২০২৪ আইপিএল শেষ হবে ২৬ মে। এরই মধ্যে ২২ মে শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ড সিরিজের আগেই পাকিস্তান দলের সঙ্গে গ্যারি কারস্টেন যোগ দেবেন বলে জানা গেছে।
লিডসে ১৯ মে পাকিস্তানের দলের সঙ্গে কারস্টেন কাজ শুরু করবেন বলে পিসিবি গতকাল জানিয়েছে। দুই বছরের জন্য পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনিং ব্যাটার। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন কারস্টেন। তবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে যেন তর সইছে না কারস্টেনের। এক বিবৃতিতে কারস্টেন বলেন, ‘পাকিস্তান ছেলেদের ক্রিকেট দলের সঙ্গে নতুন যাত্রা শুরু করতে মুখিয়ে আছি। এমন প্রতিভাবান ও গতিশীল দলের সঙ্গে কাজ করা সম্মানের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে তাদের সফলতায় অবদান রাখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পাকিস্তানের অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন কারস্টেন। সাবেক প্রোটিয়া ব্যাটার বলেন, ‘পাকিস্তান দলের জন্য রোমাঞ্চকর সময় যাচ্ছে। প্রশাসন কাঠামোতে পরিবর্তন এসেছে। অনেক নতুন খেলোয়াড় আছে, যারা দারুণ ফল করতে সক্ষম। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের স্কিল দেখানোর দারুণ এক সুযোগ। তবে সফলতা নির্ভর করে সম্মিলিত চেষ্টা, যথাযথ পরিকল্পনা, একে অপরের প্রতি দারুণ সমর্থন এসবের ওপর। শিরোপার জন্য ১৯ দলের সঙ্গে কঠিন লড়াই করতে হবে। ধারাবাহিক পারফর্ম করে হারাতে হবে প্রতিপক্ষকে।’
কারস্টেনের পাশাপাশি সাইমন হেলমট ও ডেভিড রেইডকে ফিল্ডিং কোচ ও মেন্টাল পারফরম্যান্স কোচ হিসেবে বেছে নিয়েছে পিসিবি। পিসিবি জানিয়েছে, রেইড দলের সঙ্গে যোগ দেবেন ২০ মে এবং কাজ করবেন বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত। ৩১ মে যোগ দেবেন হেলমট। বর্তমানে আফতাব খান পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন।
কোচিংয়ে সেরা সাফল্য কারস্টেনের এসেছে ভারতে এসে। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তাঁর অধীনে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত, যা ছিল ভারতের দীর্ঘ ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ জয়। তবে এবারের আইপিএলে তাঁর দল গুজরাটের প্লে-অফ থেকে বিদায় নিশ্চিত হয়েছে কদিন আগে। বাকি যে ম্যাচটা রয়েছে, সেটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। ১৬ মে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাট।
২০২৪ আইপিএল শেষ হবে ২৬ মে। এরই মধ্যে ২২ মে শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ড সিরিজের আগেই পাকিস্তান দলের সঙ্গে গ্যারি কারস্টেন যোগ দেবেন বলে জানা গেছে।
লিডসে ১৯ মে পাকিস্তানের দলের সঙ্গে কারস্টেন কাজ শুরু করবেন বলে পিসিবি গতকাল জানিয়েছে। দুই বছরের জন্য পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনিং ব্যাটার। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন কারস্টেন। তবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে যেন তর সইছে না কারস্টেনের। এক বিবৃতিতে কারস্টেন বলেন, ‘পাকিস্তান ছেলেদের ক্রিকেট দলের সঙ্গে নতুন যাত্রা শুরু করতে মুখিয়ে আছি। এমন প্রতিভাবান ও গতিশীল দলের সঙ্গে কাজ করা সম্মানের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে তাদের সফলতায় অবদান রাখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পাকিস্তানের অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন কারস্টেন। সাবেক প্রোটিয়া ব্যাটার বলেন, ‘পাকিস্তান দলের জন্য রোমাঞ্চকর সময় যাচ্ছে। প্রশাসন কাঠামোতে পরিবর্তন এসেছে। অনেক নতুন খেলোয়াড় আছে, যারা দারুণ ফল করতে সক্ষম। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের স্কিল দেখানোর দারুণ এক সুযোগ। তবে সফলতা নির্ভর করে সম্মিলিত চেষ্টা, যথাযথ পরিকল্পনা, একে অপরের প্রতি দারুণ সমর্থন এসবের ওপর। শিরোপার জন্য ১৯ দলের সঙ্গে কঠিন লড়াই করতে হবে। ধারাবাহিক পারফর্ম করে হারাতে হবে প্রতিপক্ষকে।’
কারস্টেনের পাশাপাশি সাইমন হেলমট ও ডেভিড রেইডকে ফিল্ডিং কোচ ও মেন্টাল পারফরম্যান্স কোচ হিসেবে বেছে নিয়েছে পিসিবি। পিসিবি জানিয়েছে, রেইড দলের সঙ্গে যোগ দেবেন ২০ মে এবং কাজ করবেন বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত। ৩১ মে যোগ দেবেন হেলমট। বর্তমানে আফতাব খান পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন।
কোচিংয়ে সেরা সাফল্য কারস্টেনের এসেছে ভারতে এসে। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত ভারতের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তাঁর অধীনে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত, যা ছিল ভারতের দীর্ঘ ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ জয়। তবে এবারের আইপিএলে তাঁর দল গুজরাটের প্লে-অফ থেকে বিদায় নিশ্চিত হয়েছে কদিন আগে। বাকি যে ম্যাচটা রয়েছে, সেটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই নয়। ১৬ মে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে গুজরাট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫