২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। আইপিএল শেষ হচ্ছে বিশ্বকাপ শুরুর ঠিক আগের সপ্তাহেই। এ কারণে আইপিএল শেষ হওয়ার আগেই অনেক বিদেশি ক্রিকেটার নিজ দেশে চলে যাচ্ছেন। বিদেশি ক্রিকেটারের ওপর ক্ষোভ ঝেড়েছেন ইরফান পাঠান।
আইপিএল চললেও আন্তর্জাতিক ক্রিকেট তো থেমে নেই। বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়ে গেছে। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড—দুই দলের বিপক্ষে ঘরের মাঠ ও দেশের বাইরে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। ২২ থেকে ৩০ মে পর্যন্ত চলবে ইংল্যান্ড-পাকিস্তান চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকস, রিস টপলি, ফিল সল্ট, জস বাটলার—ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা এরই মধ্যে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। লিভিংস্টোনের আইপিএল ছাড়ার কারণ হাঁটুর চোটও। খেলোয়াড়দের মাঝপথে আইপিএল ছেড়ে চলে যাওয়ায় কদিন আগে ক্ষোভ ঝেড়েছেন সুনীল গাভাস্কার। এবার যোগ দিলেন পাঠানও। নিজের এক্স হ্যান্ডলে ভারতের সাবেক অলরাউন্ডার বলেন, ‘থাকলে পুরো মৌসুমের জন্য থাক। না হলে এসো না।’
ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে এবার আলো ছড়িয়েছেন ফিল সল্ট, জস বাটলার ও উইল জ্যাকসরা। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সল্ট করেছেন ৪৩৫ রান। গড় ৩৯.৫৪ ও স্ট্রাইকরেট ১৮২। সুনীল নারাইনের সঙ্গে জুটি বেঁধে কলকাতাকে ঝোড়ো শুরু এনে দিতে অবদান রেখেছেন সল্ট। রাজস্থান রয়্যালসের হয়ে বাটলার দুই সেঞ্চুরি করে ফেলেছেন। জ্যাকসেরও সেঞ্চুরি রয়েছে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার এবার খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। আইপিএল শেষ হচ্ছে বিশ্বকাপ শুরুর ঠিক আগের সপ্তাহেই। এ কারণে আইপিএল শেষ হওয়ার আগেই অনেক বিদেশি ক্রিকেটার নিজ দেশে চলে যাচ্ছেন। বিদেশি ক্রিকেটারের ওপর ক্ষোভ ঝেড়েছেন ইরফান পাঠান।
আইপিএল চললেও আন্তর্জাতিক ক্রিকেট তো থেমে নেই। বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়ে গেছে। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড—দুই দলের বিপক্ষে ঘরের মাঠ ও দেশের বাইরে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। ২২ থেকে ৩০ মে পর্যন্ত চলবে ইংল্যান্ড-পাকিস্তান চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। লিয়াম লিভিংস্টোন, উইল জ্যাকস, রিস টপলি, ফিল সল্ট, জস বাটলার—ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা এরই মধ্যে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে। লিভিংস্টোনের আইপিএল ছাড়ার কারণ হাঁটুর চোটও। খেলোয়াড়দের মাঝপথে আইপিএল ছেড়ে চলে যাওয়ায় কদিন আগে ক্ষোভ ঝেড়েছেন সুনীল গাভাস্কার। এবার যোগ দিলেন পাঠানও। নিজের এক্স হ্যান্ডলে ভারতের সাবেক অলরাউন্ডার বলেন, ‘থাকলে পুরো মৌসুমের জন্য থাক। না হলে এসো না।’
ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে এবার আলো ছড়িয়েছেন ফিল সল্ট, জস বাটলার ও উইল জ্যাকসরা। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সল্ট করেছেন ৪৩৫ রান। গড় ৩৯.৫৪ ও স্ট্রাইকরেট ১৮২। সুনীল নারাইনের সঙ্গে জুটি বেঁধে কলকাতাকে ঝোড়ো শুরু এনে দিতে অবদান রেখেছেন সল্ট। রাজস্থান রয়্যালসের হয়ে বাটলার দুই সেঞ্চুরি করে ফেলেছেন। জ্যাকসেরও সেঞ্চুরি রয়েছে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার এবার খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫