নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা ছিল রেকর্ডময় এক দিন। রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও টড মার্ফি। আর দ্বিতীয় দিন শেষে ১৪৪ রানে এগিয়ে গেছে ভারত।
১ উইকেটে ৭৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সাবলীলভাবেই এগোচ্ছিলেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। তাদের সাবলীলভাবে এগোনের পথে বাধ সাধেন টড মার্ফি। ২১ রান করা ফিরিয়ে অশ্বিনকে রিভিউ নিয়ে এলবিডব্লু করেন মার্ফি। তাতে দ্বিতীয় উইকেটে রোহিত-অশ্বিনের ৪২ রানের জুটি ভেঙে যায়। ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১১৮ রান। চার নম্বরে নেমে চেতেশ্বর পূজারাও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মার্ফিকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে স্কট বোল্যান্ডের তালুবন্দী হন ৭ রান করা পূজারা। পূজারার মতো বিরাট কোহলিও থিতু হওয়ার আগে ড্রেসিংরুমে ফিরে গেছেন। মার্ফিকে গ্ল্যান্স করতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হন কোহলি। ২৬ বলে ১২ রান করেন ভারতীয় এই ব্যাটার।
পূজারা, কোহলির বিদায়ের পর উইকেটে আসেন অভিষিক্ত সূর্যকুমার যাদব। তিনিও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। নাথান লায়নের বলে বোল্ড হয়ে যান ৮ রান করা সূর্য। পূজারা, কোহলি, সূর্য-এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৮ রান। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। সাদা পোশাকে নবম সেঞ্চুরি করেছেন রোহিত। তিলকরত্নে দিলশান, ফাফ ডু প্লেসিস, বাবর আজমের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রোহিত। ১২০ রান করা ভারতীয় অধিনায়ককে বোল্ড করে ষষ্ঠ উইকেটের ৬১ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর শ্রীকর ভরতকে এলবিডব্লু করে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ফি। অস্ট্রেলিয়ার ৩৫ তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার।
অভিষিক্ত ভরতের পর উইকেটে আসেন অক্ষর প্যাটেল। অষ্টম উইকেটে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন জাদেজা ও অক্ষর। ৭ উইকেটে ৩২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। জাদেজা অপরাজিত আছেন ৬৬ রান করে ও অক্ষর ৫২ রান করে অপরাজিত আছেন। অস্ট্রেলীযার বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন মার্ফি। একটি করে উইকেট নিয়েছেন লায়ন ও কামিন্স।
নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা ছিল রেকর্ডময় এক দিন। রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও টড মার্ফি। আর দ্বিতীয় দিন শেষে ১৪৪ রানে এগিয়ে গেছে ভারত।
১ উইকেটে ৭৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সাবলীলভাবেই এগোচ্ছিলেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। তাদের সাবলীলভাবে এগোনের পথে বাধ সাধেন টড মার্ফি। ২১ রান করা ফিরিয়ে অশ্বিনকে রিভিউ নিয়ে এলবিডব্লু করেন মার্ফি। তাতে দ্বিতীয় উইকেটে রোহিত-অশ্বিনের ৪২ রানের জুটি ভেঙে যায়। ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১১৮ রান। চার নম্বরে নেমে চেতেশ্বর পূজারাও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মার্ফিকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে স্কট বোল্যান্ডের তালুবন্দী হন ৭ রান করা পূজারা। পূজারার মতো বিরাট কোহলিও থিতু হওয়ার আগে ড্রেসিংরুমে ফিরে গেছেন। মার্ফিকে গ্ল্যান্স করতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হন কোহলি। ২৬ বলে ১২ রান করেন ভারতীয় এই ব্যাটার।
পূজারা, কোহলির বিদায়ের পর উইকেটে আসেন অভিষিক্ত সূর্যকুমার যাদব। তিনিও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। নাথান লায়নের বলে বোল্ড হয়ে যান ৮ রান করা সূর্য। পূজারা, কোহলি, সূর্য-এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৮ রান। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। সাদা পোশাকে নবম সেঞ্চুরি করেছেন রোহিত। তিলকরত্নে দিলশান, ফাফ ডু প্লেসিস, বাবর আজমের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রোহিত। ১২০ রান করা ভারতীয় অধিনায়ককে বোল্ড করে ষষ্ঠ উইকেটের ৬১ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর শ্রীকর ভরতকে এলবিডব্লু করে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ফি। অস্ট্রেলিয়ার ৩৫ তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার।
অভিষিক্ত ভরতের পর উইকেটে আসেন অক্ষর প্যাটেল। অষ্টম উইকেটে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন জাদেজা ও অক্ষর। ৭ উইকেটে ৩২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। জাদেজা অপরাজিত আছেন ৬৬ রান করে ও অক্ষর ৫২ রান করে অপরাজিত আছেন। অস্ট্রেলীযার বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন মার্ফি। একটি করে উইকেট নিয়েছেন লায়ন ও কামিন্স।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫