ক্রীড়া ডেস্ক
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ভোলেননি চার ছক্কা হাঁকানোটা! আজ সিলেটে তাঁর বিধ্বংসী ব্যাটিং তেমনটাই আভাস দিয়েছে। এ দিন চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ঝোড়ো ইনিংসই উপহার দিয়েছেন ঢাকা ক্যাপিটালের এই ব্যাটার। ৩৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কা আর ৩ চারে। ইনিংসটির স্ট্রাইকরেট দাঁড়ায় ২৪৮.৪৮!
অনেক দিন পরই সাব্বিরের এমন রূপ দেখল দর্শকেরা। দেশের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালের ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। সেই টি-টোয়েন্টি ম্যাচে করেছিলেন মাত্র ১৪ রান। ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাব্বিরে সেরা ইনিংস ৮০ রানের। সেটাও ঠিক ৯ বছর আগে ২০১৬ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে। যে ম্যাচে ৫৪ বলে ৮০ রান করেছিলেন সাব্বির। চার-ছক্কার ফরম্যাটে তাঁর নামের পাশে এমন ঝোড়ো ইনিংস আছে আরও চারটি—২০১৮ সালে ভারতের বিপক্ষে ৫০ বলে ৭৭ রান, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ৫১, ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে ২৬ বলে ৪৪ এবং একই বছর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৫ বলে ২৬ রান।
বিপিএল এলেই সাব্বির মাঝে মধ্যেই এমন ব্যাটিং ধামাকা দেখান। এর আগে ২০১৬ বিপিএলে মিরপুরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে একাই ৬১ বলে ১২২ রান করেন। এরপর ২০১৯ বিপিএলে সিলেটে রংপুরের বিপক্ষেও ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সেদিন ওপেনিংয়ে নেমে ৫ চার ৬ ছক্কায় ৫১ বলে ৮৫ রান করেছিলেন এই হার্ড হিটার ব্যাটর। যদিও ম্যাচটি হেরে গিয়েছিলেন সাব্বিররা।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। তবে জাতীয় দলের বাইরে থাকলেও ভোলেননি চার ছক্কা হাঁকানোটা! আজ সিলেটে তাঁর বিধ্বংসী ব্যাটিং তেমনটাই আভাস দিয়েছে। এ দিন চিটাগং কিংসের বিপক্ষে ব্যাট হাতে নেমে ঝোড়ো ইনিংসই উপহার দিয়েছেন ঢাকা ক্যাপিটালের এই ব্যাটার। ৩৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কা আর ৩ চারে। ইনিংসটির স্ট্রাইকরেট দাঁড়ায় ২৪৮.৪৮!
অনেক দিন পরই সাব্বিরের এমন রূপ দেখল দর্শকেরা। দেশের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালের ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। সেই টি-টোয়েন্টি ম্যাচে করেছিলেন মাত্র ১৪ রান। ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা সাব্বিরে সেরা ইনিংস ৮০ রানের। সেটাও ঠিক ৯ বছর আগে ২০১৬ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে। যে ম্যাচে ৫৪ বলে ৮০ রান করেছিলেন সাব্বির। চার-ছক্কার ফরম্যাটে তাঁর নামের পাশে এমন ঝোড়ো ইনিংস আছে আরও চারটি—২০১৮ সালে ভারতের বিপক্ষে ৫০ বলে ৭৭ রান, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ৫১, ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে ২৬ বলে ৪৪ এবং একই বছর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৫ বলে ২৬ রান।
বিপিএল এলেই সাব্বির মাঝে মধ্যেই এমন ব্যাটিং ধামাকা দেখান। এর আগে ২০১৬ বিপিএলে মিরপুরে বরিশাল বুলসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে একাই ৬১ বলে ১২২ রান করেন। এরপর ২০১৯ বিপিএলে সিলেটে রংপুরের বিপক্ষেও ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সেদিন ওপেনিংয়ে নেমে ৫ চার ৬ ছক্কায় ৫১ বলে ৮৫ রান করেছিলেন এই হার্ড হিটার ব্যাটর। যদিও ম্যাচটি হেরে গিয়েছিলেন সাব্বিররা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫