অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে গিয়েও কোনো ম্যাচ না খেলেই ফিরে এসেছিল নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার কথা বলে হুট করে কিউইদের পাকিস্তান ছাড়া নিয়ে তখন কম জলঘোলা হয়নি। নিউজিল্যান্ড দলের ওই ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফেরা শঙ্কার মুখে পড়েছিল।
সেই নিউজিল্যান্ডই এবার চার মাসের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করবে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয়বার পাকিস্তান যাবেন কেন উইলিয়ামসনরা। এই সফরে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা নিয়ে কৌতূহল তৈরি করে পিসিবির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে তারা জানায়, ‘অনেক বড় একটা খবর জানাতে আমরা প্রস্তুত। কী হতে পারে সেই ঘোষণা, কোনো অনুমান করতে পারেন?’
ঘণ্টাখানেক পর আরেক টুইটে জল্পনার অবসান ঘটে। এবার পিসিবি এক টুইট বার্তায় জানায়, ‘প্রস্তুত হোন! ২০২২-২৩ মৌসুমের ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসতে যাচ্ছে নিউজিল্যান্ড। এরপর সাদা বলের ক্রিকেটে ১০টি ম্যাচ খেলার জন্য আবার ফিরবে তারা। দারুণ রোমাঞ্চকর এক খবর, তাই না?’
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানে গিয়েও কোনো ম্যাচ না খেলেই ফিরে এসেছিল নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার কথা বলে হুট করে কিউইদের পাকিস্তান ছাড়া নিয়ে তখন কম জলঘোলা হয়নি। নিউজিল্যান্ড দলের ওই ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফেরা শঙ্কার মুখে পড়েছিল।
সেই নিউজিল্যান্ডই এবার চার মাসের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করবে। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। পিসিবি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয়বার পাকিস্তান যাবেন কেন উইলিয়ামসনরা। এই সফরে পাঁচটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা নিয়ে কৌতূহল তৈরি করে পিসিবির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে। সেখানে তারা জানায়, ‘অনেক বড় একটা খবর জানাতে আমরা প্রস্তুত। কী হতে পারে সেই ঘোষণা, কোনো অনুমান করতে পারেন?’
ঘণ্টাখানেক পর আরেক টুইটে জল্পনার অবসান ঘটে। এবার পিসিবি এক টুইট বার্তায় জানায়, ‘প্রস্তুত হোন! ২০২২-২৩ মৌসুমের ডিসেম্বর-জানুয়ারিতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে আসতে যাচ্ছে নিউজিল্যান্ড। এরপর সাদা বলের ক্রিকেটে ১০টি ম্যাচ খেলার জন্য আবার ফিরবে তারা। দারুণ রোমাঞ্চকর এক খবর, তাই না?’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫