ক্রীড়া ডেস্ক
পাকিস্তানি হোক বা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার—ভিসা নিয়ে ঝামেলা করা ভারতের জন্য নতুন কিছু নয়। ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদের ভিসা দেরিতে দেওয়ার অভিযোগ এবার উঠেছে। অবশেষে পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার পেলেন ভারতের ভিসা।
২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভিসা পাওয়ায় এই সিরিজ খেলতে সাকিবের আর কোনো সমস্যা হচ্ছে না। আজই দলের সঙ্গে তাঁর কলকাতায় চলে আসার কথা।
ভারত সফরে আসার আগে ৯ জানুয়ারি আবুধাবিতে ইংল্যান্ডের পেস বোলিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল সাকিব। পেস বোলিংয়ের পরামর্শক জেমস অ্যান্ডারসনের সেই ক্যাম্পে জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উডের মতো তারকাদের সঙ্গে সাকিব সেখানে থাকতে পারতেন। তবে ভারতের ভিসার আবেদন করার পর সাকিবের পাসপোর্ট রেখে দেওয়ায় সেটা সম্ভব হয়নি। পাকিস্তানি বংশোদ্ভূত হলেও আদিল রশিদ, রেহান আহমেদ ভারতের ভিসা পেয়েছেন বলে জানা গেছে।
সাকিবের সঙ্গে ভারতের ভিসা সংক্রান্ত ঝামেলা আগেও ঘটেছে। ২০১৯ সালে ইংল্যান্ড লায়নসের হয়ে ভারত সফরে যেতে পারেননি। ভিসা জটিলতায় ল্যাঙ্কাশায়ারের ২০২৪ সালে প্রাক মৌসুম সফরেও যাওয়া হয়নি পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের। একই বছরে ইংল্যান্ডের শোয়েব বশিরের ভিসা নিয়ে ঝামেলা করেছিল ভারত। কারণ, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। এই ভিসা জটিলতায় হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে খেলতেই পারেননি বশির।
শোয়েবের ভিসা জটিলতা নিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও পরে ভারতের বিপক্ষে কথা বলেছিলেন। এর আগে রেহান আহমেদকেও একই ঝামেলায় পড়তে হয়েছিল। রশিদ, বশির, রেহান, সাকিব মাহমুদ—ইংল্যান্ডের ক্রিকেটার হলেও তাঁরা পাকিস্তানি বংশোদ্ভূত।
২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দল দুটি মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি হবে ভারত-ইংল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের দলেই আছেন রশিদ ও সাকিব।
পাকিস্তানি হোক বা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার—ভিসা নিয়ে ঝামেলা করা ভারতের জন্য নতুন কিছু নয়। ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদের ভিসা দেরিতে দেওয়ার অভিযোগ এবার উঠেছে। অবশেষে পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার পেলেন ভারতের ভিসা।
২২ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভিসা পাওয়ায় এই সিরিজ খেলতে সাকিবের আর কোনো সমস্যা হচ্ছে না। আজই দলের সঙ্গে তাঁর কলকাতায় চলে আসার কথা।
ভারত সফরে আসার আগে ৯ জানুয়ারি আবুধাবিতে ইংল্যান্ডের পেস বোলিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল সাকিব। পেস বোলিংয়ের পরামর্শক জেমস অ্যান্ডারসনের সেই ক্যাম্পে জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উডের মতো তারকাদের সঙ্গে সাকিব সেখানে থাকতে পারতেন। তবে ভারতের ভিসার আবেদন করার পর সাকিবের পাসপোর্ট রেখে দেওয়ায় সেটা সম্ভব হয়নি। পাকিস্তানি বংশোদ্ভূত হলেও আদিল রশিদ, রেহান আহমেদ ভারতের ভিসা পেয়েছেন বলে জানা গেছে।
সাকিবের সঙ্গে ভারতের ভিসা সংক্রান্ত ঝামেলা আগেও ঘটেছে। ২০১৯ সালে ইংল্যান্ড লায়নসের হয়ে ভারত সফরে যেতে পারেননি। ভিসা জটিলতায় ল্যাঙ্কাশায়ারের ২০২৪ সালে প্রাক মৌসুম সফরেও যাওয়া হয়নি পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের। একই বছরে ইংল্যান্ডের শোয়েব বশিরের ভিসা নিয়ে ঝামেলা করেছিল ভারত। কারণ, তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। এই ভিসা জটিলতায় হায়দরাবাদে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে খেলতেই পারেননি বশির।
শোয়েবের ভিসা জটিলতা নিয়ে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও পরে ভারতের বিপক্ষে কথা বলেছিলেন। এর আগে রেহান আহমেদকেও একই ঝামেলায় পড়তে হয়েছিল। রশিদ, বশির, রেহান, সাকিব মাহমুদ—ইংল্যান্ডের ক্রিকেটার হলেও তাঁরা পাকিস্তানি বংশোদ্ভূত।
২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দল দুটি মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি হবে ভারত-ইংল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের দলেই আছেন রশিদ ও সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫