টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে পেলেই যেন জ্বলে ওঠে বিরাট কোহলির ব্যাট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করেছেন কোহলি। তাঁর এমন ইনিংসে মুগ্ধতা ঝরেছে মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে।
কোহলি এই ইনিংস খেলার পথে শুরুতে অবশ্য বেশ সংগ্রাম করেছেন। প্রথম ২৩ বলে করেছিলেন ১৫ রান। ছিল না কোনো বাউন্ডারি। ১২তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নওয়াজকে ছক্কা মেরে নিজের প্রথম বাউন্ডারি মারেন কোহলি। যার জন্য কোহলিকে অপেক্ষা করতে হয়েছে ২৫ বল। এরপর কোহলিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ৩৪তম ফিফটি। আর ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরাও। এই ইনিংস দেখার পর কোহলিকে নিয়ে মাশরাফি বলেন, ‘আমি জীবনে এমন ব্যাটিং দেখি নাই আর দেখলেও এভাবে অংকের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখি নাই।’
পাকিস্তানের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রান তুলতেই ৪ উইকেট হারায় ভারত। তখন তাদের প্রতি ওভারে প্রায় ১০ রান করে প্রয়োজন ছিল। তবে তাতে বিচলিত না হয়ে ধীরস্থিরভাবে খেলেছেন কোহলি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়েছেন কোহলি। কোহলির এই ‘ক্যালকুলেটিভ রিস্ক’ এর প্রশংসা করে মাশরাফি বলেন, ‘উইকেট পড়ে গেলে খেলা নতুন করে সাজানো এবং স্ট্রাইক রোটেট করে খেলা ডিপে নেওয়া এবং ঠিক সময় মতো কাউন্টার অ্যাটাক করা, তাও এত সুন্দর করে, কী পরিমাণ আত্মবিশ্বাসী নিজের প্রতি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে পেলেই যেন জ্বলে ওঠে বিরাট কোহলির ব্যাট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি করেছেন কোহলি। তাঁর এমন ইনিংসে মুগ্ধতা ঝরেছে মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে।
কোহলি এই ইনিংস খেলার পথে শুরুতে অবশ্য বেশ সংগ্রাম করেছেন। প্রথম ২৩ বলে করেছিলেন ১৫ রান। ছিল না কোনো বাউন্ডারি। ১২তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নওয়াজকে ছক্কা মেরে নিজের প্রথম বাউন্ডারি মারেন কোহলি। যার জন্য কোহলিকে অপেক্ষা করতে হয়েছে ২৫ বল। এরপর কোহলিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে করেছেন ৩৪তম ফিফটি। আর ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরাও। এই ইনিংস দেখার পর কোহলিকে নিয়ে মাশরাফি বলেন, ‘আমি জীবনে এমন ব্যাটিং দেখি নাই আর দেখলেও এভাবে অংকের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখি নাই।’
পাকিস্তানের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ রান তুলতেই ৪ উইকেট হারায় ভারত। তখন তাদের প্রতি ওভারে প্রায় ১০ রান করে প্রয়োজন ছিল। তবে তাতে বিচলিত না হয়ে ধীরস্থিরভাবে খেলেছেন কোহলি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়েছেন কোহলি। কোহলির এই ‘ক্যালকুলেটিভ রিস্ক’ এর প্রশংসা করে মাশরাফি বলেন, ‘উইকেট পড়ে গেলে খেলা নতুন করে সাজানো এবং স্ট্রাইক রোটেট করে খেলা ডিপে নেওয়া এবং ঠিক সময় মতো কাউন্টার অ্যাটাক করা, তাও এত সুন্দর করে, কী পরিমাণ আত্মবিশ্বাসী নিজের প্রতি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫