নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুশফিকুর রহিমের পর এবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে ব্যাটে–বলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। একইদিন টি–টোয়েন্টিতে আইসিসির সেরা অলরাউন্ডার হওয়ার স্বীকৃতিও পেয়েছেন সাকিব।
জুলাই মাসেসেরা হতে সাকিব পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়েলশকে। একই মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্ট্যাফানি টেইলর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলা সাকিব ভালো খেলেছেন জিম্বাবুয়ে সফরেও। ওই সফরে তিন সংস্করণের ৭ ম্যাচে ১৮৫ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১৬ উইকেট। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিবের অপরাজিত ৯৬ রানে ভর করেই হারার মুখ থেকে জয় পেয়েছিল বাংলাদেশ।
পুরস্কার পাওয়ার পর সাকিব আইসিসির কাছে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আইসিসির পুরুষদের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া খুবই সম্মানের। ওই মাসে সময়টা আমার ভালো গেছে। সে কারণে এই পুরস্কার আমার কাছে বিশেষ।’
সাকিবকে ব্যক্তিগত পারফরম্যান্সে চেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে দলের জয়ে অবদান রাখার বিষয়টি। সাকিব আইসিসির সেটি বলেছেন এভাবে, ‘যখন আমি জয়ে অবদান রাখি তখন আমি সবচেয়ে বেশি আনন্দ ও সন্তুষ্টি পাই। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি।’
এ বছর থেকেই শুরু হয়েছে আইসিসির মাসের সেরা পুরস্কার দেওয়ার রীতি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে বেছে নেওয়া হয়। মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরের মাসেই পেলেন সাকিব। এবার টানা তিন মাস—এই পুরস্কার পাওয়ার অপেক্ষা বাংলাদেশের সমর্থকদের।
মুশফিকুর রহিমের পর এবার আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে ব্যাটে–বলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার। একইদিন টি–টোয়েন্টিতে আইসিসির সেরা অলরাউন্ডার হওয়ার স্বীকৃতিও পেয়েছেন সাকিব।
জুলাই মাসেসেরা হতে সাকিব পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়েলশকে। একই মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্ট্যাফানি টেইলর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত খেলা সাকিব ভালো খেলেছেন জিম্বাবুয়ে সফরেও। ওই সফরে তিন সংস্করণের ৭ ম্যাচে ১৮৫ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছিলেন ১৬ উইকেট। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিবের অপরাজিত ৯৬ রানে ভর করেই হারার মুখ থেকে জয় পেয়েছিল বাংলাদেশ।
পুরস্কার পাওয়ার পর সাকিব আইসিসির কাছে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আইসিসির পুরুষদের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া খুবই সম্মানের। ওই মাসে সময়টা আমার ভালো গেছে। সে কারণে এই পুরস্কার আমার কাছে বিশেষ।’
সাকিবকে ব্যক্তিগত পারফরম্যান্সে চেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে দলের জয়ে অবদান রাখার বিষয়টি। সাকিব আইসিসির সেটি বলেছেন এভাবে, ‘যখন আমি জয়ে অবদান রাখি তখন আমি সবচেয়ে বেশি আনন্দ ও সন্তুষ্টি পাই। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সাফল্যে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি।’
এ বছর থেকেই শুরু হয়েছে আইসিসির মাসের সেরা পুরস্কার দেওয়ার রীতি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে বেছে নেওয়া হয়। মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরের মাসেই পেলেন সাকিব। এবার টানা তিন মাস—এই পুরস্কার পাওয়ার অপেক্ষা বাংলাদেশের সমর্থকদের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫