২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে আসছে। ২ জুন বাংলাদেশ সময় ভোরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা। এমন সময়ে প্রধান কোচ পুবুদু দাসানায়েকেকে হারাল কানাডা।
কানাডার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন দাসানায়েকে। তাঁকে (দাসানায়েকে) ক্রিকেট কানাডার নব নির্বাচিত সহ সভাপতি গুরদীপ ক্লেয়ার মৌখিক বার্তায় গতকাল সব বুঝিয়ে দিয়েছেন। ক্লেয়ারের ভাষ্যমতে, দাসানায়াকেকে আর তাদের (কানাডা) দরকার নেই। ক্রিকবাজ জানতে পেরেছে যে দাসানায়েকেকে নিয়ে একটি অসন্তোষের চিঠি খেলোয়াড়দের মধ্যে চাউর হয়েছে। যদিও কয়েক জন ক্রিকেটার তাদের নাম জানাতে অস্বীকার করেছেন। ক্রিকেট কানাডা সম্ভাব্য কিছু কারণ দেখিয়েছে কানাডা কোচকে বরখাস্ত করার ব্যাপারে। একটা বোর্ড সভা আজ সন্ধ্যায় হওয়ার কথা। সেখানে কোচ বরখাস্ত হওয়ার ব্যাপারটা নিয়ে যেতে আলোচনা হতে পারে। এখনো দাসানায়েকের বিকল্প কারও নাম জানা যায়নি।
কানাডা দলে অসন্তোষের গুঞ্জন মাঝেমধ্যে চাউর হয়েছিল। তিন সদস্যের নির্বাচক কমিটি বেশ কিছু আশ্চর্যজনক সিদ্ধান্ত নিয়েছিল। নিখিল দত্তকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ফলশ্রুতিতে জেরেমি গর্ডনকে দল থেকে বাদ দেওয়া হয়।
দাসানায়েকের কানাডা দলে কোচিং ক্যারিয়ারের যাত্রার গল্পটা রোমাঞ্চকর। ২০০৭ সালে কানাডার কোচ হয়েছিলেন তিনি। তাঁর অধীনেই কানাডা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলে ২০১১ সালে। তবে ২০১১ বিশ্বকাপের পর কানাডার সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। ২০২২ সালের জুলাইয়ে নেপাল দলের দায়িত্ব ছেড়ে পুনরায় কানাডার প্রধান কোচ হয়ে ফেরেন তিনি। দ্বিতীয় মেয়াদে ফেরার পরই কানাডা ২০২৩ সালে ওয়ানডে স্ট্যাটাস ফিরে পায় বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্লে অফ খেলে। আমেরিকার আঞ্চলিক টি-টোয়েন্টি বাছাইপর্ব পেরিয়ে ২০২৪ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ২০১১ বিশ্বকাপের পর এই প্রথম আইসিসির ইভেন্ট খেলার যোগ্যতা অর্জন করে কানাডা।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে কানাডা। আয়োজক যুক্তরাষ্ট্রসহ গ্রুপ পর্বে কানাডার অন্য প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৭,১১ ও ১৫ জুন আয়ারল্যান্ড, পাকিস্তান ও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচ খেলবে কানাডা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে আসছে। ২ জুন বাংলাদেশ সময় ভোরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা। এমন সময়ে প্রধান কোচ পুবুদু দাসানায়েকেকে হারাল কানাডা।
কানাডার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন দাসানায়েকে। তাঁকে (দাসানায়েকে) ক্রিকেট কানাডার নব নির্বাচিত সহ সভাপতি গুরদীপ ক্লেয়ার মৌখিক বার্তায় গতকাল সব বুঝিয়ে দিয়েছেন। ক্লেয়ারের ভাষ্যমতে, দাসানায়াকেকে আর তাদের (কানাডা) দরকার নেই। ক্রিকবাজ জানতে পেরেছে যে দাসানায়েকেকে নিয়ে একটি অসন্তোষের চিঠি খেলোয়াড়দের মধ্যে চাউর হয়েছে। যদিও কয়েক জন ক্রিকেটার তাদের নাম জানাতে অস্বীকার করেছেন। ক্রিকেট কানাডা সম্ভাব্য কিছু কারণ দেখিয়েছে কানাডা কোচকে বরখাস্ত করার ব্যাপারে। একটা বোর্ড সভা আজ সন্ধ্যায় হওয়ার কথা। সেখানে কোচ বরখাস্ত হওয়ার ব্যাপারটা নিয়ে যেতে আলোচনা হতে পারে। এখনো দাসানায়েকের বিকল্প কারও নাম জানা যায়নি।
কানাডা দলে অসন্তোষের গুঞ্জন মাঝেমধ্যে চাউর হয়েছিল। তিন সদস্যের নির্বাচক কমিটি বেশ কিছু আশ্চর্যজনক সিদ্ধান্ত নিয়েছিল। নিখিল দত্তকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ফলশ্রুতিতে জেরেমি গর্ডনকে দল থেকে বাদ দেওয়া হয়।
দাসানায়েকের কানাডা দলে কোচিং ক্যারিয়ারের যাত্রার গল্পটা রোমাঞ্চকর। ২০০৭ সালে কানাডার কোচ হয়েছিলেন তিনি। তাঁর অধীনেই কানাডা দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলে ২০১১ সালে। তবে ২০১১ বিশ্বকাপের পর কানাডার সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। ২০২২ সালের জুলাইয়ে নেপাল দলের দায়িত্ব ছেড়ে পুনরায় কানাডার প্রধান কোচ হয়ে ফেরেন তিনি। দ্বিতীয় মেয়াদে ফেরার পরই কানাডা ২০২৩ সালে ওয়ানডে স্ট্যাটাস ফিরে পায় বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্লে অফ খেলে। আমেরিকার আঞ্চলিক টি-টোয়েন্টি বাছাইপর্ব পেরিয়ে ২০২৪ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ২০১১ বিশ্বকাপের পর এই প্রথম আইসিসির ইভেন্ট খেলার যোগ্যতা অর্জন করে কানাডা।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে কানাডা। আয়োজক যুক্তরাষ্ট্রসহ গ্রুপ পর্বে কানাডার অন্য প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৭,১১ ও ১৫ জুন আয়ারল্যান্ড, পাকিস্তান ও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচ খেলবে কানাডা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫