টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হতে এখনো কিছু সময় বাকি আছে। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনা–কল্পনা। বিশ্বকাপে নিজের ফেবারিটের নামও জানাতে শুরু করছেন কেউ কেউ। সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার হার্শেল গিবস যেমন নিজের ফেবারিটের তালিকায় রেখেছেন বাংলাদেশের নামও।
গিবস অবশ্য তাঁর তালিকায় নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে রাখেননি। নিজের পছন্দের দেশগুলো নাম জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘অবশ্যই ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাম বলব। কিন্তু আপনি শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশকেও এই তালিকার বাইরে রাখতে পারবেন না। তবে এই মুহূর্তের জন্য পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডের কথা বলব। এখানে অবশ্য কন্ডিশন কেমন হবে সেটিও বিবেচনায় রাখতে হবে।’
এ সময় নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে গিবস বলেন, ‘পাকিস্তানের অনিশ্চয়তায় ভরপুর ক্রিকেটকে বিবেচনায় রাখতে হবে। ভারত ও ইংল্যান্ড অবশ্যই শক্তিশালী দল। আর আমার মনে হয় না বল এখানে ব্যাটে আসবে, তাই ওয়েস্ট ইন্ডিজ বিপজ্জনক হবে না।’
এ সময় বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াতে পারেন এমন ব্যাটসম্যানদের নামও বলেছেন গিবস, ‘এখানে কোহলি, বাবর আজম ও জস বাটলারের নাম বলা যায়। এই মঞ্চে অবশ্য অনেক ভালো ব্যাটসম্যান আছে। ওয়েস্ট ইন্ডিজেরও কয়েকজন আছে। অনেক পাওয়ার হিটার ও ফিনিশার আছে।’
টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হতে এখনো কিছু সময় বাকি আছে। তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনা–কল্পনা। বিশ্বকাপে নিজের ফেবারিটের নামও জানাতে শুরু করছেন কেউ কেউ। সাবেক দক্ষিণ আফ্রিকান ওপেনার হার্শেল গিবস যেমন নিজের ফেবারিটের তালিকায় রেখেছেন বাংলাদেশের নামও।
গিবস অবশ্য তাঁর তালিকায় নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে রাখেননি। নিজের পছন্দের দেশগুলো নাম জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘অবশ্যই ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের নাম বলব। কিন্তু আপনি শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশকেও এই তালিকার বাইরে রাখতে পারবেন না। তবে এই মুহূর্তের জন্য পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডের কথা বলব। এখানে অবশ্য কন্ডিশন কেমন হবে সেটিও বিবেচনায় রাখতে হবে।’
এ সময় নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে গিবস বলেন, ‘পাকিস্তানের অনিশ্চয়তায় ভরপুর ক্রিকেটকে বিবেচনায় রাখতে হবে। ভারত ও ইংল্যান্ড অবশ্যই শক্তিশালী দল। আর আমার মনে হয় না বল এখানে ব্যাটে আসবে, তাই ওয়েস্ট ইন্ডিজ বিপজ্জনক হবে না।’
এ সময় বিশ্বকাপের মঞ্চে আলো ছড়াতে পারেন এমন ব্যাটসম্যানদের নামও বলেছেন গিবস, ‘এখানে কোহলি, বাবর আজম ও জস বাটলারের নাম বলা যায়। এই মঞ্চে অবশ্য অনেক ভালো ব্যাটসম্যান আছে। ওয়েস্ট ইন্ডিজেরও কয়েকজন আছে। অনেক পাওয়ার হিটার ও ফিনিশার আছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫