পাকিস্তানের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত নিয়ে একটি ভিডিও তৈরি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভিডিওতে জায়গা হয়নি ১৯৯২ বিশ্বকাপের অধিনায়ক ইমরান খানের।
ইমরানের জায়গা না হওয়ায় সমর্থক ও সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়ে পিসিবি। ইমরানকে না রাখায় পিসিবিকে ক্ষমা চাওয়ার কথাও জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এতে করে বোর্ডটির বোধদয় হয়েছে। নতুন ভিডিও প্রকাশ করেছে পিসিবি। আগের ভিডিও সরিয়ে ২ মিনিট ৩৫ সেকেন্ডের নতুন ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে দেশটির বোর্ড। ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বেশ কটি অ্যাঙ্গেলের ছবি ভিডিওতে যোগ করা হয়েছে।
বিশ্বকাপে ইমরানের ব্যাটিংয়ের মুহূর্ত, জয়ের পর তাঁকে কাঁধে তোলার দৃশ্য, ট্রফি হাতে ধরার ছবিও জায়গা পেয়েছে। অথচ আগের ভিডিওতে তাঁর জায়গাই হয়নি। জায়গা না হওয়ার কারণ অবশ্য স্পষ্ট। রাজনৈতিক কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে ভিডিওতে রাখা হয়নি।
তবে নতুন ভিডিও প্রকাশের সময় কেন ইমরানকে রাখা হয়নি তার ব্যাখ্যা দিয়েছে পিসিবি। সামাজিক মাধ্যমে লিখেছে, ‘২০২৩ বিশ্বকাপ সামনে রেখে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে পিসিবি। এরই অংশ হিসেবে ২০২৩ সালের ১৪ আগস্ট একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি ছোট হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়েছে। সংশোধন করে পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করা হয়েছে।’
ভিডিওতে ইমরানের সঙ্গে মিসবাহ–উল–হকও জায়গা পেয়েছেন। ২০১৬ সালে টেস্টের গদা হাতে তাঁর দৃশ্যটি জায়গা পেয়েছে। ভিডিওটির শুরুটা হয়েছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি দিয়ে। এরপর পাকিস্তানের টেস্ট অভিষেক, টেস্টে ফজল মেহমুদের ১২ উইকেট, হানিফ মোহাম্মদের ৩৩৭ রানের ঐতিহাসিক ইনিংস, জহির আব্বাসের ডাবল সেঞ্চুরি, ১৯৮৬ এশিয়া কাপে জাভেদ মিয়াঁদাদের সেই বিখ্যাত ছক্কা, ১৯৯২ বিশ্বকাপে ইমজামাম–উল–হকের ৬০ রানের ইনিংস, ১৯৯২ বিশ্বকাপ জয়, টেস্টে শচীন টেন্ডুলকারকে শোয়েব আখতারের বোল্ড করার দৃশ্য, ২০০০ সালে জেতা পাকিস্তানের প্রথম এশিয়া কাপ, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে, ২০১২ এশিয়া কাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়, পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে নিদা ডারের ১০০ উইকেটসহ আরও কিছু স্মরণীয় মুহূর্ত স্থান পেয়েছে।
পাকিস্তানের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত নিয়ে একটি ভিডিও তৈরি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভিডিওতে জায়গা হয়নি ১৯৯২ বিশ্বকাপের অধিনায়ক ইমরান খানের।
ইমরানের জায়গা না হওয়ায় সমর্থক ও সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়ে পিসিবি। ইমরানকে না রাখায় পিসিবিকে ক্ষমা চাওয়ার কথাও জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এতে করে বোর্ডটির বোধদয় হয়েছে। নতুন ভিডিও প্রকাশ করেছে পিসিবি। আগের ভিডিও সরিয়ে ২ মিনিট ৩৫ সেকেন্ডের নতুন ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছে দেশটির বোর্ড। ১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর দেশটির সাবেক প্রধানমন্ত্রীর বেশ কটি অ্যাঙ্গেলের ছবি ভিডিওতে যোগ করা হয়েছে।
বিশ্বকাপে ইমরানের ব্যাটিংয়ের মুহূর্ত, জয়ের পর তাঁকে কাঁধে তোলার দৃশ্য, ট্রফি হাতে ধরার ছবিও জায়গা পেয়েছে। অথচ আগের ভিডিওতে তাঁর জায়গাই হয়নি। জায়গা না হওয়ার কারণ অবশ্য স্পষ্ট। রাজনৈতিক কারণে দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে ভিডিওতে রাখা হয়নি।
তবে নতুন ভিডিও প্রকাশের সময় কেন ইমরানকে রাখা হয়নি তার ব্যাখ্যা দিয়েছে পিসিবি। সামাজিক মাধ্যমে লিখেছে, ‘২০২৩ বিশ্বকাপ সামনে রেখে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে পিসিবি। এরই অংশ হিসেবে ২০২৩ সালের ১৪ আগস্ট একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি ছোট হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বাদ পড়েছে। সংশোধন করে পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করা হয়েছে।’
ভিডিওতে ইমরানের সঙ্গে মিসবাহ–উল–হকও জায়গা পেয়েছেন। ২০১৬ সালে টেস্টের গদা হাতে তাঁর দৃশ্যটি জায়গা পেয়েছে। ভিডিওটির শুরুটা হয়েছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি দিয়ে। এরপর পাকিস্তানের টেস্ট অভিষেক, টেস্টে ফজল মেহমুদের ১২ উইকেট, হানিফ মোহাম্মদের ৩৩৭ রানের ঐতিহাসিক ইনিংস, জহির আব্বাসের ডাবল সেঞ্চুরি, ১৯৮৬ এশিয়া কাপে জাভেদ মিয়াঁদাদের সেই বিখ্যাত ছক্কা, ১৯৯২ বিশ্বকাপে ইমজামাম–উল–হকের ৬০ রানের ইনিংস, ১৯৯২ বিশ্বকাপ জয়, টেস্টে শচীন টেন্ডুলকারকে শোয়েব আখতারের বোল্ড করার দৃশ্য, ২০০০ সালে জেতা পাকিস্তানের প্রথম এশিয়া কাপ, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে, ২০১২ এশিয়া কাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়, পাকিস্তানের প্রথম নারী ক্রিকেটার হিসেবে নিদা ডারের ১০০ উইকেটসহ আরও কিছু স্মরণীয় মুহূর্ত স্থান পেয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে