ক্রীড়া ডেস্ক
বার্বাডোজ টেস্টে আলোচনা হচ্ছে আম্পায়ারিং বিতর্ক নিয়ে। একাধিক রিভিউের সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে যাওয়ায় ক্ষুব্ধ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক নিয়ে সন্দেহ হচ্ছে কোচ ড্যারেন স্যামির।
সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা খুঁজতে দ্বিতীয় দিনের খেলা শেষে স্যামি দেখা করেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে। প্যাট কামিন্সের বলে অধিনায়ক রোস্টন চেজের এলবিডব্লিউ ও বিউ ওয়েবস্টারের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন শাই হোপ। দুটো আউট জন্ম দেয় বিতর্কের। ওয়েস্ট ইন্ডিজের দাবি, বল চেজের পায়ে লাগার আগে ব্যাটে লেগেছিল। আর ক্যারির ক্যাচ বৈধ ছিল কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন।
দিনের শেষে ক্ষোভ ঝেড়ে গতকাল স্যামি বলেন, ‘আমরা শুধু প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করছি। সিদ্ধান্তগুলো ধারাবাহিক হোক এটাই আমাদের চাওয়া। যখন কোনো কিছুতে সন্দেহ থাকে, তখন সেটি যেন সবার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হয়। এই নির্দিষ্ট আম্পায়ারের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি বিষয়টি শুরু হয়েছে ইংল্যান্ড সফর থেকে। এটি হতাশার। আমি শুধু চাই, সিদ্ধান্তগুলো যেন ধারাবাহিকভাবে নেওয়া হয়।’
সন্দেহটা কি হোল্ডস্টোককে নিয়ে? স্যামির উত্তর, ‘হ্যাঁ, আপনি এমন কোনো অবস্থায় পড়তে চান না যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে সন্দেহ জাগে। এই দলের বিরুদ্ধে কোনো কিছু (ক্ষোভ) আছে কি না তা নিয়ে প্রশ্ন জাগে যখন একের পর এক সিদ্ধান্ত বিপক্ষে যায়। আমি জানি তিনি এই সিরিজের জন্য এখানে আছেন। কোনো টেস্ট ম্যাচে এমন সন্দেহ নিয়ে এগোতে চাই না।’
স্যামি আরও বলেন, ‘তাই আমি সিদ্ধান্তের প্রক্রিয়াটি নিয়ে একটি স্পষ্ট আলোচনা চাই, যেন আমরা সবাই বিষয়টি বুঝতে পারি। কারণ, দিনের শেষে আমরা চাই মাঠে নেমে আম্পায়ারদের ওপর বিশ্বাস রাখতে। আমাদের দলের উদ্দেশ্য সেটাই। তাই আমরা সিদ্ধান্তের স্বচ্ছতা চাই।’
অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্কের কাছেও প্রশ্ন করা হয়ে বিতর্কিত আউট নিয়ে। তিনি বলেন, ‘আমরা শুধু প্রশ্ন করতে পারি। সে কারণেই প্রযুক্তি আছে। তাই প্রশ্নটা সেদিকে করতে হবে খেলোয়াড়দের নয়।’
দ্বিতীয় দিন শেষে বার্বাডোজে ৮২ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ৯২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা।
বার্বাডোজ টেস্টে আলোচনা হচ্ছে আম্পায়ারিং বিতর্ক নিয়ে। একাধিক রিভিউের সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে যাওয়ায় ক্ষুব্ধ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক নিয়ে সন্দেহ হচ্ছে কোচ ড্যারেন স্যামির।
সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা খুঁজতে দ্বিতীয় দিনের খেলা শেষে স্যামি দেখা করেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে। প্যাট কামিন্সের বলে অধিনায়ক রোস্টন চেজের এলবিডব্লিউ ও বিউ ওয়েবস্টারের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন শাই হোপ। দুটো আউট জন্ম দেয় বিতর্কের। ওয়েস্ট ইন্ডিজের দাবি, বল চেজের পায়ে লাগার আগে ব্যাটে লেগেছিল। আর ক্যারির ক্যাচ বৈধ ছিল কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন।
দিনের শেষে ক্ষোভ ঝেড়ে গতকাল স্যামি বলেন, ‘আমরা শুধু প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করছি। সিদ্ধান্তগুলো ধারাবাহিক হোক এটাই আমাদের চাওয়া। যখন কোনো কিছুতে সন্দেহ থাকে, তখন সেটি যেন সবার ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য হয়। এই নির্দিষ্ট আম্পায়ারের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি বিষয়টি শুরু হয়েছে ইংল্যান্ড সফর থেকে। এটি হতাশার। আমি শুধু চাই, সিদ্ধান্তগুলো যেন ধারাবাহিকভাবে নেওয়া হয়।’
সন্দেহটা কি হোল্ডস্টোককে নিয়ে? স্যামির উত্তর, ‘হ্যাঁ, আপনি এমন কোনো অবস্থায় পড়তে চান না যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে সন্দেহ জাগে। এই দলের বিরুদ্ধে কোনো কিছু (ক্ষোভ) আছে কি না তা নিয়ে প্রশ্ন জাগে যখন একের পর এক সিদ্ধান্ত বিপক্ষে যায়। আমি জানি তিনি এই সিরিজের জন্য এখানে আছেন। কোনো টেস্ট ম্যাচে এমন সন্দেহ নিয়ে এগোতে চাই না।’
স্যামি আরও বলেন, ‘তাই আমি সিদ্ধান্তের প্রক্রিয়াটি নিয়ে একটি স্পষ্ট আলোচনা চাই, যেন আমরা সবাই বিষয়টি বুঝতে পারি। কারণ, দিনের শেষে আমরা চাই মাঠে নেমে আম্পায়ারদের ওপর বিশ্বাস রাখতে। আমাদের দলের উদ্দেশ্য সেটাই। তাই আমরা সিদ্ধান্তের স্বচ্ছতা চাই।’
অস্ট্রেলিয়া পেসার মিচেল স্টার্কের কাছেও প্রশ্ন করা হয়ে বিতর্কিত আউট নিয়ে। তিনি বলেন, ‘আমরা শুধু প্রশ্ন করতে পারি। সে কারণেই প্রযুক্তি আছে। তাই প্রশ্নটা সেদিকে করতে হবে খেলোয়াড়দের নয়।’
দ্বিতীয় দিন শেষে বার্বাডোজে ৮২ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ৯২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে