বিরাট কোহলি ও ইশান্ত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে এক সঙ্গে অনেক ম্যাচ খেলেছেন। বিশেষ করে টেস্টে কোহলির নেতৃত্বেই খেলতে হয়েছে ইশান্তকে। তবে প্রতিপক্ষ হিসেবে খেলার সৌভাগ্য আইপিএল ছাড়া হয় না বললেই চলে। সুযোগটা যখন গতকাল আবার এল চিন্নস্বামী স্টেডিয়ামে, তখন তাঁরাও মজা করেছেন। তাঁদের খুনসুটির অংশ হয়েছেন নেটিজেনরাও।
২০২৪ আইপিএলে কোহলি খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ইশান্ত শর্মা খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। বেঙ্গালুরুর ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করেন ইশান্ত। প্রথম বলে কোহলির আউটসাইড এজ হয়। তবে কোনো স্লিপ না থাকায় সেটা উইকেটরক্ষকের পাশ দিয়ে চার হয়ে যায়। ইশান্ত-কোহলির মধ্যে চলে স্লেজিং। পরের বলে কোহলি মারেন ছক্কা। প্রথম দুই বলে চার-ছক্কা মারলেও কোহলি আউট হয়েছেন ইশান্তের করা ওভারের চতুর্থ বলে। উইকেট নেওয়ার পর ইশান্ত করেছেন বুনো উদযাপন। শুধু তাই নয়, কোহলি ড্রেসিংরুমে ফেরার সময় হালকা ধাক্কা মেরেছেন।
প্রথম ইনিংসে ঘটনা শেষ হয়ে যায়নি। ইশান্ত যখন ব্যাটিংয়ে নামেন, তখন কোহলি এসে পিঠ চাপড়ে দিয়েছেন। ভারতীয় দুই তারকা ক্রিকেটার হেসে হেসে কথা বলছিলেন। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘বিরাট কোহলি ইশান্তকে টিজ করছেন। তাদেরকে ভালোবাসি।’ আইপিএলের সম্প্রচারক স্টার স্পোর্টস তো এক কাঠি সরেস। কোহলি-ইশান্তের মজা করার দৃশ্য স্টার স্পোর্টস তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রকাশ করেছে। সংস্থাটি লিখেছে, ‘প্রত্যেক ক্রিয়ারই বিপরীত এক প্রতিক্রিয়া রয়েছে।’
কোহলি-ইশান্তের খুনসুটির দিনে দিল্লিকে ৪৭ রানে হারিয়েছে বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে এখন বেঙ্গালুরু। একই রকম অবস্থায় থেকেও (১৩ ম্যাচে ১২ পয়েন্ট) পয়েন্ট তালিকায় ছয়ে দিল্লি। কাগজে-কলমে বেঙ্গালুরু, দিল্লি দুই দলেরই প্লে অফ খেলার সম্ভাবনা এখনো রয়েছে। তবে এক্ষেত্রে এগিয়ে কোহলিরা। বেঙ্গালুরু ও দিল্লির নেট রানরেট + ০.৩৮৭ ও-০.৪৮২। অরুণ জেটলিতে আগামীকাল দিল্লি খেলবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। চিন্নস্বামীতে ১৮ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে বেঙ্গালুরু। চেন্নাই এরই মধ্যে ১৪ পয়েন্ট থাকলেও নেট রানরেট + ০.৫২৮।
বিরাট কোহলি ও ইশান্ত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে এক সঙ্গে অনেক ম্যাচ খেলেছেন। বিশেষ করে টেস্টে কোহলির নেতৃত্বেই খেলতে হয়েছে ইশান্তকে। তবে প্রতিপক্ষ হিসেবে খেলার সৌভাগ্য আইপিএল ছাড়া হয় না বললেই চলে। সুযোগটা যখন গতকাল আবার এল চিন্নস্বামী স্টেডিয়ামে, তখন তাঁরাও মজা করেছেন। তাঁদের খুনসুটির অংশ হয়েছেন নেটিজেনরাও।
২০২৪ আইপিএলে কোহলি খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ইশান্ত শর্মা খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। বেঙ্গালুরুর ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করেন ইশান্ত। প্রথম বলে কোহলির আউটসাইড এজ হয়। তবে কোনো স্লিপ না থাকায় সেটা উইকেটরক্ষকের পাশ দিয়ে চার হয়ে যায়। ইশান্ত-কোহলির মধ্যে চলে স্লেজিং। পরের বলে কোহলি মারেন ছক্কা। প্রথম দুই বলে চার-ছক্কা মারলেও কোহলি আউট হয়েছেন ইশান্তের করা ওভারের চতুর্থ বলে। উইকেট নেওয়ার পর ইশান্ত করেছেন বুনো উদযাপন। শুধু তাই নয়, কোহলি ড্রেসিংরুমে ফেরার সময় হালকা ধাক্কা মেরেছেন।
প্রথম ইনিংসে ঘটনা শেষ হয়ে যায়নি। ইশান্ত যখন ব্যাটিংয়ে নামেন, তখন কোহলি এসে পিঠ চাপড়ে দিয়েছেন। ভারতীয় দুই তারকা ক্রিকেটার হেসে হেসে কথা বলছিলেন। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘বিরাট কোহলি ইশান্তকে টিজ করছেন। তাদেরকে ভালোবাসি।’ আইপিএলের সম্প্রচারক স্টার স্পোর্টস তো এক কাঠি সরেস। কোহলি-ইশান্তের মজা করার দৃশ্য স্টার স্পোর্টস তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রকাশ করেছে। সংস্থাটি লিখেছে, ‘প্রত্যেক ক্রিয়ারই বিপরীত এক প্রতিক্রিয়া রয়েছে।’
কোহলি-ইশান্তের খুনসুটির দিনে দিল্লিকে ৪৭ রানে হারিয়েছে বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে এখন বেঙ্গালুরু। একই রকম অবস্থায় থেকেও (১৩ ম্যাচে ১২ পয়েন্ট) পয়েন্ট তালিকায় ছয়ে দিল্লি। কাগজে-কলমে বেঙ্গালুরু, দিল্লি দুই দলেরই প্লে অফ খেলার সম্ভাবনা এখনো রয়েছে। তবে এক্ষেত্রে এগিয়ে কোহলিরা। বেঙ্গালুরু ও দিল্লির নেট রানরেট + ০.৩৮৭ ও-০.৪৮২। অরুণ জেটলিতে আগামীকাল দিল্লি খেলবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। চিন্নস্বামীতে ১৮ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলবে বেঙ্গালুরু। চেন্নাই এরই মধ্যে ১৪ পয়েন্ট থাকলেও নেট রানরেট + ০.৫২৮।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫