নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর-১০৫ /১। উইকেট একটির জায়গায় নিশ্চিন্তে আরও দুটি হতে পারত, কিন্তু হয়নি। না হওয়ায় বাংলাদেশ ফিল্ডারদের ব্যর্থতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে দুই আম্পায়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ফিল্ডারদের ব্যর্থতা আর ভাগ্যকে পাশে না পাওয়ায় সেশনটা রাঙাতে পারেননি বাংলাদেশ বোলাররা। আর তাতে প্রোটিয়াদের লিড ছাড়িয়ে গেছে ১৭৮ রানে।
কোনো উইকেট না হারিয়ে আগের দিনের ৬ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে ডিন এলগারের এলবিডব্লিউ নাকচ করে দেন আম্পায়ার। আম্পায়ার্স কলে বেঁচে যান প্রোটিয়া অধিনায়ক। রিভিউ দেখে আম্পায়ার মারাই এরাসমাসের মুখভঙ্গিই বলে দিচ্ছিল, বল স্ট্যাম্পে এতটা হিট করবে ভাবতে পারেননি তিনি।
পুরো সেশনে দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়া ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন মিরাজ-ইবাদত হোসেন। কিন্তু উইকেটের দেখা পাচ্ছিলেন না কোনোভাবে। শেষ পর্যন্ত বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান ইবাদত। প্রোটিয়া ওপেনার সারেল এরউইকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি, রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।
আরেক প্রান্তে ভাগ্যকে পাশে পেয়ে একের পর এক আউট থেকে বেঁচেছেন এলগার। মিরাজের বলে প্রথম স্লিপে ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। দুই ওভার বিরতি দিয়ে ইবাদতের বলে দ্বিতীয় স্লিপে আবার এলগারের ক্যাচ ছাড়েন ইয়াসির রাব্বি। শেষ পর্যন্ত ৯২ বলে ৬২ রান নিয়ে লাঞ্চে যান প্রোটিয়া অধিনায়ক। তাঁর সঙ্গী কেগান পিটারসেন অপরাজিত আছেন ২১ রানে।
চতুর্থ দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর-১০৫ /১। উইকেট একটির জায়গায় নিশ্চিন্তে আরও দুটি হতে পারত, কিন্তু হয়নি। না হওয়ায় বাংলাদেশ ফিল্ডারদের ব্যর্থতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে দুই আম্পায়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ফিল্ডারদের ব্যর্থতা আর ভাগ্যকে পাশে না পাওয়ায় সেশনটা রাঙাতে পারেননি বাংলাদেশ বোলাররা। আর তাতে প্রোটিয়াদের লিড ছাড়িয়ে গেছে ১৭৮ রানে।
কোনো উইকেট না হারিয়ে আগের দিনের ৬ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে ডিন এলগারের এলবিডব্লিউ নাকচ করে দেন আম্পায়ার। আম্পায়ার্স কলে বেঁচে যান প্রোটিয়া অধিনায়ক। রিভিউ দেখে আম্পায়ার মারাই এরাসমাসের মুখভঙ্গিই বলে দিচ্ছিল, বল স্ট্যাম্পে এতটা হিট করবে ভাবতে পারেননি তিনি।
পুরো সেশনে দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়া ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন মিরাজ-ইবাদত হোসেন। কিন্তু উইকেটের দেখা পাচ্ছিলেন না কোনোভাবে। শেষ পর্যন্ত বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান ইবাদত। প্রোটিয়া ওপেনার সারেল এরউইকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি, রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।
আরেক প্রান্তে ভাগ্যকে পাশে পেয়ে একের পর এক আউট থেকে বেঁচেছেন এলগার। মিরাজের বলে প্রথম স্লিপে ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। দুই ওভার বিরতি দিয়ে ইবাদতের বলে দ্বিতীয় স্লিপে আবার এলগারের ক্যাচ ছাড়েন ইয়াসির রাব্বি। শেষ পর্যন্ত ৯২ বলে ৬২ রান নিয়ে লাঞ্চে যান প্রোটিয়া অধিনায়ক। তাঁর সঙ্গী কেগান পিটারসেন অপরাজিত আছেন ২১ রানে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫