আম্পায়ারদের সিদ্ধান্তে ক্রিকেটারদের অসন্তুষ্টি ক্রিকেট মাঠের পরিচিত দৃশ্য। তবে কখনো কখনো স্পিরিট অব ক্রিকেটের দৃশ্যও চোখে পড়ে। এই যেমন গতকাল আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট আর পাঞ্জাবি কিংসের ম্যাচের স্পিরিট অব ক্রিকেটের দারুণ প্রদর্শনী দেখালেন ডি কক। আম্পায়ার আউট না দিলেও নিজে থেকেই হেঁটে মাঠের বাইরে চলে গেছেন লক্ষ্ণৌর উইকেটরক্ষক ব্যাটার ডি কক।
লক্ষ্ণৌর ইনিংসের ১২.৪ ওভারে সন্দীপ শর্মার বলে উইকেটরক্ষক জিতেশ শর্মার গ্লাভসের ধরা পড়েন ডি কক। বোলার ও উইকেটরক্ষকসহ পাঞ্জাব ক্রিকেটারদের অনেকেই আউটের আবেদন জানান। তবে আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি।
বল যে ব্যাটের কানা ছুঁয়েছে, সেটা ব্যাটার ঠিকই বুঝতে পেরেছে। তাই আর কালক্ষেপণ না করে আম্পায়ার আউটের সংকেত না দিলেও মাঠ ছাড়েন প্রোটিয়া তারকা। ডি কক মাঠ ছাড়ার সময় বোলার সন্দীপ শর্মাকে তাঁর পিঠ চাপড়ে দিয়েছেন। ৪টি চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন ডি কক, যা লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান। শেষ পর্যন্ত অবশ্য পাঞ্জাবের কাছে ২০ রানে হেরে যায় ডি ককের দল লক্ষ্ণৌ।
আম্পায়ারদের সিদ্ধান্তে ক্রিকেটারদের অসন্তুষ্টি ক্রিকেট মাঠের পরিচিত দৃশ্য। তবে কখনো কখনো স্পিরিট অব ক্রিকেটের দৃশ্যও চোখে পড়ে। এই যেমন গতকাল আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট আর পাঞ্জাবি কিংসের ম্যাচের স্পিরিট অব ক্রিকেটের দারুণ প্রদর্শনী দেখালেন ডি কক। আম্পায়ার আউট না দিলেও নিজে থেকেই হেঁটে মাঠের বাইরে চলে গেছেন লক্ষ্ণৌর উইকেটরক্ষক ব্যাটার ডি কক।
লক্ষ্ণৌর ইনিংসের ১২.৪ ওভারে সন্দীপ শর্মার বলে উইকেটরক্ষক জিতেশ শর্মার গ্লাভসের ধরা পড়েন ডি কক। বোলার ও উইকেটরক্ষকসহ পাঞ্জাব ক্রিকেটারদের অনেকেই আউটের আবেদন জানান। তবে আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি।
বল যে ব্যাটের কানা ছুঁয়েছে, সেটা ব্যাটার ঠিকই বুঝতে পেরেছে। তাই আর কালক্ষেপণ না করে আম্পায়ার আউটের সংকেত না দিলেও মাঠ ছাড়েন প্রোটিয়া তারকা। ডি কক মাঠ ছাড়ার সময় বোলার সন্দীপ শর্মাকে তাঁর পিঠ চাপড়ে দিয়েছেন। ৪টি চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৬ রান করে ফেরেন ডি কক, যা লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান। শেষ পর্যন্ত অবশ্য পাঞ্জাবের কাছে ২০ রানে হেরে যায় ডি ককের দল লক্ষ্ণৌ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫