‘কতটুকু পথ পেরোলে পথিক হওয়া যায়’—কবীর সুমনের বিখ্যাত এই গানের উত্তর যেন অবশেষে পেয়েছে লেভারকুজেন। একটা বুন্দেসলিগা জিততে ১২০ বছরের পথ হাঁটতে হয়েছে তাদের। বায়ার্ন মিউনিখের টানা ৯ বছরের আধিপত্য গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেটিও আবার লিগে ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে।
পথিকের স্বীকৃতি মিললেও পথচলা থামেনি লেভারকুজেনের। আসলে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়নদের পথচলা থামাতেই পারছে না কোনো দল। এখন পর্যন্ত সব মিলিয়ে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইউরোপের লিগগুলোর ৫৯ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে জাবি আলোনসোর দল। টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই আর কোনো দলের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ ম্যাচ বেনফিকার, ১৯৬৪-৬৫ মৌসুমে।
১২০ বছরের দীর্ঘ ইতিহাসে যাদের শোকেসে দুটি শিরোপার ঠাঁই হয়েছিল, এত দিন সেই লেভারকুজেনের সামনে এবার ট্রেবল জয়ের হাতছানি। মৌসুমের দ্বিতীয় শিরোপা জিততে আজ ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার মুখোমুখি হবে দীর্ঘ সময় ধরে ‘নেভারকুজেন’ বদনাম পাওয়া জার্মান ক্লাব।
বায়ার্ন-বরুসিয়া ডর্টমুন্ড-রোমার মতো ক্লাবরা যা পারেনি, তা কি আজ পারবে আতালান্তা? মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ দিতে পারলে নিজেদের দীর্ঘ শিরোপাখরাও ঘুচবে তাতে। ডাবলিনে সেই দায়িত্বটাই আজ নিতে হবে আতালান্তার কোচ জিয়ান পিয়েরো গাসপিয়েরিনিকে। শীর্ষ পর্যায়ে ৬১ বছর ধরে কোনো শিরোপার মুখ দেখে না আতালান্তা। শোকেসে জায়গার অভাব না থাকলেও দীর্ঘ শিরোপাখরায় ধুলার আস্তরণে যেন তা পূর্ণ হয়ে আছে। সবশেষ ১৯৬২-৬৩ মৌসুমে একমাত্র শিরোপা কোপা ইতালিয়ায় আটকে আছে তারা। ২০১৬ সালে গাসপিয়েরিনো দায়িত্ব নেওয়ার পর তিনবার কোপা ইতালিয়ার ফাইনাল খেললেও খালি হাতে ফিরতে হয় আতালান্তাকে। এ মৌসুমেই সবশেষ ক্ষতটি দিয়েছে জুভেন্টাস।
অ্যাটাকিং ফুটবলের পসরা সাজিয়ে এবার লিভারপুল-মার্শেইয়ের মতো দলগুলোকে পেছনে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে আতালান্তা। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গাসপিয়েরিনো তাই শ্রেষ্ঠত্বেই চোখ রাখছেন। কখনো শীর্ষ পর্যায়ে শিরোপাজয়ের স্বাদ না পাওয়ায় ৬৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটাই কি আমার ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য? হ্যাঁ, কৃতিত্ব এবং মর্যাদার দিক থেকে অবশ্যই। আমরা যদি শিরোপা জিততে পারি, ভীষণ খুশি হব।’
গাসপিয়েরিনোর ফুটবলদর্শনকে সমীহ করছেন আলোনসোও। ৪২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন, ‘ম্যাচ নিয়ে তাঁর পরিষ্কার পরিকল্পনা আছে। দৃঢ় মানসিকতা এবং দুর্দান্ত মানসম্পন্ন এক দল আতালান্তা। তারা শীর্ষপর্যায়ের দল।’
‘কতটুকু পথ পেরোলে পথিক হওয়া যায়’—কবীর সুমনের বিখ্যাত এই গানের উত্তর যেন অবশেষে পেয়েছে লেভারকুজেন। একটা বুন্দেসলিগা জিততে ১২০ বছরের পথ হাঁটতে হয়েছে তাদের। বায়ার্ন মিউনিখের টানা ৯ বছরের আধিপত্য গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেটিও আবার লিগে ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে।
পথিকের স্বীকৃতি মিললেও পথচলা থামেনি লেভারকুজেনের। আসলে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়নদের পথচলা থামাতেই পারছে না কোনো দল। এখন পর্যন্ত সব মিলিয়ে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইউরোপের লিগগুলোর ৫৯ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে জাবি আলোনসোর দল। টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই আর কোনো দলের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ ম্যাচ বেনফিকার, ১৯৬৪-৬৫ মৌসুমে।
১২০ বছরের দীর্ঘ ইতিহাসে যাদের শোকেসে দুটি শিরোপার ঠাঁই হয়েছিল, এত দিন সেই লেভারকুজেনের সামনে এবার ট্রেবল জয়ের হাতছানি। মৌসুমের দ্বিতীয় শিরোপা জিততে আজ ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার মুখোমুখি হবে দীর্ঘ সময় ধরে ‘নেভারকুজেন’ বদনাম পাওয়া জার্মান ক্লাব।
বায়ার্ন-বরুসিয়া ডর্টমুন্ড-রোমার মতো ক্লাবরা যা পারেনি, তা কি আজ পারবে আতালান্তা? মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ দিতে পারলে নিজেদের দীর্ঘ শিরোপাখরাও ঘুচবে তাতে। ডাবলিনে সেই দায়িত্বটাই আজ নিতে হবে আতালান্তার কোচ জিয়ান পিয়েরো গাসপিয়েরিনিকে। শীর্ষ পর্যায়ে ৬১ বছর ধরে কোনো শিরোপার মুখ দেখে না আতালান্তা। শোকেসে জায়গার অভাব না থাকলেও দীর্ঘ শিরোপাখরায় ধুলার আস্তরণে যেন তা পূর্ণ হয়ে আছে। সবশেষ ১৯৬২-৬৩ মৌসুমে একমাত্র শিরোপা কোপা ইতালিয়ায় আটকে আছে তারা। ২০১৬ সালে গাসপিয়েরিনো দায়িত্ব নেওয়ার পর তিনবার কোপা ইতালিয়ার ফাইনাল খেললেও খালি হাতে ফিরতে হয় আতালান্তাকে। এ মৌসুমেই সবশেষ ক্ষতটি দিয়েছে জুভেন্টাস।
অ্যাটাকিং ফুটবলের পসরা সাজিয়ে এবার লিভারপুল-মার্শেইয়ের মতো দলগুলোকে পেছনে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে আতালান্তা। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গাসপিয়েরিনো তাই শ্রেষ্ঠত্বেই চোখ রাখছেন। কখনো শীর্ষ পর্যায়ে শিরোপাজয়ের স্বাদ না পাওয়ায় ৬৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটাই কি আমার ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য? হ্যাঁ, কৃতিত্ব এবং মর্যাদার দিক থেকে অবশ্যই। আমরা যদি শিরোপা জিততে পারি, ভীষণ খুশি হব।’
গাসপিয়েরিনোর ফুটবলদর্শনকে সমীহ করছেন আলোনসোও। ৪২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন, ‘ম্যাচ নিয়ে তাঁর পরিষ্কার পরিকল্পনা আছে। দৃঢ় মানসিকতা এবং দুর্দান্ত মানসম্পন্ন এক দল আতালান্তা। তারা শীর্ষপর্যায়ের দল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে