আইসিসির প্রস্তাবিত নতুন চক্র থেকে পাকিস্তান পাবে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। তবু সন্তুষ্ট হতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত বুধবার ২০২৩-২৭ চক্রের জন্য বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে আইসিসি। আইসিসির সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রস্তাবিত এই নতুন মডেল অনুযায়ী নতুন চক্রের জন্য আইসিসি ৬০ কোটি ডলারের বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে, বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ৫০০ কোটি ৭২ লাখ টাকা। নতুন এই মডেল থেকে পিসিবি প্রতিবছর পাবে প্রায় ৩৮৫ কোটি টাকা, যা আইসিসির আয়ের ৫.৭৫ শতাংশ। শীর্ষ ১২ দেশের তালিকায় পিসিবি রয়েছে ৪ নম্বরে। সেরা চারে থাকলেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন নাজাম শেঠি। এ ব্যাপারে স্বচ্ছতা চেয়ে রয়টার্সকে পিসিবি চেয়ারম্যান গতকাল বলেন, ‘এই টাকার অঙ্কগুলো কীভাবে এসেছে, আইসিসির আমাদের জানানো উচিত ছিল। এতে আমরা সন্তুষ্ট না। জুন মাস এলেই আশা করা যাচ্ছে বোর্ড এই মডেল সম্ভবত চূড়ান্ত করবে। বিস্তারিত কিছু আমাদের না জানানো পর্যন্ত আমরা এটা মেনে নেব না।’
আইসিসির নতুন প্রস্তাবিত বাণিজ্যিক মডেল থেকে প্রতি বছর ২৫০২ কোটি ৭২ লাখ টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা আইসিসির মোট আয়ের ৩৮.৫০ শতাংশ। অন্য কোনো বোর্ড ১০ শতাংশও পাবে না। ভারতের বেশি টাকা পাওয়ার ব্যাপার নিয়ে প্রশ্ন তুলেছেন শেঠি, ‘ভারতের বেশি পাওয়া উচিত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই টেবিল কীভাবে তৈরি হলো?’
চারটি জিনিসকে মানদণ্ড ধরে আইসিসির এই নতুন চক্রের বাণিজ্য মডেল প্রস্তাব করা হয়েছে। সেগুলো হচ্ছে—দেশটির ক্রিকেট ইতিহাস, আইসিসি ছেলে ও মেয়েদের টুর্নামেন্টগুলোতে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নির্ধারিত অর্থ। আইসিসি টুর্নামেন্টগুলোতে পারফরম্যান্সের মানদণ্ড হিসেবে মূলত ধরা হয়েছে নকআউট পর্বের পারফরম্যান্স। ২১.৯ শতাংশ জয় নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরে আছে ইংল্যান্ড (১৮.৫ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা ভারত নকআউট পর্বে জিতেছে ১৭.৪ শতাংশ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে এখানে বিবেচনায় আনা হয়নি।
আইসিসির প্রস্তাবিত নতুন চক্র থেকে পাকিস্তান পাবে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। তবু সন্তুষ্ট হতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত বুধবার ২০২৩-২৭ চক্রের জন্য বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে আইসিসি। আইসিসির সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রস্তাবিত এই নতুন মডেল অনুযায়ী নতুন চক্রের জন্য আইসিসি ৬০ কোটি ডলারের বাণিজ্যিক মডেল প্রস্তাব করেছে, বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ৫০০ কোটি ৭২ লাখ টাকা। নতুন এই মডেল থেকে পিসিবি প্রতিবছর পাবে প্রায় ৩৮৫ কোটি টাকা, যা আইসিসির আয়ের ৫.৭৫ শতাংশ। শীর্ষ ১২ দেশের তালিকায় পিসিবি রয়েছে ৪ নম্বরে। সেরা চারে থাকলেও অসন্তুষ্টি প্রকাশ করেছেন নাজাম শেঠি। এ ব্যাপারে স্বচ্ছতা চেয়ে রয়টার্সকে পিসিবি চেয়ারম্যান গতকাল বলেন, ‘এই টাকার অঙ্কগুলো কীভাবে এসেছে, আইসিসির আমাদের জানানো উচিত ছিল। এতে আমরা সন্তুষ্ট না। জুন মাস এলেই আশা করা যাচ্ছে বোর্ড এই মডেল সম্ভবত চূড়ান্ত করবে। বিস্তারিত কিছু আমাদের না জানানো পর্যন্ত আমরা এটা মেনে নেব না।’
আইসিসির নতুন প্রস্তাবিত বাণিজ্যিক মডেল থেকে প্রতি বছর ২৫০২ কোটি ৭২ লাখ টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা আইসিসির মোট আয়ের ৩৮.৫০ শতাংশ। অন্য কোনো বোর্ড ১০ শতাংশও পাবে না। ভারতের বেশি টাকা পাওয়ার ব্যাপার নিয়ে প্রশ্ন তুলেছেন শেঠি, ‘ভারতের বেশি পাওয়া উচিত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই টেবিল কীভাবে তৈরি হলো?’
চারটি জিনিসকে মানদণ্ড ধরে আইসিসির এই নতুন চক্রের বাণিজ্য মডেল প্রস্তাব করা হয়েছে। সেগুলো হচ্ছে—দেশটির ক্রিকেট ইতিহাস, আইসিসি ছেলে ও মেয়েদের টুর্নামেন্টগুলোতে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নির্ধারিত অর্থ। আইসিসি টুর্নামেন্টগুলোতে পারফরম্যান্সের মানদণ্ড হিসেবে মূলত ধরা হয়েছে নকআউট পর্বের পারফরম্যান্স। ২১.৯ শতাংশ জয় নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পরে আছে ইংল্যান্ড (১৮.৫ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা ভারত নকআউট পর্বে জিতেছে ১৭.৪ শতাংশ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকে এখানে বিবেচনায় আনা হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫