নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট সংস্করণে বাংলাদেশের দুর্বলতা নতুন নয়। তবে সর্বশেষ চার সিরিজেই চরম ব্যাটিং বিপর্যয়ে ব্যাটাররা। এক ইনিংসে মোটামুটি ভালো তো অন্য ইনিংসে ভরাডুবি। দল হিসেবে ভালো করতে না পারায় এমনটাই হচ্ছে বলে মত বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের।
গত কয়েকটি টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে একসঙ্গে ‘ফায়ার’ হচ্ছে বলেই মনে করেন দুর্জয়। তাঁর মতে, টেস্ট ম্যাচে টিকে থাকার পাশাপাশি ছোট ইনিংসগুলো এগিয়ে নিতে না পারলে ব্যর্থতার বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
আজ মিরপুরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের অনুশীলন ক্যাম্প ঘুরে দেখতে এসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। দুর্জয় বলেছেন, ‘আমাদের ৫-৬ জন ক্রিকেটার তারা ফায়ার (ভালো) করছে। কিন্তু একসঙ্গে ফায়ার করা হচ্ছে না, দলের যেটা প্রয়োজন। টেস্টের প্রতি ঘণ্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা হয়তো ৫০ করছি কিন্তু ইনিংসটা ১০০ হওয়া উচিত। অনেক সময় টাইমকে কিল করার জন্য যেভাবে খেলা দরকার সেটা করতে পারছি না।’
টেস্ট ক্রিকেটে টিকে থাকতে পারলে জেতা না গেলেও অন্তত ড্র করা সম্ভব। বাংলাদেশের ব্যাটারদের মাঝে সেই তাড়নাটুকুও দেখেন না সাবেক এই টেস্ট অধিনায়ক। তিনি বলেছেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে টেস্টে যে সময় পার করা কিংবা আরেকটা অপশন যে আছে, সেটা আমরা মনে হয় চিন্তা করি না। ড্র করলে কিন্তু অন্তত মাঝখানে একটা জায়গায় থাকা যায়।’
দুর্জয়ের ভাষ্যে, ‘আমরা সব সময় জিততে গিয়ে হেরে যাচ্ছি। টেস্টে ড্রয়ের অপশন আছে সেটা মাথায় রাখা উচিত। দায়িত্ব সবাই নিচ্ছে কিন্তু হয়তো কারও ভাগ্য সহায়তা করছে, কারও করছে না। ভাগ্যটা তৈরি করতে হবে। আমরা যদি আরও একটু মনোযোগী হই, উন্নতি করার সামর্থ্য আমাদের আছে বলে মনে করি।’
টেস্ট সংস্করণে বাংলাদেশের দুর্বলতা নতুন নয়। তবে সর্বশেষ চার সিরিজেই চরম ব্যাটিং বিপর্যয়ে ব্যাটাররা। এক ইনিংসে মোটামুটি ভালো তো অন্য ইনিংসে ভরাডুবি। দল হিসেবে ভালো করতে না পারায় এমনটাই হচ্ছে বলে মত বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের।
গত কয়েকটি টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ যেভাবে হেরেছে তাতে একসঙ্গে ‘ফায়ার’ হচ্ছে বলেই মনে করেন দুর্জয়। তাঁর মতে, টেস্ট ম্যাচে টিকে থাকার পাশাপাশি ছোট ইনিংসগুলো এগিয়ে নিতে না পারলে ব্যর্থতার বৃত্ত থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
আজ মিরপুরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের অনুশীলন ক্যাম্প ঘুরে দেখতে এসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি। দুর্জয় বলেছেন, ‘আমাদের ৫-৬ জন ক্রিকেটার তারা ফায়ার (ভালো) করছে। কিন্তু একসঙ্গে ফায়ার করা হচ্ছে না, দলের যেটা প্রয়োজন। টেস্টের প্রতি ঘণ্টায় পরিস্থিতি বদলে যাচ্ছে। আমরা হয়তো ৫০ করছি কিন্তু ইনিংসটা ১০০ হওয়া উচিত। অনেক সময় টাইমকে কিল করার জন্য যেভাবে খেলা দরকার সেটা করতে পারছি না।’
টেস্ট ক্রিকেটে টিকে থাকতে পারলে জেতা না গেলেও অন্তত ড্র করা সম্ভব। বাংলাদেশের ব্যাটারদের মাঝে সেই তাড়নাটুকুও দেখেন না সাবেক এই টেস্ট অধিনায়ক। তিনি বলেছেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে টেস্টে যে সময় পার করা কিংবা আরেকটা অপশন যে আছে, সেটা আমরা মনে হয় চিন্তা করি না। ড্র করলে কিন্তু অন্তত মাঝখানে একটা জায়গায় থাকা যায়।’
দুর্জয়ের ভাষ্যে, ‘আমরা সব সময় জিততে গিয়ে হেরে যাচ্ছি। টেস্টে ড্রয়ের অপশন আছে সেটা মাথায় রাখা উচিত। দায়িত্ব সবাই নিচ্ছে কিন্তু হয়তো কারও ভাগ্য সহায়তা করছে, কারও করছে না। ভাগ্যটা তৈরি করতে হবে। আমরা যদি আরও একটু মনোযোগী হই, উন্নতি করার সামর্থ্য আমাদের আছে বলে মনে করি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫