চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছিলেন সদিচ্ছায়। তবে রবীন্দ্র জাদেজা চাপ সামলাতে না পারায় দায়িত্ব ফিরে পেয়েছেন অনিচ্ছায়।
মহেন্দ্র সিং ধোনির ভাগ্য সুপ্রসন্ন হোক কিংবা জাদুর কাঠি নিয়ে ঘুরুন—তিনি নেতৃত্ব থাকা মানেই দলের হারানো মনোবল নিমেষেই পূর্ণ হয়ে যাওয়া।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম আট ম্যাচে মাত্র দুটিতে জয় পাওয়া চেন্নাইয়ের প্লে-অফ স্বপ্ন যখন নিভু নিভু, তখনই নেতৃত্বে ফেরানো হলো ধোনিকে। তাঁর অধিনায়কত্বে প্রথম ম্যাচেই জয়ের সরণিতে ফিরেছে চেন্নাই। পুনেতে গত রোববার সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে হারিয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা জিইয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আজ একই মাঠে আবার মাঠে নামছে ধোনির চেন্নাই। এবার প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাতেই তিন-তিনটি রেকর্ড গড়ে ফেলতে পারেন অধিনায়ক ধোনি।
আজ বিরাট কোহলিদের বিপক্ষে টস করতে নামলেই চেন্নাইয়ের হয়ে ২০০ তম আইপিএল ম্যাচ খেলতে নামবেন ধোনি। আইপিএল ইতিহাসে একমাত্র কোহলি ব্যতীত আর কারও এক দলের ২০০ বা তাঁর বেশি ম্যাচ খেলার কৃতিত্ব নেই। কোহলিই একমাত্র ক্রিকেটার, আইপিএলের সব কটি মৌসুম একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। চেন্নাই দুই বছর নির্বাসিত থাকায় ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে ৩০ ম্যাচ খেলেছেন ধোনি।
বেঙ্গালুরুর বিপক্ষে আজকের ম্যাচটি টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ধোনির ৩০২ তম। এই ৩০২ ম্যাচে ধোনি মোট ৫৯৯৪ রান করেছেন। তার মানে, রাতে আর ৬ রান করলেই দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ছয় হাজার রানের গণ্ডি স্পর্শ করবেন। এই কীর্তিও শুধু কোহলিরই আছে। কোহলি অধিনায়ক হিসেবে ১৯০ ম্যাচে ৬৪৫১ রান করেছেন।
এখানেই শেষ নয়। আজ বেঙ্গালুরুর বিপক্ষে চারটি ছক্কা মারতে পারলে প্রথম ভারতীয় হিসেবে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে ৫০টি ছক্কা মারার নজির গড়বেন।
ধোনি ও তাঁর ভক্তদের জন্য আজকের ম্যাচটি যে বিশেষ কিছু হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে ৪০ বছর বয়সী ‘ক্যাপ্টেন কুল’ কখনো রেকর্ডের ধার ধারেন না। তাঁর কাছে দলের জয়ই মুখ্য। আজ বেঙ্গালুরুকে ‘আরেক দফা’ হারাতে পারলে প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে থাকবে চেন্নাই।
আরেক দফা! ও হ্যাঁ, এবারের আইপিএলে দুই দলের প্রথম দেখাতেও বেঙ্গালুরুকে হারিয়েছিল চেন্নাই। তামিলনাড়ুর দলটি আরেকটি জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে। শেষ চার ১৬ রান নিয়ে প্রায় অসম্ভব সমীকরণ মিলিয়েছিলেন ‘ফিনিশার’ ধোনি।
যে তিন কীর্তির সামনে দাঁড়িয়ে ধোনি
• টস করতে নামলেই চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০ তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন।
• ৬ রান করলেই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ছয় হাজারি ক্লাবে ঢুকবেন।
• ৪টি ছক্কা মারলেই প্রথম ভারতীয় হিসেবে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে ৫০ ছক্কার মারার কীর্তি গড়বেন।
চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছিলেন সদিচ্ছায়। তবে রবীন্দ্র জাদেজা চাপ সামলাতে না পারায় দায়িত্ব ফিরে পেয়েছেন অনিচ্ছায়।
মহেন্দ্র সিং ধোনির ভাগ্য সুপ্রসন্ন হোক কিংবা জাদুর কাঠি নিয়ে ঘুরুন—তিনি নেতৃত্ব থাকা মানেই দলের হারানো মনোবল নিমেষেই পূর্ণ হয়ে যাওয়া।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম আট ম্যাচে মাত্র দুটিতে জয় পাওয়া চেন্নাইয়ের প্লে-অফ স্বপ্ন যখন নিভু নিভু, তখনই নেতৃত্বে ফেরানো হলো ধোনিকে। তাঁর অধিনায়কত্বে প্রথম ম্যাচেই জয়ের সরণিতে ফিরেছে চেন্নাই। পুনেতে গত রোববার সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে হারিয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা জিইয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আজ একই মাঠে আবার মাঠে নামছে ধোনির চেন্নাই। এবার প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাতেই তিন-তিনটি রেকর্ড গড়ে ফেলতে পারেন অধিনায়ক ধোনি।
আজ বিরাট কোহলিদের বিপক্ষে টস করতে নামলেই চেন্নাইয়ের হয়ে ২০০ তম আইপিএল ম্যাচ খেলতে নামবেন ধোনি। আইপিএল ইতিহাসে একমাত্র কোহলি ব্যতীত আর কারও এক দলের ২০০ বা তাঁর বেশি ম্যাচ খেলার কৃতিত্ব নেই। কোহলিই একমাত্র ক্রিকেটার, আইপিএলের সব কটি মৌসুম একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। চেন্নাই দুই বছর নির্বাসিত থাকায় ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে ৩০ ম্যাচ খেলেছেন ধোনি।
বেঙ্গালুরুর বিপক্ষে আজকের ম্যাচটি টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ধোনির ৩০২ তম। এই ৩০২ ম্যাচে ধোনি মোট ৫৯৯৪ রান করেছেন। তার মানে, রাতে আর ৬ রান করলেই দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ছয় হাজার রানের গণ্ডি স্পর্শ করবেন। এই কীর্তিও শুধু কোহলিরই আছে। কোহলি অধিনায়ক হিসেবে ১৯০ ম্যাচে ৬৪৫১ রান করেছেন।
এখানেই শেষ নয়। আজ বেঙ্গালুরুর বিপক্ষে চারটি ছক্কা মারতে পারলে প্রথম ভারতীয় হিসেবে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে ৫০টি ছক্কা মারার নজির গড়বেন।
ধোনি ও তাঁর ভক্তদের জন্য আজকের ম্যাচটি যে বিশেষ কিছু হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে ৪০ বছর বয়সী ‘ক্যাপ্টেন কুল’ কখনো রেকর্ডের ধার ধারেন না। তাঁর কাছে দলের জয়ই মুখ্য। আজ বেঙ্গালুরুকে ‘আরেক দফা’ হারাতে পারলে প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে থাকবে চেন্নাই।
আরেক দফা! ও হ্যাঁ, এবারের আইপিএলে দুই দলের প্রথম দেখাতেও বেঙ্গালুরুকে হারিয়েছিল চেন্নাই। তামিলনাড়ুর দলটি আরেকটি জয় পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে। শেষ চার ১৬ রান নিয়ে প্রায় অসম্ভব সমীকরণ মিলিয়েছিলেন ‘ফিনিশার’ ধোনি।
যে তিন কীর্তির সামনে দাঁড়িয়ে ধোনি
• টস করতে নামলেই চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০ তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন।
• ৬ রান করলেই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ছয় হাজারি ক্লাবে ঢুকবেন।
• ৪টি ছক্কা মারলেই প্রথম ভারতীয় হিসেবে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে ৫০ ছক্কার মারার কীর্তি গড়বেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে