প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হলেও ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতে ভালোই করেছিল আফগানিস্তান। ১ উইকেটে গতকাল তৃতীয় দিনই তুলে ফেলেছিল ১৯৯ রান। কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে রহমত শাহকে নিয়ে সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানের অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি বড় স্কোরেরই স্বপ্ন দেখাচ্ছিল আফগানদের। কিন্তু আগের দিনের খেলা শেষে যা ভাবা হয়েছিল, আজ চতুর্থ দিনে তার কিছুই হয়নি আফগানদের। বাকি ৯ উইকেটে আফগানরা যোগ করতে পারে মাত্র ৯৭ রান। তাতে শ্রীলঙ্কাকে দ্বিতীয় দফায় ব্যাট করাতে পেরেছে তারা, কিন্তু স্বাগতিকদের জয়টাকে কঠিন করতে পারেনি। জয়ের জন্য প্রয়োজনীয় ৫৬ রান কোনো উইকেট না হারিয়েই তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
দিনের সপ্তম ওভারেই বিদায় নেন আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা রহমত শাহ। এদিন তিনি করেন ৮ রান। ছিন্ন হয় রহমত ও ইব্রাহিমের ১০৬ রানের জুটি। রহমতের বিদায়ের পর আগের দিনের ১০১ রানের যোগ আর ১৩ রান যোগ করে ইব্রাহিমও (১১৪) আউট হয়ে যান। তখন দ্বিতীয় ইনিংসে আফগানদের রান ২৩৭ /৩। এরপর আফগান ব্যাটাররা উইকেটে আসা যাওয়ার মধ্যে থাকলে ২৯৬ রানে অলআউট হয় সফরকারীরা। ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়া প্রবাথ জয়সুরিয়া সবচেয়ে সফল বোলার। ১০৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো।
লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার লাগে ৭.২ ওভার। দিমুথ করুনারত্নে ৩২ ও দিলশান মাদুশকা ২২ রান করে লঙ্কানদের জয়ের বন্দরে নোঙ্গর করান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। প্রথমে ব্যাটিং পেয়ে ১৯৮ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ইনিংস সর্বোচ্চ ৯১ রান করেন রহমত শাহ। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন বিশ্ব ফার্নান্দো। ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও জয়সুরিয়া। এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৪৩৯ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১৪১ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দ্বিতীয় সর্বোচ্চ ১০৭ রান করেন দিনেশ চান্দিমাল। আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাভিদ জাদরান।
প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হলেও ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতে ভালোই করেছিল আফগানিস্তান। ১ উইকেটে গতকাল তৃতীয় দিনই তুলে ফেলেছিল ১৯৯ রান। কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে রহমত শাহকে নিয়ে সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানের অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটি বড় স্কোরেরই স্বপ্ন দেখাচ্ছিল আফগানদের। কিন্তু আগের দিনের খেলা শেষে যা ভাবা হয়েছিল, আজ চতুর্থ দিনে তার কিছুই হয়নি আফগানদের। বাকি ৯ উইকেটে আফগানরা যোগ করতে পারে মাত্র ৯৭ রান। তাতে শ্রীলঙ্কাকে দ্বিতীয় দফায় ব্যাট করাতে পেরেছে তারা, কিন্তু স্বাগতিকদের জয়টাকে কঠিন করতে পারেনি। জয়ের জন্য প্রয়োজনীয় ৫৬ রান কোনো উইকেট না হারিয়েই তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
দিনের সপ্তম ওভারেই বিদায় নেন আগের দিন ৪৬ রানে অপরাজিত থাকা রহমত শাহ। এদিন তিনি করেন ৮ রান। ছিন্ন হয় রহমত ও ইব্রাহিমের ১০৬ রানের জুটি। রহমতের বিদায়ের পর আগের দিনের ১০১ রানের যোগ আর ১৩ রান যোগ করে ইব্রাহিমও (১১৪) আউট হয়ে যান। তখন দ্বিতীয় ইনিংসে আফগানদের রান ২৩৭ /৩। এরপর আফগান ব্যাটাররা উইকেটে আসা যাওয়ার মধ্যে থাকলে ২৯৬ রানে অলআউট হয় সফরকারীরা। ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়া প্রবাথ জয়সুরিয়া সবচেয়ে সফল বোলার। ১০৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো।
লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার লাগে ৭.২ ওভার। দিমুথ করুনারত্নে ৩২ ও দিলশান মাদুশকা ২২ রান করে লঙ্কানদের জয়ের বন্দরে নোঙ্গর করান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। প্রথমে ব্যাটিং পেয়ে ১৯৮ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ইনিংস সর্বোচ্চ ৯১ রান করেন রহমত শাহ। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন বিশ্ব ফার্নান্দো। ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও জয়সুরিয়া। এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৪৩৯ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১৪১ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দ্বিতীয় সর্বোচ্চ ১০৭ রান করেন দিনেশ চান্দিমাল। আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাভিদ জাদরান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫