নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রানপ্রসবা উইকেট। তবু টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের এমন সিদ্ধান্তে শুরুতে অনেকে প্রশ্নও তুলেছিলেন। কিন্তু আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি যে ভুল করেননি, হায়দরাবাদে সেটি যেন প্রমাণ করে চলেছেন নেদারল্যান্ডসের বোলাররা।
পাওয়ার প্লে পর্যন্ত রাজীব গান্ধী স্টেডিয়ামে উইকেটের বিপরীত দৃশ্যই দেখিয়েছেন ডাচ বোলাররা। ৩৮ রানেই পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন তাঁরা। ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ফখর জামান, ইমাম উল হক ও বাবর আজম।
ইনিংসের চতুর্থ ওভারেই লোগান ফন বিক ফেরান ফখরকে। ১৫ বলে ১২ রান আসে তাঁর ব্যাট থেকে। নিজের প্রথম ওভার করতে এসেই স্পিনার কলিন অ্যাকারমানের দারুণ এক ডেলিভারিতে ফেরান বাবরকে। ৫ রানে শর্ট মিডউইকেটে সাকিব জুলফিকারকে ক্যাচ দেন পাকিস্তানের অধিনায়ক।
দশম ওভারে ডিপ ফাইন লেগে আরিয়ান দত্তকে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার ইমাম। ১৫ রানে এই বাঁহাতি ব্যাটারকে ফেরান পল ফন মিকেরেন। তবে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ৭৮ রান। মোহাম্মদ রিজওয়ান ২৩ এবং ২১ রানে অপরাজিত আছেন সৌদ শাকিল।
রানপ্রসবা উইকেট। তবু টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের এমন সিদ্ধান্তে শুরুতে অনেকে প্রশ্নও তুলেছিলেন। কিন্তু আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি যে ভুল করেননি, হায়দরাবাদে সেটি যেন প্রমাণ করে চলেছেন নেদারল্যান্ডসের বোলাররা।
পাওয়ার প্লে পর্যন্ত রাজীব গান্ধী স্টেডিয়ামে উইকেটের বিপরীত দৃশ্যই দেখিয়েছেন ডাচ বোলাররা। ৩৮ রানেই পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন তাঁরা। ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ফখর জামান, ইমাম উল হক ও বাবর আজম।
ইনিংসের চতুর্থ ওভারেই লোগান ফন বিক ফেরান ফখরকে। ১৫ বলে ১২ রান আসে তাঁর ব্যাট থেকে। নিজের প্রথম ওভার করতে এসেই স্পিনার কলিন অ্যাকারমানের দারুণ এক ডেলিভারিতে ফেরান বাবরকে। ৫ রানে শর্ট মিডউইকেটে সাকিব জুলফিকারকে ক্যাচ দেন পাকিস্তানের অধিনায়ক।
দশম ওভারে ডিপ ফাইন লেগে আরিয়ান দত্তকে ক্যাচ দিয়ে ফেরেন আরেক ওপেনার ইমাম। ১৫ রানে এই বাঁহাতি ব্যাটারকে ফেরান পল ফন মিকেরেন। তবে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেটে ৭৮ রান। মোহাম্মদ রিজওয়ান ২৩ এবং ২১ রানে অপরাজিত আছেন সৌদ শাকিল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫