ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। এখনো ইংলিশদের নেতৃত্বে আছেন তিনি। তবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তাঁর। বিশেষ করে ব্যাটিংয়ে। সাম্প্রতিক সময়ে ফর্মটা বেশ পড়তির দিকে। এরই মধ্যে বেশ সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
এবারের বিশ্বকাপেও ইংলিশদের নেতৃত্বের গুরুদায়িত্ব থাকছে মরগানের কাঁধে। চারদিক থেকে সমালোচনা কানে গেছে তাঁরও। এ জন্য জানিয়েছেন, নিজেকে কখনোই দলের বোঝা বানাতে রাজি নন তিনি। এর জন্য বিকল্প পরিকল্পনার কথাও জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের জার্সিতে সর্বশেষ সাত টি-টোয়েন্টিতে ৮২ রান করেছেন তিনি। আইপিএলেও রান পেতে হাপিত্যেশ করতে হয়েছে। ১১.০৮ গড়ে করতে পেরেছেন ১৩৩ রান।
তবে মরগানের ক্যারিয়ার রেকর্ড কিন্তু ভিন্ন কথাই বলছে। ১০৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৩৮.২৫। গতকাল ইংল্যান্ডের বিশ্বকাপযাত্রা নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ব্যাপারগুলো উঠে আসে। মরগান নিজেকেই সেরা একাদশ থেকে বসানোর ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ‘বিকল্প পরিকল্পনা সব সময়ই তৈরি আছে। বিশ্বকাপ জেতার পথে আমি কখনোই দলের অন্তরায় হয়ে দাঁড়াব না।’
নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে মরগান বলেছেন, ‘এই মুহূর্তে আমি প্রত্যাশিত ছন্দে নেই। রান না পেলেও অধিনায়কত্ব ভালো করছি বলেই মনে করি। অধিনায়কত্বটা আমি উপভোগ করি। এক সময় ব্যাটিং ও অধিনায়কত্ব—দুটোই আমি সামলেছি। বরাবরই এই দুটোকে আলাদা পরীক্ষা হিসেবে দেখেছি।’
ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। এখনো ইংলিশদের নেতৃত্বে আছেন তিনি। তবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তাঁর। বিশেষ করে ব্যাটিংয়ে। সাম্প্রতিক সময়ে ফর্মটা বেশ পড়তির দিকে। এরই মধ্যে বেশ সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
এবারের বিশ্বকাপেও ইংলিশদের নেতৃত্বের গুরুদায়িত্ব থাকছে মরগানের কাঁধে। চারদিক থেকে সমালোচনা কানে গেছে তাঁরও। এ জন্য জানিয়েছেন, নিজেকে কখনোই দলের বোঝা বানাতে রাজি নন তিনি। এর জন্য বিকল্প পরিকল্পনার কথাও জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের জার্সিতে সর্বশেষ সাত টি-টোয়েন্টিতে ৮২ রান করেছেন তিনি। আইপিএলেও রান পেতে হাপিত্যেশ করতে হয়েছে। ১১.০৮ গড়ে করতে পেরেছেন ১৩৩ রান।
তবে মরগানের ক্যারিয়ার রেকর্ড কিন্তু ভিন্ন কথাই বলছে। ১০৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৩৮.২৫। গতকাল ইংল্যান্ডের বিশ্বকাপযাত্রা নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ব্যাপারগুলো উঠে আসে। মরগান নিজেকেই সেরা একাদশ থেকে বসানোর ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ‘বিকল্প পরিকল্পনা সব সময়ই তৈরি আছে। বিশ্বকাপ জেতার পথে আমি কখনোই দলের অন্তরায় হয়ে দাঁড়াব না।’
নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে মরগান বলেছেন, ‘এই মুহূর্তে আমি প্রত্যাশিত ছন্দে নেই। রান না পেলেও অধিনায়কত্ব ভালো করছি বলেই মনে করি। অধিনায়কত্বটা আমি উপভোগ করি। এক সময় ব্যাটিং ও অধিনায়কত্ব—দুটোই আমি সামলেছি। বরাবরই এই দুটোকে আলাদা পরীক্ষা হিসেবে দেখেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫