টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়রথ চলছেই। ৫০ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ৮ উইকেটের বড় জয় পেয়েছে এউইন মরগানের দল। টানা তিন জয়ে সেমিফাইনালে এক দিয়ে রাখল ইংল্যান্ড।
দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার দেওয়া ১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী দুই ইংলিশ ওপেনার জেসন রয় আর জস বাটলার। প্রথম ছয় ওভারে দুজন তোলেন ৬৬ রান। অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ফিকে হতে শুরু করে তখন থেকেই।
পাওয়ার প্লের পরের ওভারে ২০ বলে ২২ রান করে রয়কে অ্যাডাম জাম্পা এলবিডব্লুর ফাঁদে ফেললে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার বাটলার তো শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের ওপর স্টিমরোলার চালাতে থাকেন। রয় ফেরার পর ডেভিড মালানকে নিয়ে এগোতে থাকেন বাটলার।
জাম্পাকে লং অফের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলে ২৫ বলে ফিফটি তুলে নেন বাটলার। পরের ওভারে অ্যাস্টন অ্যাগার ডেভিড মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান। ৮ বলে ৮ রানে মালান ফিরলেও জয় পেতে একটুও বেগ পেতে হয়নি এইউন মরগানের দলকে। তখন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৬৫ বলে ২৯ রান, হাতে ৮ উইকেট। জনি বেয়ারস্টোকে নিয়ে বাটলার হেসে খেলেই লক্ষ্যে পৌঁছে যান। সমান ৫ চার ও ৫ ছয়ে ৩২ বলে ৭১ রানে অপরাজিত থাকেন বাটলার। আর বেয়ারস্টো করেন ১১ বলে অপরাজিত ১৬ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৫ রানের মধ্যে তিন টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। পরে বাকি ব্যাটারদেরও খোলস থেকে বের হতে দেননি ইংলিশ বোলাররা। ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দলের পক্ষে অধিনায়ক অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ৪৪ রান করেন। সেটিও এক শর কম স্ট্রাইক রেটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়রথ চলছেই। ৫০ বল হাতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার ৮ উইকেটের বড় জয় পেয়েছে এউইন মরগানের দল। টানা তিন জয়ে সেমিফাইনালে এক দিয়ে রাখল ইংল্যান্ড।
দুবাইয়ে আজ অস্ট্রেলিয়ার দেওয়া ১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী দুই ইংলিশ ওপেনার জেসন রয় আর জস বাটলার। প্রথম ছয় ওভারে দুজন তোলেন ৬৬ রান। অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ফিকে হতে শুরু করে তখন থেকেই।
পাওয়ার প্লের পরের ওভারে ২০ বলে ২২ রান করে রয়কে অ্যাডাম জাম্পা এলবিডব্লুর ফাঁদে ফেললে ভাঙে উদ্বোধনী জুটি। আরেক ওপেনার বাটলার তো শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের ওপর স্টিমরোলার চালাতে থাকেন। রয় ফেরার পর ডেভিড মালানকে নিয়ে এগোতে থাকেন বাটলার।
জাম্পাকে লং অফের ওপর দিয়ে গ্যালারিতে আছড়ে ফেলে ২৫ বলে ফিফটি তুলে নেন বাটলার। পরের ওভারে অ্যাস্টন অ্যাগার ডেভিড মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান। ৮ বলে ৮ রানে মালান ফিরলেও জয় পেতে একটুও বেগ পেতে হয়নি এইউন মরগানের দলকে। তখন জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৬৫ বলে ২৯ রান, হাতে ৮ উইকেট। জনি বেয়ারস্টোকে নিয়ে বাটলার হেসে খেলেই লক্ষ্যে পৌঁছে যান। সমান ৫ চার ও ৫ ছয়ে ৩২ বলে ৭১ রানে অপরাজিত থাকেন বাটলার। আর বেয়ারস্টো করেন ১১ বলে অপরাজিত ১৬ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৫ রানের মধ্যে তিন টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। পরে বাকি ব্যাটারদেরও খোলস থেকে বের হতে দেননি ইংলিশ বোলাররা। ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। দলের পক্ষে অধিনায়ক অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ৪৪ রান করেন। সেটিও এক শর কম স্ট্রাইক রেটে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫