পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে বাকি এখনো এক সপ্তাহের মতো। তার আগে ক্যানবেরার ম্যানুকা ওভালে প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে খেলছে পাকিস্তান। সেই ট্যুর ম্যাচে নিয়েই ঘটে গেছে আশ্চর্য এক ঘটনা। যে ঘটনা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে পাকিস্তানের চার দিনের ম্যাচটা গতকাল শুরু হয়েছে ক্যানবেরার ম্যানুকা ওভালে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। শুরুর দিনই স্কোরবোর্ডে দেখা গেছে অদ্ভুত এক ঘটনা। সাধারণত স্কোরবোর্ডে পাকিস্তানের নাম লেখা হয় ‘পিএকে’। তবে এখানে স্কোরবোর্ডে লেখা হয়েছে ‘পিএকেআই’। এই শব্দটি নিয়েই যত আপত্তি। কেননা এটি বর্ণবিদ্বেষমূলক শব্দ হিসেবে পরিচিত। পাকিস্তানিসহ দক্ষিণ এশীয় লোকদের কাছে শব্দটি সাধারণত গালাগালিতে ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়ান এক সাংবাদিক ঘটনাটি সবার নজরে এনেছেন। যাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দ্রুত তাদের ভুল শুধড়ে নেয়। সিএ দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে লিখেছে, ‘গ্রাফিকসে যেটা দেখানো হয়েছে, সেটা এক ডেটা সরবরাহকারীদের থেকে পাওয়া। পাকিস্তান ক্রিকেটে এর আগে কখনোই ব্যবহার করা হয়নি। এটা সত্যিই খুব দুঃখজনক ছিল। যখন এই ভুলটা নজরে এসেছে, তখনই আমরা সেটা ঠিক করেছি।’
চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯১ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক মাসুদ ২০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বাবর আজম। প্রথম ইনিংসে প্রাইম মিনিস্টার্স একাদশ ২ উইকেটে ১৪৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। দুই ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ও মারকাস হ্যারিস ৫৩ ও ৪৯ রানে আউট হয়েছেন। উইকেট দুটি নিয়েছেন আবরার আহমেদ ও খুররম শেহজাদ। ১৪ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট।
পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে বাকি এখনো এক সপ্তাহের মতো। তার আগে ক্যানবেরার ম্যানুকা ওভালে প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে খেলছে পাকিস্তান। সেই ট্যুর ম্যাচে নিয়েই ঘটে গেছে আশ্চর্য এক ঘটনা। যে ঘটনা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে পাকিস্তানের চার দিনের ম্যাচটা গতকাল শুরু হয়েছে ক্যানবেরার ম্যানুকা ওভালে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। শুরুর দিনই স্কোরবোর্ডে দেখা গেছে অদ্ভুত এক ঘটনা। সাধারণত স্কোরবোর্ডে পাকিস্তানের নাম লেখা হয় ‘পিএকে’। তবে এখানে স্কোরবোর্ডে লেখা হয়েছে ‘পিএকেআই’। এই শব্দটি নিয়েই যত আপত্তি। কেননা এটি বর্ণবিদ্বেষমূলক শব্দ হিসেবে পরিচিত। পাকিস্তানিসহ দক্ষিণ এশীয় লোকদের কাছে শব্দটি সাধারণত গালাগালিতে ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়ান এক সাংবাদিক ঘটনাটি সবার নজরে এনেছেন। যাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দ্রুত তাদের ভুল শুধড়ে নেয়। সিএ দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে লিখেছে, ‘গ্রাফিকসে যেটা দেখানো হয়েছে, সেটা এক ডেটা সরবরাহকারীদের থেকে পাওয়া। পাকিস্তান ক্রিকেটে এর আগে কখনোই ব্যবহার করা হয়নি। এটা সত্যিই খুব দুঃখজনক ছিল। যখন এই ভুলটা নজরে এসেছে, তখনই আমরা সেটা ঠিক করেছি।’
চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৯১ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক মাসুদ ২০১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বাবর আজম। প্রথম ইনিংসে প্রাইম মিনিস্টার্স একাদশ ২ উইকেটে ১৪৯ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। দুই ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ও মারকাস হ্যারিস ৫৩ ও ৪৯ রানে আউট হয়েছেন। উইকেট দুটি নিয়েছেন আবরার আহমেদ ও খুররম শেহজাদ। ১৪ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫