দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষা বেড়েই চলেছে ভারতের। এবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে বিধ্বস্ত করেছে প্রোটিয়ারা। বিধ্বস্ত ভারত পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তিও।
বিশাল ব্যবধানে পরাজয়ের পর ভারতের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে রোহিত শর্মার দল হারিয়েছে ২ পয়েন্টও। ধীর গতির ওভারের শাস্তি সংক্রান্ত আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের পাঁচ শতাংশ জরিমানা করা হবে। আইসিসির এলিট প্যানেলের রেফারি ক্রিস ব্রড ভারতকে এই শাস্তি দিয়েছেন।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গত ২৬ ডিসেম্বর শুরু হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বৃষ্টি বাগড়া দিলেও এই ম্যাচ শেষ হয়েছে গতকাল তৃতীয় দিনেই। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত তাদের প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১০১ রান করেন লোকেশ রাহুল। এরপর ডিন এলগারের ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস, মার্কো ইয়ানসেনের অপরাজিত ৮৪, ডেভিড বেডিংহামের ৫৬ রান—তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রান করেছে। ১৬৩ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩১ রানে অলআউট হয়েছে। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া কোহলি করেছেন ৮২ বলে ৭৬ রান। ম্যাচসেরা হয়েছেন এলগার। ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৭টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্ট সিরিজ জয়ের অপেক্ষা বেড়েই চলেছে ভারতের। এবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে বিধ্বস্ত করেছে প্রোটিয়ারা। বিধ্বস্ত ভারত পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তিও।
বিশাল ব্যবধানে পরাজয়ের পর ভারতের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে রোহিত শর্মার দল হারিয়েছে ২ পয়েন্টও। ধীর গতির ওভারের শাস্তি সংক্রান্ত আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের পাঁচ শতাংশ জরিমানা করা হবে। আইসিসির এলিট প্যানেলের রেফারি ক্রিস ব্রড ভারতকে এই শাস্তি দিয়েছেন।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গত ২৬ ডিসেম্বর শুরু হয়েছিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। বৃষ্টি বাগড়া দিলেও এই ম্যাচ শেষ হয়েছে গতকাল তৃতীয় দিনেই। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত তাদের প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১০১ রান করেন লোকেশ রাহুল। এরপর ডিন এলগারের ১৮৫ রানের দুর্দান্ত ইনিংস, মার্কো ইয়ানসেনের অপরাজিত ৮৪, ডেভিড বেডিংহামের ৫৬ রান—তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪০৮ রান করেছে। ১৬৩ রানে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩১ রানে অলআউট হয়েছে। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া কোহলি করেছেন ৮২ বলে ৭৬ রান। ম্যাচসেরা হয়েছেন এলগার। ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ৭টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা ও নান্দ্রে বার্গার। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫