‘তীরে এসে তরী ডোবা’র ঘটনা তো কম নয় পাকিস্তানের। এবার আরেকবার ডুবল বাবর আজমরা। জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ বলে ১ রানে হেরেছে পাকিস্তান। জিম্বাবুয়ের দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১২৯ রানেই থেমে যায় তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছে পাকিস্তান। কিন্তু এখন সুপার টুয়েলভ থেকে বিদায়ের শঙ্কা ঘিরে ধরেছে বাবরদের। ভারতের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষেও হার, দুটিই শেষ ওভার থেকে শেষ বলে গিয়ে। এমনিতে পাকিস্তানের নামের সঙ্গে ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি জুড়ে আছে। এবার যেন তারই পুনরাবৃত্তি হচ্ছে তাদের সঙ্গে।
জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। ব্রাড ইভান্সের করা ওভারটির দ্বিতীয় বলে চার মেরে ব্যবধানটা কমিয়ে আনেন ওয়াসিম জুনিয়র। তৃতীয় বলে প্রান্ত বদলের পর পঞ্চম বলে সিকান্দার রাজার হাতে বন্দী স্ট্রাইকে থাকা মোহাম্মদ নেওয়াজ। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি তখন মোড় নিতে পারে যেকানো মুহুর্তে। জয়ের জন্য শেষ বলে দরকার যখন ৩ রান তখন নতুন ব্যাটার শাহীন আফ্রিদি ২ রান নিতে গিয়ে রান আউট। এরপর জয়ের উদযাপনে মেতে উঠে জিম্বাবুয়ে।
মামুলি লক্ষ্য পেয়েও হারের বৃত্তে বন্দী হয়ে পড়া পাকিস্তানের অবশ্য শুরুটাও ভালো হয়নি। ফের ব্যর্থ তাদের দুই স্তম্ভ ওপেনার বাবর ও মোহাম্মদ রিজওয়ান। ৩৩ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানে হাল ধরেছিলেন শান মাসুদ। কিন্তু দলীয় ৮৮ রানে পরপর দুই উইকেট হারিয়ে ফের বিপদ বাড়ায় পাকিস্তান। রাজার ঝড়ে তছনছ পাকিস্তান তখন ধুঁকছে। এরপর স্কোরবোর্ডে আর ৬ রান যোগ হতে নেই মাসুদও। সব আশা যখন শেষ হতে চলেছে তখন নেওয়াজ আর ওয়াসিম মিলে ম্যাচ নিয়ে গেলেন শেষ পর্যন্ত। কিন্তু শেষ রক্ষা হলো না পাকিস্তানের।
এর আগে পার্থে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় জিম্বাবুয়ে। ১০ ওভার শেষ হওয়ার আগেই ৩ উইকেটে ৬৪ রান করে ফেলে তারা। কিন্তু দলীয় ৯৫ রানেই হারায় ৪ উইকেট। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন শাদাব খান ও ওয়াসিম জুনিয়র। তবে শেষদিকে রায়ান বার্লের অপরাজিত ১০ ও ইভান্সের ১৯ রানের সুবাদে ৮ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। আর এই মামুলি রান নিয়েই তারা বধ করল পাকিস্তানকে। এখন সমীকরণ এমন দাঁড়িয়েছে, সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে পরের তিন ম্যাচ তো জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি দলগুলোর দিকেও।
‘তীরে এসে তরী ডোবা’র ঘটনা তো কম নয় পাকিস্তানের। এবার আরেকবার ডুবল বাবর আজমরা। জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে শেষ বলে ১ রানে হেরেছে পাকিস্তান। জিম্বাবুয়ের দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১২৯ রানেই থেমে যায় তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছে পাকিস্তান। কিন্তু এখন সুপার টুয়েলভ থেকে বিদায়ের শঙ্কা ঘিরে ধরেছে বাবরদের। ভারতের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষেও হার, দুটিই শেষ ওভার থেকে শেষ বলে গিয়ে। এমনিতে পাকিস্তানের নামের সঙ্গে ‘আনপ্রেডিক্টেবল’ শব্দটি জুড়ে আছে। এবার যেন তারই পুনরাবৃত্তি হচ্ছে তাদের সঙ্গে।
জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। ব্রাড ইভান্সের করা ওভারটির দ্বিতীয় বলে চার মেরে ব্যবধানটা কমিয়ে আনেন ওয়াসিম জুনিয়র। তৃতীয় বলে প্রান্ত বদলের পর পঞ্চম বলে সিকান্দার রাজার হাতে বন্দী স্ট্রাইকে থাকা মোহাম্মদ নেওয়াজ। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি তখন মোড় নিতে পারে যেকানো মুহুর্তে। জয়ের জন্য শেষ বলে দরকার যখন ৩ রান তখন নতুন ব্যাটার শাহীন আফ্রিদি ২ রান নিতে গিয়ে রান আউট। এরপর জয়ের উদযাপনে মেতে উঠে জিম্বাবুয়ে।
মামুলি লক্ষ্য পেয়েও হারের বৃত্তে বন্দী হয়ে পড়া পাকিস্তানের অবশ্য শুরুটাও ভালো হয়নি। ফের ব্যর্থ তাদের দুই স্তম্ভ ওপেনার বাবর ও মোহাম্মদ রিজওয়ান। ৩৩ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানে হাল ধরেছিলেন শান মাসুদ। কিন্তু দলীয় ৮৮ রানে পরপর দুই উইকেট হারিয়ে ফের বিপদ বাড়ায় পাকিস্তান। রাজার ঝড়ে তছনছ পাকিস্তান তখন ধুঁকছে। এরপর স্কোরবোর্ডে আর ৬ রান যোগ হতে নেই মাসুদও। সব আশা যখন শেষ হতে চলেছে তখন নেওয়াজ আর ওয়াসিম মিলে ম্যাচ নিয়ে গেলেন শেষ পর্যন্ত। কিন্তু শেষ রক্ষা হলো না পাকিস্তানের।
এর আগে পার্থে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় জিম্বাবুয়ে। ১০ ওভার শেষ হওয়ার আগেই ৩ উইকেটে ৬৪ রান করে ফেলে তারা। কিন্তু দলীয় ৯৫ রানেই হারায় ৪ উইকেট। হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন শাদাব খান ও ওয়াসিম জুনিয়র। তবে শেষদিকে রায়ান বার্লের অপরাজিত ১০ ও ইভান্সের ১৯ রানের সুবাদে ৮ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। আর এই মামুলি রান নিয়েই তারা বধ করল পাকিস্তানকে। এখন সমীকরণ এমন দাঁড়িয়েছে, সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে পরের তিন ম্যাচ তো জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি দলগুলোর দিকেও।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫