দুই ওপেনারের দারুণ শুরুটা টানতে পারেননি ভারতের অন্য ব্যাটাররা। টানা তিন দিন ব্যাটিংয়ের ধকলের ছাপই যেন পড়েছে তাদের ইনিংসে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ২১৩ রানে অলআউট হয়েছে। অথচ, সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ৩৫৬ রান করেছিল রোহিত শর্মার দল।
নিয়ন্ত্রিত বোলিংয়ে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। বিশেষ করে ২০ বছর বয়সী তরুণ বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালেগে। একাই নিয়েছেন পাঁচ উইকেট। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই প্রথম ফাইফার ওয়েল্লালেগের।
ভারতের প্রথম চার উইকেটই নিয়েছেন ওয়েল্লালেগে। এর মধ্যে গতকাল পাকিস্তান ম্যাচের দুই সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ও লোকেশ রাহুলের উইকেটও আছে। কোহলি ৩ ও রাহুল ৩৯ রান করেছেন। দুই ওপেনার এই বাঁহাতি স্পিনারের শিকার। বলতে গেলে, একাই ভারতের শক্তিশালী টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন ওয়েল্লালেগে। সব মিলিয়ে ১০ ওভারে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ১৮ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন চরিথ আসালাঙ্কা। বাকি উইকেটটিও নেন আরেক স্পিনার মহীশ তিকশানা।
ভারতীয় ব্যাটিংয়ের হাইলাইটস ওপেনিং আর চতুর্থ উইকেট জুটি। বাকি ব্যাটাররা ব্যর্থতার গল্প লিখেছেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। রোহিত ও গিলের উদ্বোধনী জুটি থেকে ৮০ রান। এই জুটি ভাঙে গিলের ১৯ রানের বিদায়ে। এরপর আউট হন কোহলি। এক রান পরেই কোহলিকে অনুসরণ করেছেন রোহিত। ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেছেন ভারত অধিনায়ক।
বিপর্যয়ের মাঝে চতুর্থ উইকেটে রাহুল ও ইশান কিষানের ৬৩ রানের জুটি। রাহুলের ৪৪ বলের ইনিংসে মাত্র দুটি চার। কিষান ৬১ বলে ৩৩ রান করেছেন। তাঁর ইনিংসে সমান একটি করে চার ও ছক্কা। এরপর শুধুই হতাশার গল্প। শেষ উইকেটে ২৭ রানের জুটি করে দলকে দুইশোর উপরে রান এনে দেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ। শেষ ব্যাটার হিসেবে অক্ষর করেন ২৬ রান। আর ৫ রানে অপরাজিত থাকেন সিরাজ।
দুই ওপেনারের দারুণ শুরুটা টানতে পারেননি ভারতের অন্য ব্যাটাররা। টানা তিন দিন ব্যাটিংয়ের ধকলের ছাপই যেন পড়েছে তাদের ইনিংসে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ২১৩ রানে অলআউট হয়েছে। অথচ, সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ৩৫৬ রান করেছিল রোহিত শর্মার দল।
নিয়ন্ত্রিত বোলিংয়ে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। বিশেষ করে ২০ বছর বয়সী তরুণ বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালেগে। একাই নিয়েছেন পাঁচ উইকেট। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই প্রথম ফাইফার ওয়েল্লালেগের।
ভারতের প্রথম চার উইকেটই নিয়েছেন ওয়েল্লালেগে। এর মধ্যে গতকাল পাকিস্তান ম্যাচের দুই সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ও লোকেশ রাহুলের উইকেটও আছে। কোহলি ৩ ও রাহুল ৩৯ রান করেছেন। দুই ওপেনার এই বাঁহাতি স্পিনারের শিকার। বলতে গেলে, একাই ভারতের শক্তিশালী টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন ওয়েল্লালেগে। সব মিলিয়ে ১০ ওভারে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ১৮ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন চরিথ আসালাঙ্কা। বাকি উইকেটটিও নেন আরেক স্পিনার মহীশ তিকশানা।
ভারতীয় ব্যাটিংয়ের হাইলাইটস ওপেনিং আর চতুর্থ উইকেট জুটি। বাকি ব্যাটাররা ব্যর্থতার গল্প লিখেছেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। রোহিত ও গিলের উদ্বোধনী জুটি থেকে ৮০ রান। এই জুটি ভাঙে গিলের ১৯ রানের বিদায়ে। এরপর আউট হন কোহলি। এক রান পরেই কোহলিকে অনুসরণ করেছেন রোহিত। ৪৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেছেন ভারত অধিনায়ক।
বিপর্যয়ের মাঝে চতুর্থ উইকেটে রাহুল ও ইশান কিষানের ৬৩ রানের জুটি। রাহুলের ৪৪ বলের ইনিংসে মাত্র দুটি চার। কিষান ৬১ বলে ৩৩ রান করেছেন। তাঁর ইনিংসে সমান একটি করে চার ও ছক্কা। এরপর শুধুই হতাশার গল্প। শেষ উইকেটে ২৭ রানের জুটি করে দলকে দুইশোর উপরে রান এনে দেন অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজ। শেষ ব্যাটার হিসেবে অক্ষর করেন ২৬ রান। আর ৫ রানে অপরাজিত থাকেন সিরাজ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫