নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে তামিম ইকবাল ছিলেন অচেনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দেখা গেল সেই তামিমের রুদ্ররূপ। এই বিপিএলে পেয়েছেন প্রথম ফিফটি। ৪৭ বলে করেছেন ৬০ রান। তাঁর ইনিংসে চড়ে বিপিএলে প্রথম জয় পেয়েছে খুলনা টাইগার্সও। রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে সুবিধা করতে পারেনি রংপুর। আগে ব্যাটিং করে খুলনাকে মাত্র ১৩০ রানের লক্ষ্য দিতে পারে তারা। ১০ বল হাতে রেখে সে লক্ষ্য তাড়া করে খুলনা।
ওপেনিং জুটিতে তামিম ও মুনিম শাহরিয়ার খুলনার জয়ের ভিত গড়ে দেন। দুজনে মিলে ৫.৩ ওভারে তোলেন ৪১ রান। ইনিংসের ষষ্ঠ ওভারে আফগান পেসার হযরতউল্লাহ ওমরজাই ড্রেসিংরুমে ফেরান মুনিমকে। শোয়েব মালিকের হাতে ক্যাচ দেওয়ার আগে ২১ বলে ২১ রান করেন খুলনার এই ওপেনার।
মাহমুদুল হাসান জয়কে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন তামিম। দুজনের ৮৯ রানের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে জয় নিশ্চিত হয় খুলনার। ৬০ রানে তামিম এবং ৪২ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন জয়।
এর আগে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি রংপুরে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। তাঁর পরিবর্তে নেতৃত্বে দেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব।
প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। খুলনার দুই পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ও আমাদ বাটের বোলিংয়ের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই পারেনি দলের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৪ বলে ৩৮ রান আসে মেহেদী হাসানের ব্যাট থেকে। ২৪ বলে ২৫ রান করেন পারেভজ হোসেন ইমন। নাঈম শেখ ১৩ ও রাকিবুল হাসান ১২ রান করেন। এ ছাড়া আর কোনো ব্যাটার এক অঙ্কের ঘর পেরোতে পারেননি।
খুলনার হয়ে ওয়াহাব রিয়াজ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। এ ছাড়া আমাদ বাট ৩ ও নাহিদুল ইসলাম নেন ২ উইকেট।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে তামিম ইকবাল ছিলেন অচেনা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দেখা গেল সেই তামিমের রুদ্ররূপ। এই বিপিএলে পেয়েছেন প্রথম ফিফটি। ৪৭ বলে করেছেন ৬০ রান। তাঁর ইনিংসে চড়ে বিপিএলে প্রথম জয় পেয়েছে খুলনা টাইগার্সও। রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে সুবিধা করতে পারেনি রংপুর। আগে ব্যাটিং করে খুলনাকে মাত্র ১৩০ রানের লক্ষ্য দিতে পারে তারা। ১০ বল হাতে রেখে সে লক্ষ্য তাড়া করে খুলনা।
ওপেনিং জুটিতে তামিম ও মুনিম শাহরিয়ার খুলনার জয়ের ভিত গড়ে দেন। দুজনে মিলে ৫.৩ ওভারে তোলেন ৪১ রান। ইনিংসের ষষ্ঠ ওভারে আফগান পেসার হযরতউল্লাহ ওমরজাই ড্রেসিংরুমে ফেরান মুনিমকে। শোয়েব মালিকের হাতে ক্যাচ দেওয়ার আগে ২১ বলে ২১ রান করেন খুলনার এই ওপেনার।
মাহমুদুল হাসান জয়কে নিয়ে বাকি কাজ সম্পন্ন করেন তামিম। দুজনের ৮৯ রানের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে জয় নিশ্চিত হয় খুলনার। ৬০ রানে তামিম এবং ৪২ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন জয়।
এর আগে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি রংপুরে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। তাঁর পরিবর্তে নেতৃত্বে দেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব।
প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে রংপুর। খুলনার দুই পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ও আমাদ বাটের বোলিংয়ের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেই পারেনি দলের ব্যাটাররা। সর্বোচ্চ ৩৪ বলে ৩৮ রান আসে মেহেদী হাসানের ব্যাট থেকে। ২৪ বলে ২৫ রান করেন পারেভজ হোসেন ইমন। নাঈম শেখ ১৩ ও রাকিবুল হাসান ১২ রান করেন। এ ছাড়া আর কোনো ব্যাটার এক অঙ্কের ঘর পেরোতে পারেননি।
খুলনার হয়ে ওয়াহাব রিয়াজ ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। এ ছাড়া আমাদ বাট ৩ ও নাহিদুল ইসলাম নেন ২ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫