আইপিএলে যেন ‘বাজপাখি’ মোস্তাফিজুর রহমানকেই দেখা গেল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে যেভাবে নিশ্চিত ছয় ফেরালেন, তা বাজপাখির চেয়ে কম কিসে! ফিল্ডিং-বোলিংয়ে দুর্দান্ত ফিজকে দেখা গেলেও তাঁর দল রাজস্থান জিততে পারেনি ৷ বেঙ্গালুরুর কাছে হেরেছে ৭ উইকেটে ৷
বেঙ্গালুরুর ইনিংসের তখন নবম ওভার। কার্তিক তিয়াগির সেই ওভারে চতুর্থ বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের বলে পুল করে বল আকাশে তুলে দেন ম্যাক্সওয়েল। বলের গন্তব্য ছিল সীমানার বাইরে। তবে বাউন্ডারি লাইনে দাঁড়ানো মোস্তাফিজ চিলের মতো ছোঁ মেরে বলের গতিরোধ করে সীমানা দড়ির ওপারে পড়তে দিলেন না। বাঁচিয়ে দিলেন দলের গুরুত্বপূর্ণ ৫ রান। মোস্তাফিজের সেই ছবি রাজস্থান তাদের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছে, এটা বর্ণনা করার জন্য একটা শব্দই যথেষ্ট ‘দুর্ধর্ষ’।
এর আগে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়েও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন দেবদূত পাড়িক্কালকে (২২)। পরে নিজের শেষ ওভারের শেষ বলে শ্রিকার ভারতকে ক্যাচ বানিয়েছেন আনুজ রাওয়াতের হাতে। শেষ পর্যন্ত ৩ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। বোলিং ও ফিল্ডিং মিলিয়ে ম্যাচের মোস্তাফিজের উপস্থিতি ছিল দেখার মতো।
আইপিএলে যেন ‘বাজপাখি’ মোস্তাফিজুর রহমানকেই দেখা গেল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে যেভাবে নিশ্চিত ছয় ফেরালেন, তা বাজপাখির চেয়ে কম কিসে! ফিল্ডিং-বোলিংয়ে দুর্দান্ত ফিজকে দেখা গেলেও তাঁর দল রাজস্থান জিততে পারেনি ৷ বেঙ্গালুরুর কাছে হেরেছে ৭ উইকেটে ৷
বেঙ্গালুরুর ইনিংসের তখন নবম ওভার। কার্তিক তিয়াগির সেই ওভারে চতুর্থ বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের বলে পুল করে বল আকাশে তুলে দেন ম্যাক্সওয়েল। বলের গন্তব্য ছিল সীমানার বাইরে। তবে বাউন্ডারি লাইনে দাঁড়ানো মোস্তাফিজ চিলের মতো ছোঁ মেরে বলের গতিরোধ করে সীমানা দড়ির ওপারে পড়তে দিলেন না। বাঁচিয়ে দিলেন দলের গুরুত্বপূর্ণ ৫ রান। মোস্তাফিজের সেই ছবি রাজস্থান তাদের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছে, এটা বর্ণনা করার জন্য একটা শব্দই যথেষ্ট ‘দুর্ধর্ষ’।
এর আগে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়েও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন দেবদূত পাড়িক্কালকে (২২)। পরে নিজের শেষ ওভারের শেষ বলে শ্রিকার ভারতকে ক্যাচ বানিয়েছেন আনুজ রাওয়াতের হাতে। শেষ পর্যন্ত ৩ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। বোলিং ও ফিল্ডিং মিলিয়ে ম্যাচের মোস্তাফিজের উপস্থিতি ছিল দেখার মতো।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫