নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। নিজের কঠিন এই সময়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার পাশে পাচ্ছেন তাঁর অনেক সতীর্থকে। রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শেখ মেহেদী, শরীফুল ইসলামের পর সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন সাকিব। এরই মধ্যে তাঁর (সাকিব) বিরুদ্ধে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা দায়ের হয়েছে আদাবর থানায়। অথচ যে সময় (৭ আগস্ট) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তখন সাকিব দেশের বাইরে ছিলেন। সাকিবকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ মুমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি! গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়।’
মুমিনুলের আশঙ্কা, এ ঘটনায় ভাবমূর্তি নষ্ট হতে পারে দেশের ক্রিকেটের। বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবেন সাকিব ভাই।’
সাকিবকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে এরই মধ্যে বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বিসিবি অবশ্য জানিয়েছে, তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে এক পরিচালক আজকের পত্রিকাকে বলেছেন, আইনি কোনো জটিলতা না থাকলে তাঁরা ক্রিকেটার সাকিবকে হারাতে চাইবেন না।
আরও পড়ুন:
হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। নিজের কঠিন এই সময়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার পাশে পাচ্ছেন তাঁর অনেক সতীর্থকে। রুবেল হোসেন, এনামুল হক বিজয়, শেখ মেহেদী, শরীফুল ইসলামের পর সাকিবকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন সাকিব। এরই মধ্যে তাঁর (সাকিব) বিরুদ্ধে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা দায়ের হয়েছে আদাবর থানায়। অথচ যে সময় (৭ আগস্ট) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তখন সাকিব দেশের বাইরে ছিলেন। সাকিবকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ মুমিনুল লিখেছেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তাঁর হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি! গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়।’
মুমিনুলের আশঙ্কা, এ ঘটনায় ভাবমূর্তি নষ্ট হতে পারে দেশের ক্রিকেটের। বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সব সময়ই সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবেন সাকিব ভাই।’
সাকিবকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে এরই মধ্যে বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বিসিবি অবশ্য জানিয়েছে, তারা পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে এক পরিচালক আজকের পত্রিকাকে বলেছেন, আইনি কোনো জটিলতা না থাকলে তাঁরা ক্রিকেটার সাকিবকে হারাতে চাইবেন না।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫