ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত রাতে পাঞ্জাব কিংসের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন রাহুল তেওয়াটিয়া। ব্রাবোর্নে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ দুই বলে ছক্কা মেরে সমীকরণ মিলিয়েছেন গুজরাট টাইটানসের ব্যাটার তেওয়াটিয়া। এর আগে আরও তিনবার শেষ দুই বল ছক্কা মেরে ম্যাচ জেতানোর ঘটনা আছে।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শেষ দুই বলে ছক্কা মেরে ম্যাচ জেতালেন তেওয়াটিয়া। শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ১৯ রান। সেখানে প্রথম ৪ বলে আসে ৭ রান। তেওয়াটিয়া তাই ভালোমতোই জানতেন এখান থেকে ম্যাচ জেতাতে কী করতে হবে, ‘ম্যাচ জিতিয়ে তিনি বলেন, ‘এভাবে জিতলে দারুণ লাগে। আমার খুব বেশি ভাবার ছিল না, কিন্তু আমি জানতাম যে আমাকে নিচে নেমে ছক্কা মারতে হবে। স্মিথ প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো বোলিং করেন। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমাকেও একই রকম কিছু করতে হবে।’
এর আগে ২০১৬ আইপিএলে মাহেন্দ্র সিং ধোনি শেষ দুই বলে দুটি ছক্কা মেরে পুণে সুপারজায়ান্টসকে জিতিয়েছিলেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ দুই বলে ২ ছক্কা মেরে ম্যাচ জেতাতে প্রথম দেখা গিয়েছিল ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগে। পার্থ স্কর্চার্সের হয়ে ডলফিন্সের বিপক্ষে শেষ দুই বলে ২ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন মিচেল মার্শ। আর সর্বশেষ এমন কীর্তি দেখা গেছে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগে। ২০১৯ সালে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে সিদুয়ার বিপক্ষে এভাবে ম্যাচ জিতিয়েছিলেন নিশান পেইরিস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত রাতে পাঞ্জাব কিংসের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন রাহুল তেওয়াটিয়া। ব্রাবোর্নে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ দুই বলে ছক্কা মেরে সমীকরণ মিলিয়েছেন গুজরাট টাইটানসের ব্যাটার তেওয়াটিয়া। এর আগে আরও তিনবার শেষ দুই বল ছক্কা মেরে ম্যাচ জেতানোর ঘটনা আছে।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শেষ দুই বলে ছক্কা মেরে ম্যাচ জেতালেন তেওয়াটিয়া। শেষ ওভারে গুজরাটের প্রয়োজন ছিল ১৯ রান। সেখানে প্রথম ৪ বলে আসে ৭ রান। তেওয়াটিয়া তাই ভালোমতোই জানতেন এখান থেকে ম্যাচ জেতাতে কী করতে হবে, ‘ম্যাচ জিতিয়ে তিনি বলেন, ‘এভাবে জিতলে দারুণ লাগে। আমার খুব বেশি ভাবার ছিল না, কিন্তু আমি জানতাম যে আমাকে নিচে নেমে ছক্কা মারতে হবে। স্মিথ প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো বোলিং করেন। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমাকেও একই রকম কিছু করতে হবে।’
এর আগে ২০১৬ আইপিএলে মাহেন্দ্র সিং ধোনি শেষ দুই বলে দুটি ছক্কা মেরে পুণে সুপারজায়ান্টসকে জিতিয়েছিলেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ দুই বলে ২ ছক্কা মেরে ম্যাচ জেতাতে প্রথম দেখা গিয়েছিল ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগে। পার্থ স্কর্চার্সের হয়ে ডলফিন্সের বিপক্ষে শেষ দুই বলে ২ ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছিলেন মিচেল মার্শ। আর সর্বশেষ এমন কীর্তি দেখা গেছে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগে। ২০১৯ সালে রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে সিদুয়ার বিপক্ষে এভাবে ম্যাচ জিতিয়েছিলেন নিশান পেইরিস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫