ভারত, ইংল্যান্ড দল দুটিকে এবারের বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের তালিকায় রেখেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। ২৯ অক্টোবর লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। যা শুরু হতে এখনো বাকি এক সপ্তাহেরও বেশি সময়। অন্যতম হট ফেবারিট হওয়ায় ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা থাকাই স্বাভাবিক। এদের ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে।
অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামের ইস্ট অ্যান্ড আপার ব্লকসের টিকিট সাধারণত বিক্রি হয় ৪৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ৬৬০ টাকা। কালোবাজারিতে এই টিকিট বিক্রি হচ্ছে সাড়ে সাত হাজার রুপিতে (বাংলাদেশি ৯ হাজার ৯১৬ টাকা)। অন্যদিকে নর্থ করপোরেট বক্সের টিকিটের সাধারণ দাম ৪ হাজার রুপি (৫ হাজার ২৮৯ টাকা)। এই টিকিট বিক্রি হচ্ছে ৫০ হাজার রুপিতে (৬৬ হাজার টাকা)।
টিকিটের বেশি দামের কথা শুনে ভক্ত-সমর্থকদের অনেকেই হতাশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত ভারতের সংবাদমাধ্যমে বলেন, ‘বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে পাবলিক স্ট্যান্ডের একটা টিকিট পেয়েছি, যার দাম ২১ হাজার রুপি (বাংলাদেশি ২৭ হাজার ৭৭০ টাকা)। তাই আমি দুটি টিকিট পেয়েছি। একটা আমার ও আরেকটা আমার স্ত্রীর জন্য। বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখা আমার স্বপ্ন।’ অনেকে বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কেনার চেষ্টা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, ‘বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট পেতে চেষ্টা করে যাচ্ছি। আর অফিশিয়াল টিকিট বুকিং ওয়েবসাইটে বলছে, শিগগিরই আসছে।’
তবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) কালোবাজারিতে টিকিট বিক্রির দায় চাপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ওপর। ইউপিসিএ সচিব অরবিন্দ শ্রীবাস্তব গতকাল বলেন, ‘টিকিট বিক্রির কর্তৃপক্ষ তো আমরা না। এর সম্পূর্ণ দায়ভার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। আমরা শুধু তাদের পাশে থাকতে পারি।’ এদিকে উত্তর প্রদেশ পুলিশের আইনশৃঙ্খলা-বিষয়ক উপদেষ্টা প্রশান্ত কুমার বলেন, ‘লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে কালোবাজারিদের সঙ্গে জড়িত সামাজিক যোগাযোগমাধ্যমের সন্দেহভাজন আইডি, অ্যাকাউন্টগুলোর ওপর রাজ্য পুলিশের বিশেষ এজেন্সি ও লক্ষ্ণৌ পুলিশ নজর রাখছে।’
ধর্মশালায় আগামীকাল মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। দুটো দলই টুর্নামেন্টে চারটি করে ম্যাচ খেলেছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই দলের কোনো দলই এক ম্যাচ হারেনি। +১.৯২৩ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে কিউইরা। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের নেট রানরেট +১.৬৫৯। আর ওয়াংখেড়েতে এখন ইংল্যান্ড খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। -০.০৮৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ভারত, ইংল্যান্ড দল দুটিকে এবারের বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের তালিকায় রেখেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। ২৯ অক্টোবর লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। যা শুরু হতে এখনো বাকি এক সপ্তাহেরও বেশি সময়। অন্যতম হট ফেবারিট হওয়ায় ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা থাকাই স্বাভাবিক। এদের ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে।
অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামের ইস্ট অ্যান্ড আপার ব্লকসের টিকিট সাধারণত বিক্রি হয় ৪৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ৬৬০ টাকা। কালোবাজারিতে এই টিকিট বিক্রি হচ্ছে সাড়ে সাত হাজার রুপিতে (বাংলাদেশি ৯ হাজার ৯১৬ টাকা)। অন্যদিকে নর্থ করপোরেট বক্সের টিকিটের সাধারণ দাম ৪ হাজার রুপি (৫ হাজার ২৮৯ টাকা)। এই টিকিট বিক্রি হচ্ছে ৫০ হাজার রুপিতে (৬৬ হাজার টাকা)।
টিকিটের বেশি দামের কথা শুনে ভক্ত-সমর্থকদের অনেকেই হতাশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত ভারতের সংবাদমাধ্যমে বলেন, ‘বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে পাবলিক স্ট্যান্ডের একটা টিকিট পেয়েছি, যার দাম ২১ হাজার রুপি (বাংলাদেশি ২৭ হাজার ৭৭০ টাকা)। তাই আমি দুটি টিকিট পেয়েছি। একটা আমার ও আরেকটা আমার স্ত্রীর জন্য। বিশ্বকাপে ভারতের ম্যাচ দেখা আমার স্বপ্ন।’ অনেকে বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কেনার চেষ্টা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, ‘বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট পেতে চেষ্টা করে যাচ্ছি। আর অফিশিয়াল টিকিট বুকিং ওয়েবসাইটে বলছে, শিগগিরই আসছে।’
তবে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) কালোবাজারিতে টিকিট বিক্রির দায় চাপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ওপর। ইউপিসিএ সচিব অরবিন্দ শ্রীবাস্তব গতকাল বলেন, ‘টিকিট বিক্রির কর্তৃপক্ষ তো আমরা না। এর সম্পূর্ণ দায়ভার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার। আমরা শুধু তাদের পাশে থাকতে পারি।’ এদিকে উত্তর প্রদেশ পুলিশের আইনশৃঙ্খলা-বিষয়ক উপদেষ্টা প্রশান্ত কুমার বলেন, ‘লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে কালোবাজারিদের সঙ্গে জড়িত সামাজিক যোগাযোগমাধ্যমের সন্দেহভাজন আইডি, অ্যাকাউন্টগুলোর ওপর রাজ্য পুলিশের বিশেষ এজেন্সি ও লক্ষ্ণৌ পুলিশ নজর রাখছে।’
ধর্মশালায় আগামীকাল মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। দুটো দলই টুর্নামেন্টে চারটি করে ম্যাচ খেলেছে। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই দলের কোনো দলই এক ম্যাচ হারেনি। +১.৯২৩ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে কিউইরা। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের নেট রানরেট +১.৬৫৯। আর ওয়াংখেড়েতে এখন ইংল্যান্ড খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। -০.০৮৪ নেট রানরেট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে বিশ্বচ্যাম্পিয়নরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫