হ্যামিল্টন টেস্টের প্রথম দিন কিছুটা হলেও স্বস্তিতে পার করেছে দক্ষিণ আফ্রিকা। আনকোরা এক নতুন দল নিয়ে নিউজিল্যান্ড সফরে এসে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে বিধ্বস্ত হয়েছিল প্রোটিয়ারা। দুই ইনিংসে করেছিল ১৬৭ ও ২৪৭। সেই তুলনায় আজ থেকে শুরু সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টের প্রথম দিন তাদের বেশ ভালো কেটেছে বলা চলে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দিন পার করেছে ৬ উইকেটে ২২০ রানে।
সফরকারীদের শুরুটা অবশ্য আগের মতোই ধাক্কা খেয়ে। স্কোরবোর্ডে ৪ রান জমা পড়তেই ভাঙে ওপেনিং জুটি। উইকেটরক্ষক ক্লাইড ফরচুনকে শূন্য হাতে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। ৬৩ রানে ৩ উইকেট হারায় তারা। তার সঙ্গে ১ রান করে মধ্যাহ্নভোজে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনটা অবশ্য বেশ দেখেশুনে খেলেছে প্রোটিয়ারা। জুবায়ের হামজা ও ডেভিড বেডিংহাম দেয়াল তুলে রেখেছিলেন।
এ দুই মিডল অর্ডার চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটি গড়েন ১১৮ বল খেলে। তার মধ্যে হামজা ২০ রান করেন ৯৯ বলে। বেডিংহাম ১০২ বলে করেন ৩৯ রান। দুজনকেই ফেরান রাচিন রবীন্দ্র। মাঝখানে তাঁর দ্বিতীয় শিকার কিগান পিটারসেন (২)। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলারও রাচিন।
দ্বিতীয় সেশনে প্রোটিয়ারা উইকেট হারিয়েছে মাত্র একটি—সেটি বেডিংহামের, ড্রিংকসের আগে। রাচিনের বলে ফেরার আগে ষষ্ঠ উইকেটে রোয়ান ডি সোয়ার্ডের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। কিউইদের বাকি সময় আর উইকেট উদ্যাপন করতে দেয়নি সোয়ার্ড ও শন ফন বার্গের ১৬২ বলে ৭০ রানের জুটি। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন তাঁরাই। দিনের একমাত্র ফিফটিটি সোয়ার্ডের। এই সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটারের এটি প্রথম টেস্ট অর্ধশতকও। ১৩৫ বলে ৫৫ রান করে বেশ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তিনি। বার্গ অপরাজিত ৮২ বলে ৩৪ রানে।
হ্যামিল্টন টেস্টের প্রথম দিন কিছুটা হলেও স্বস্তিতে পার করেছে দক্ষিণ আফ্রিকা। আনকোরা এক নতুন দল নিয়ে নিউজিল্যান্ড সফরে এসে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে বিধ্বস্ত হয়েছিল প্রোটিয়ারা। দুই ইনিংসে করেছিল ১৬৭ ও ২৪৭। সেই তুলনায় আজ থেকে শুরু সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টের প্রথম দিন তাদের বেশ ভালো কেটেছে বলা চলে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দিন পার করেছে ৬ উইকেটে ২২০ রানে।
সফরকারীদের শুরুটা অবশ্য আগের মতোই ধাক্কা খেয়ে। স্কোরবোর্ডে ৪ রান জমা পড়তেই ভাঙে ওপেনিং জুটি। উইকেটরক্ষক ক্লাইড ফরচুনকে শূন্য হাতে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। ৬৩ রানে ৩ উইকেট হারায় তারা। তার সঙ্গে ১ রান করে মধ্যাহ্নভোজে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনটা অবশ্য বেশ দেখেশুনে খেলেছে প্রোটিয়ারা। জুবায়ের হামজা ও ডেভিড বেডিংহাম দেয়াল তুলে রেখেছিলেন।
এ দুই মিডল অর্ডার চতুর্থ উইকেটে ৩৬ রানের জুটি গড়েন ১১৮ বল খেলে। তার মধ্যে হামজা ২০ রান করেন ৯৯ বলে। বেডিংহাম ১০২ বলে করেন ৩৯ রান। দুজনকেই ফেরান রাচিন রবীন্দ্র। মাঝখানে তাঁর দ্বিতীয় শিকার কিগান পিটারসেন (২)। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলারও রাচিন।
দ্বিতীয় সেশনে প্রোটিয়ারা উইকেট হারিয়েছে মাত্র একটি—সেটি বেডিংহামের, ড্রিংকসের আগে। রাচিনের বলে ফেরার আগে ষষ্ঠ উইকেটে রোয়ান ডি সোয়ার্ডের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। কিউইদের বাকি সময় আর উইকেট উদ্যাপন করতে দেয়নি সোয়ার্ড ও শন ফন বার্গের ১৬২ বলে ৭০ রানের জুটি। আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবেন তাঁরাই। দিনের একমাত্র ফিফটিটি সোয়ার্ডের। এই সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটারের এটি প্রথম টেস্ট অর্ধশতকও। ১৩৫ বলে ৫৫ রান করে বেশ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তিনি। বার্গ অপরাজিত ৮২ বলে ৩৪ রানে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে