লাইছ ত্বোহা, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকার প্রথম পর্বটা ছিল ‘হৃদয়ময়’। ছক্কা-চারে ম্যাচ আর দর্শকের হৃদয় দুটোই জিতেছেন সিলেট স্ট্রাইকার্সের তরুণ টপ অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। গত পরশুও যিনি বোলারদের বুকে কাঁপুনি তুলেছেন, গতকাল তাঁর কণ্ঠ যেন ‘হৃদয়ভাঙা’ এক মানুষের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার হৃদয় গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেললেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে এবার সিলেটের হয়ে স্বপ্নের মতো শুরু করেছিলেন। ঢাকায় প্রথম পর্বে তিন ম্যাচ ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। তিন ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বগুড়া থেকে উঠে আসা এই ব্যাটার। তিন ফিফটিতে তিন ম্যাচেই তিনি ম্যাচসেরা। টানা ম্যাচসেরা নিয়ে মাঝে হৃদয় জানিয়েছিলেন, ধারাবাহিক পুরস্কার জেতার অভ্যাসটা তাঁর বয়সভিত্তিক ক্রিকেট থেকে, ‘একটা বিষয় অনুভব করি, আমি অনূর্ধ্ব-১৯ থেকে যখনই ম্যান অব দ্য ম্যাচ হয়েছি, সব সময় ব্যাক টু ব্যাক হয়েছি।’
দুর্দান্ত ছন্দে থাকা হৃদয়ের চোখে যখন বড় স্বপ্ন, হঠাৎই দুঃসময়ের আগমন। গত পরশু ঢাকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন। আঙুলে সেলাই পড়েছে আটটি। আপাতত তাঁকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। গতকাল বিকেলে হৃদয়ের সঙ্গে যখন ফোনে কথা হলো, ক্ষীণ কণ্ঠে বলছিলেন, ‘বিশ্রামে আছি। হাতে আটটি সেলাই লেগেছে।’
টুর্নামেন্ট শুরুর আগেই সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁর দলের কজন সম্ভাবনাময় খেলোয়াড়ের নাম বলতে গিয়ে হৃদয়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন। অধিনায়কের আস্থার প্রতিদানও দিচ্ছিলেন। উড়ন্ত ফর্মে থেকে ছিটকে যাওয়া—হৃদয়ের মনে একটু হতাশা ভর করা অস্বাভাবিক নয়। দুই সপ্তাহের বিশ্রাম শেষে টুর্নামেন্টে ফিরতে ফিরতে সিলেটের ছয়-সাতটা ম্যাচ শেষ হয়ে যেতে পারে। আর ফিরেই আগের ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারও আছে। আর এ সময়েই কি না এমন চোট। তাঁর মনের অনুভূতি কী হতে পারে, সেটি আর না জানতে চাইলেও বুঝতে অসুবিধা হয় না। হৃদয় শুধু এতটুকু বললেন, ‘খারাপ লাগছে। দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।’
ঢাকা পর্বের পর পাঁচ দিন বিশ্রামের সুযোগ পাচ্ছে টেবিলের শীর্ষে থাকা সিলেট। আজ চট্টগ্রামে রওনা দেওয়ার কথা মাশরাফিদের। হৃদয় জানালেন, দলের সঙ্গে থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়া সারবেন।
ঢাকার বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন হৃদয়। বরিশালের বিপক্ষে ৩৪ বলে ৫৫ রান। কুমিল্লার বিপক্ষে ৩৭ বলে ৫৬। তিন ম্যাচেই হৃদয়ের স্ট্রাইক আকর্ষণীয় ১৫০-এর ওপরে। বিপিএলের ঢাকার প্রথম পর্বে তিন ইনিংসে ৬৫ গড়ে ১৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সর্বোচ্চ ইনিংসটা যে ম্যাচে, সেটিতেই মাঠ ছেড়েছেন রক্তাক্ত আঙুল নিয়ে। চোট আঙুলে হলেও ব্যথা আসলে তাঁর হৃদয়ে। দুর্দান্ত গতিতে ছুটতে শুরু করে হঠাৎই যে টুর্নামেন্টের ‘দর্শক’ হয়ে গেলেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকার প্রথম পর্বটা ছিল ‘হৃদয়ময়’। ছক্কা-চারে ম্যাচ আর দর্শকের হৃদয় দুটোই জিতেছেন সিলেট স্ট্রাইকার্সের তরুণ টপ অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। গত পরশুও যিনি বোলারদের বুকে কাঁপুনি তুলেছেন, গতকাল তাঁর কণ্ঠ যেন ‘হৃদয়ভাঙা’ এক মানুষের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার হৃদয় গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেললেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে এবার সিলেটের হয়ে স্বপ্নের মতো শুরু করেছিলেন। ঢাকায় প্রথম পর্বে তিন ম্যাচ ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন। তিন ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বগুড়া থেকে উঠে আসা এই ব্যাটার। তিন ফিফটিতে তিন ম্যাচেই তিনি ম্যাচসেরা। টানা ম্যাচসেরা নিয়ে মাঝে হৃদয় জানিয়েছিলেন, ধারাবাহিক পুরস্কার জেতার অভ্যাসটা তাঁর বয়সভিত্তিক ক্রিকেট থেকে, ‘একটা বিষয় অনুভব করি, আমি অনূর্ধ্ব-১৯ থেকে যখনই ম্যান অব দ্য ম্যাচ হয়েছি, সব সময় ব্যাক টু ব্যাক হয়েছি।’
দুর্দান্ত ছন্দে থাকা হৃদয়ের চোখে যখন বড় স্বপ্ন, হঠাৎই দুঃসময়ের আগমন। গত পরশু ঢাকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন। আঙুলে সেলাই পড়েছে আটটি। আপাতত তাঁকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। গতকাল বিকেলে হৃদয়ের সঙ্গে যখন ফোনে কথা হলো, ক্ষীণ কণ্ঠে বলছিলেন, ‘বিশ্রামে আছি। হাতে আটটি সেলাই লেগেছে।’
টুর্নামেন্ট শুরুর আগেই সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁর দলের কজন সম্ভাবনাময় খেলোয়াড়ের নাম বলতে গিয়ে হৃদয়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন। অধিনায়কের আস্থার প্রতিদানও দিচ্ছিলেন। উড়ন্ত ফর্মে থেকে ছিটকে যাওয়া—হৃদয়ের মনে একটু হতাশা ভর করা অস্বাভাবিক নয়। দুই সপ্তাহের বিশ্রাম শেষে টুর্নামেন্টে ফিরতে ফিরতে সিলেটের ছয়-সাতটা ম্যাচ শেষ হয়ে যেতে পারে। আর ফিরেই আগের ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারও আছে। আর এ সময়েই কি না এমন চোট। তাঁর মনের অনুভূতি কী হতে পারে, সেটি আর না জানতে চাইলেও বুঝতে অসুবিধা হয় না। হৃদয় শুধু এতটুকু বললেন, ‘খারাপ লাগছে। দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।’
ঢাকা পর্বের পর পাঁচ দিন বিশ্রামের সুযোগ পাচ্ছে টেবিলের শীর্ষে থাকা সিলেট। আজ চট্টগ্রামে রওনা দেওয়ার কথা মাশরাফিদের। হৃদয় জানালেন, দলের সঙ্গে থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়া সারবেন।
ঢাকার বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন হৃদয়। বরিশালের বিপক্ষে ৩৪ বলে ৫৫ রান। কুমিল্লার বিপক্ষে ৩৭ বলে ৫৬। তিন ম্যাচেই হৃদয়ের স্ট্রাইক আকর্ষণীয় ১৫০-এর ওপরে। বিপিএলের ঢাকার প্রথম পর্বে তিন ইনিংসে ৬৫ গড়ে ১৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সর্বোচ্চ ইনিংসটা যে ম্যাচে, সেটিতেই মাঠ ছেড়েছেন রক্তাক্ত আঙুল নিয়ে। চোট আঙুলে হলেও ব্যথা আসলে তাঁর হৃদয়ে। দুর্দান্ত গতিতে ছুটতে শুরু করে হঠাৎই যে টুর্নামেন্টের ‘দর্শক’ হয়ে গেলেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫