছিলেন। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।
ব্যক্তিগত ৪০ রানে শান্তর বিদায়ে জুটি ভাঙে সৌম্যর। তৃতীয় উইকেটে হৃদয়ের সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন সৌম্য। দাপুটে ব্যাটিংয়ে হাসারাঙ্গাকে বাউন্ডারি মেরে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ফিফটি।
দলীয় ১৩০ রানে সৌম্যকে শেষ পর্যন্ত ফেরেন হাসারাঙ্গার বলেই। ক্যাচ দেন দিলশান মাদুশঙ্কাকে। ৬৬ বলে ১১ চার ও ১টি ছক্কায় ৬৮ রান আসে তাঁর ব্যাট থেকে। এই ইনিংস খেলার পথে ছুঁয়েছেন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক। ৬৪ ইনিংস খেলা সৌম্যর রান এখন ২০১২। এত দিন শীর্ষে থাকা শাহরিয়ার নাফিস, লিটন দাস ওয়ানডেতে দুই হাজার রান করেছিলেন যথাক্রমে ৬৫ ইনিংসে।
সৌম্যকে আউট করা ২২তম ওভারে মাহমুদউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন হাসারাঙ্গা। ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে উইকেটরক্ষক মেন্ডিসের স্ট্যাম্পিং হন মাহমুদউল্লাহ।
পঞ্চম উইকেটে মুশফিক-হৃদয়ের ৪৩ রানের আরেকটি কার্যকর জুটি। ৩২তম ওভারে মুশফিককে ফিরিয়ে আবারও লঙ্কানদের ব্রেক-থ্রু এনে দেন হাসারাঙ্গা। ২৮ বলে ২৫ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিক। তার পর হাসারাঙ্গা মিরাজকে ১২ রানে ফেরালে স্কোর আড়াই শ হওয়া নিয়েও সংশয় তৈরি হয়।
তবে শেষ দিকে তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ দারুণ সঙ্গ দেন হৃদয়কে। হৃদয় তুলে নেন ৭ম ওয়ানডে ফিফটি। সপ্তম উইকেটে সাকিবের সঙ্গে ৪৭ এবং অষ্টম উইকেটে তাসকিনের সঙ্গে ২৩ বলে ৫০ রানের দারুণ এক জুটিতে স্কোরটা ২৮০ পেরিয়ে যায়। তাসকিন ১০ বলে ১৮, হৃদয় ১০২ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন। ৫টি ছক্কা ও ৩টি চারের বাউন্ডারি ছিল হৃদয়ের নান্দনিক ইনিংসে। হাসারাঙ্গা ৪৫ রানে ৪টি আর ৩০ রান খরচে ২টি উইকেট নিয়েছেন মাদুশঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে