দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলেননি কাইল জেমিসন। কিন্তু এবার শুধু হ্যামিল্টন নয়, এমন আরও অনেক ম্যাচ মিস করবেন তিনি। চোটটা গুরুতর হওয়ায় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় এক বছর।
প্রথম টেস্টে মেরুদণ্ডে ব্যথা পেয়েছিলেন জেমিসন। গতকাল জানা গেছে, তাঁর মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ হয়েছে। গত বছরও মেরুদণ্ডে চোট পেয়েছিলেন তিনি। এবার চোটটাও একই জায়গায়। তবে আঘাতটি নতুন। সেবার অস্ত্রোপচার করালেও এবার করাবেন না কিউই পেসার।
চোট পেয়ে স্বাভাবিকভাবেই হতাশ জেমিসন। তবে মনোবল ধরে রাখার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী পেসার। চোটের বিষয়ে তিনি বলেছেন, ‘সর্বশেষ কয়েকটি দিন ভীষণ চ্যালেঞ্জের ছিল। তবে আমি কৃতজ্ঞ। জীবনসঙ্গিনী, পরিবার, সতীর্থ এবং মেডিকেল দল আমাকে প্রচুর সমর্থন দিয়েছে। জানি, চোট ক্রিকেটারের জীবনের একটা অংশ। আশা করি ভবিষ্যতে খেলার জন্য আরও অনেক দিন পড়ে আছে।’
পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়ে পরে সংবাদ সম্মেলনে জেমিসন বলেছেন, ‘কীভাবে সেরে ওঠা যাবে তার একটা পরিকল্পনা হয়েছে। তবে মানসিক চ্যালেঞ্জই বেশি। সেরে উঠতে বেশ কয়েক মাস লাগবে। আপনি অর্ধেক পথ পেরিয়ে গেছেন এবং কিছুটা সময় চলে গেছে। কিন্তু এরপর মনে হবে এখনো অনেক সময় বাকি রয়েছে। এটা কঠিন, কারণ কেউ চাইবে না এটার মধ্য দিয়ে যেতে। প্রতিবারই আশা করি, এটাই যেন শেষবার হয়। কিন্তু আমার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং জোরে বল করার চেষ্টা করি। তাই জানি এটা আমার ক্যারিয়ারেরই অংশ।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৬ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জেমিসন। দলের অন্যতম সদস্যের চোটের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে জেমিসনকে। চোট গুরুতর হওয়ায় ক্রিকইনফো জানিয়েছে, কিউই পেসারের মাঠে ফিরতে এক বছরের মতো সময় লাগবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলেননি কাইল জেমিসন। কিন্তু এবার শুধু হ্যামিল্টন নয়, এমন আরও অনেক ম্যাচ মিস করবেন তিনি। চোটটা গুরুতর হওয়ায় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় এক বছর।
প্রথম টেস্টে মেরুদণ্ডে ব্যথা পেয়েছিলেন জেমিসন। গতকাল জানা গেছে, তাঁর মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ হয়েছে। গত বছরও মেরুদণ্ডে চোট পেয়েছিলেন তিনি। এবার চোটটাও একই জায়গায়। তবে আঘাতটি নতুন। সেবার অস্ত্রোপচার করালেও এবার করাবেন না কিউই পেসার।
চোট পেয়ে স্বাভাবিকভাবেই হতাশ জেমিসন। তবে মনোবল ধরে রাখার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী পেসার। চোটের বিষয়ে তিনি বলেছেন, ‘সর্বশেষ কয়েকটি দিন ভীষণ চ্যালেঞ্জের ছিল। তবে আমি কৃতজ্ঞ। জীবনসঙ্গিনী, পরিবার, সতীর্থ এবং মেডিকেল দল আমাকে প্রচুর সমর্থন দিয়েছে। জানি, চোট ক্রিকেটারের জীবনের একটা অংশ। আশা করি ভবিষ্যতে খেলার জন্য আরও অনেক দিন পড়ে আছে।’
পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়ে পরে সংবাদ সম্মেলনে জেমিসন বলেছেন, ‘কীভাবে সেরে ওঠা যাবে তার একটা পরিকল্পনা হয়েছে। তবে মানসিক চ্যালেঞ্জই বেশি। সেরে উঠতে বেশ কয়েক মাস লাগবে। আপনি অর্ধেক পথ পেরিয়ে গেছেন এবং কিছুটা সময় চলে গেছে। কিন্তু এরপর মনে হবে এখনো অনেক সময় বাকি রয়েছে। এটা কঠিন, কারণ কেউ চাইবে না এটার মধ্য দিয়ে যেতে। প্রতিবারই আশা করি, এটাই যেন শেষবার হয়। কিন্তু আমার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং জোরে বল করার চেষ্টা করি। তাই জানি এটা আমার ক্যারিয়ারেরই অংশ।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৬ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জেমিসন। দলের অন্যতম সদস্যের চোটের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে জেমিসনকে। চোট গুরুতর হওয়ায় ক্রিকইনফো জানিয়েছে, কিউই পেসারের মাঠে ফিরতে এক বছরের মতো সময় লাগবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে