জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান টানা চার ম্যাচ হেরে এখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে। সর্বশেষ হারটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের। ম্যাচের শেষ মুহূর্তে রোমাঞ্চকর হারে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
শেষ দিকে কেন বাবর আক্রমণাত্মক ফিল্ডিং না সাজিয়ে বাউন্ডারিতে ফিল্ডার রেখেছেন। সঙ্গে তাঁর ব্যাটিংয়ের অফ ফর্ম নিয়ে তো সমালোচনা চলছেই। তবে এই ম্যাচে শাদাব খানের নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষ করে পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। তাঁর মতে, কনকাশনের বাহানা দেখিয়ে ইচ্ছাকৃতভাবে মাঠে ফেরেননি শাদাব।
ম্যাচ শেষে পাকিস্তানের টেলিভিশন অ্যারি ডিজিটালে এমনটিই জানিয়েছেন গুল। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘আমাদের যা আশা ছিল, মনে করি এখানেই শেষ হয়েছে (দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায়)। জানি না, শাদাবের চোট কতটা গুরুতর। তবে প্রশ্ন উঠবে, যখন আপনি ব্যর্থ হবেন। কনকাশনের বাহানা দিয়ে মাঠের বাইরে যাবেন। ফিজিও পরীক্ষা-নিরীক্ষা করার পর সাইডলাইনে সতীর্থদের সঙ্গে কথা বলে আবার সে ভেতরে চলে যায়।’
শাদাবের কনকাশনের যে অজুহাত ছিল তার ব্যাখ্যা এভাবে দিয়েছেন গুল, ‘যখন দেখল পাকিস্তান ম্যাচে ফিরেছে, তখন সে ডাগআউটে এসে বসে পড়ে। দলের জন্য উল্লাস করে। এর মানে জেনেবুঝেই সে অজুহাত তৈরি করেছে। তাই লোকজন প্রশ্ন তুলবেই। তবে আমার মনে হয় না তার চোট গুরুতর ছিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যা কিছুই হোক না কেন, অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তার মাঠে থাকা উচিত ছিল। এমন খেলোয়াড়ও আছে, যার হাত ভেঙে গেছে কিন্তু মাঠে ছিল। শাদাবের সঙ্গে আমি একমত নই। যেভাবে সে মাঠের বাইরে বসে ছিল।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওভারে ফিল্ডিংয়ের সময় মাথায় ব্যথা পান শাদাব। পরে আর মাঠে নামেননি তিনি। তাঁর পরিবর্তে বিশ্বকাপের প্রথম কনকাশন বদলি খেলোয়াড় হিসেবে নামেন উসামা মীর। ৪৫ রানে ২ উইকেট নিয়ে বেশ ভালো বোলিং অবশ্য করেছেন মীর। মাঠ থেকে উঠে যাওয়ার আগে অবশ্য ব্যাটিং করেছেন শাদাব। প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার ম্যাচে ৩৬ বলে ৪৩ রানের ইনিংসও খেলেছেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে ১ উইকেটের হারে সবকিছুই ভেস্তে গেছে।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান টানা চার ম্যাচ হেরে এখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে। সর্বশেষ হারটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের। ম্যাচের শেষ মুহূর্তে রোমাঞ্চকর হারে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
শেষ দিকে কেন বাবর আক্রমণাত্মক ফিল্ডিং না সাজিয়ে বাউন্ডারিতে ফিল্ডার রেখেছেন। সঙ্গে তাঁর ব্যাটিংয়ের অফ ফর্ম নিয়ে তো সমালোচনা চলছেই। তবে এই ম্যাচে শাদাব খানের নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষ করে পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। তাঁর মতে, কনকাশনের বাহানা দেখিয়ে ইচ্ছাকৃতভাবে মাঠে ফেরেননি শাদাব।
ম্যাচ শেষে পাকিস্তানের টেলিভিশন অ্যারি ডিজিটালে এমনটিই জানিয়েছেন গুল। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘আমাদের যা আশা ছিল, মনে করি এখানেই শেষ হয়েছে (দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায়)। জানি না, শাদাবের চোট কতটা গুরুতর। তবে প্রশ্ন উঠবে, যখন আপনি ব্যর্থ হবেন। কনকাশনের বাহানা দিয়ে মাঠের বাইরে যাবেন। ফিজিও পরীক্ষা-নিরীক্ষা করার পর সাইডলাইনে সতীর্থদের সঙ্গে কথা বলে আবার সে ভেতরে চলে যায়।’
শাদাবের কনকাশনের যে অজুহাত ছিল তার ব্যাখ্যা এভাবে দিয়েছেন গুল, ‘যখন দেখল পাকিস্তান ম্যাচে ফিরেছে, তখন সে ডাগআউটে এসে বসে পড়ে। দলের জন্য উল্লাস করে। এর মানে জেনেবুঝেই সে অজুহাত তৈরি করেছে। তাই লোকজন প্রশ্ন তুলবেই। তবে আমার মনে হয় না তার চোট গুরুতর ছিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যা কিছুই হোক না কেন, অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তার মাঠে থাকা উচিত ছিল। এমন খেলোয়াড়ও আছে, যার হাত ভেঙে গেছে কিন্তু মাঠে ছিল। শাদাবের সঙ্গে আমি একমত নই। যেভাবে সে মাঠের বাইরে বসে ছিল।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওভারে ফিল্ডিংয়ের সময় মাথায় ব্যথা পান শাদাব। পরে আর মাঠে নামেননি তিনি। তাঁর পরিবর্তে বিশ্বকাপের প্রথম কনকাশন বদলি খেলোয়াড় হিসেবে নামেন উসামা মীর। ৪৫ রানে ২ উইকেট নিয়ে বেশ ভালো বোলিং অবশ্য করেছেন মীর। মাঠ থেকে উঠে যাওয়ার আগে অবশ্য ব্যাটিং করেছেন শাদাব। প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার ম্যাচে ৩৬ বলে ৪৩ রানের ইনিংসও খেলেছেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে ১ উইকেটের হারে সবকিছুই ভেস্তে গেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫