ঢাকা: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল শ্রীলঙ্কার ইনিংসের ৪৪তম ওভারে ইসুরু উদানাকে আউট করেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। যেখানে মোস্তাফিজ পেছনে ফেলেছেন মুত্তিয়া মুরালিধরনকে।
কাল ঘরের মাঠে ৫০ উইকেট পূর্ণ করেছেন মোস্তাফিজ। দেশের মাঠে উইকেটের ফিফটি পূর্ণ করতে কাটার মাস্টারের লেগেছে ২৫ ইনিংস। একটি নির্দিষ্ট দেশে ন্যূনতম ৫০ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে মোস্তাফিজের বোলিং গড় সবচেয়ে সেরা—১৫.১। মোস্তাফিজের পরে আছেন মুরালিধরন। শ্রীলঙ্কান কিংবদন্তি আরব আমিরাতে ৫০ উইকেট পূর্ণ করেছেন ১৭.৭ গড়ে। তৃতীয় স্থানে থাকা ক্যারিবিয়ান কিংবদন্তি জোয়েল গার্নার অস্ট্রেলিয়ার মাঠে ৫০ উইকেট নিয়েছেন ১৮.২ গড়ে।
আইপিএলের আগে মার্চ–এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন মোস্তাফিজ। বিসিবি তাঁকে শ্রীলঙ্কা সফরে ছুটি দিয়েছিল। সময়টা তিনি কাজে লাগিয়েছেন আইপিএল খেলে। আইপিএলে দেখা মিলেছে মোস্তাফিজ–ঝলক। রাজস্থানের হয়ে দুর্দান্ত বোলিংয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর কাছে প্রত্যাশাটা স্বাভাবিকভাবেই অনেক বেশি। তবে টানা কোয়ারেন্টিনের ধকল সামলে কেমন করেন, সেটাই ছিল দেখার বিষয়। কোয়ারেন্টিনবাধায় সিরিজের প্রস্তুতিটা যে খুব একটা ভালো হয়নি বাঁহাতি পেসারের।
অবশ্য সব সংশয় দূর করে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ। ৯ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট—তাঁর পারফরম্যান্স বলছে, বোলিংটা বেশ উপভোগই করছেন। তাঁর শরীরভাষা বলেছে, যথেষ্ট উদ্দীপ্ত তিনি। বোলিংয়ে উদ্দীপ্ত এই মোস্তাফিজকেই তো নিয়মিত চায় বাংলাদেশ।
ঢাকা: মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল শ্রীলঙ্কার ইনিংসের ৪৪তম ওভারে ইসুরু উদানাকে আউট করেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। যেখানে মোস্তাফিজ পেছনে ফেলেছেন মুত্তিয়া মুরালিধরনকে।
কাল ঘরের মাঠে ৫০ উইকেট পূর্ণ করেছেন মোস্তাফিজ। দেশের মাঠে উইকেটের ফিফটি পূর্ণ করতে কাটার মাস্টারের লেগেছে ২৫ ইনিংস। একটি নির্দিষ্ট দেশে ন্যূনতম ৫০ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে মোস্তাফিজের বোলিং গড় সবচেয়ে সেরা—১৫.১। মোস্তাফিজের পরে আছেন মুরালিধরন। শ্রীলঙ্কান কিংবদন্তি আরব আমিরাতে ৫০ উইকেট পূর্ণ করেছেন ১৭.৭ গড়ে। তৃতীয় স্থানে থাকা ক্যারিবিয়ান কিংবদন্তি জোয়েল গার্নার অস্ট্রেলিয়ার মাঠে ৫০ উইকেট নিয়েছেন ১৮.২ গড়ে।
আইপিএলের আগে মার্চ–এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন মোস্তাফিজ। বিসিবি তাঁকে শ্রীলঙ্কা সফরে ছুটি দিয়েছিল। সময়টা তিনি কাজে লাগিয়েছেন আইপিএল খেলে। আইপিএলে দেখা মিলেছে মোস্তাফিজ–ঝলক। রাজস্থানের হয়ে দুর্দান্ত বোলিংয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর কাছে প্রত্যাশাটা স্বাভাবিকভাবেই অনেক বেশি। তবে টানা কোয়ারেন্টিনের ধকল সামলে কেমন করেন, সেটাই ছিল দেখার বিষয়। কোয়ারেন্টিনবাধায় সিরিজের প্রস্তুতিটা যে খুব একটা ভালো হয়নি বাঁহাতি পেসারের।
অবশ্য সব সংশয় দূর করে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজ। ৯ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট—তাঁর পারফরম্যান্স বলছে, বোলিংটা বেশ উপভোগই করছেন। তাঁর শরীরভাষা বলেছে, যথেষ্ট উদ্দীপ্ত তিনি। বোলিংয়ে উদ্দীপ্ত এই মোস্তাফিজকেই তো নিয়মিত চায় বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫