লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই রেকর্ড গড়েন স্টিভ স্মিথ। আজ দ্বিতীয় দিনে করে ফেললেন সেঞ্চুরি। স্মিথের সেঞ্চুরির পর এবার বাজবল স্টাইলে ব্যাটিং করছে ইংল্যান্ড।
প্রথম ইনিংসের ৫ উইকেটে ৩৩৯ রান নিয়ে অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। স্মিথ ৮৫ রানে আর অ্যালেক্স ক্যারি ১১ রানে দিনের খেলা শুরু করেন। ক্যারি অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লু হয়ে ২২ রানে আউট হয়ে যান। ক্যারির পর উইকেটে এসে মিচেল স্টার্কও (৬ রান) দ্রুত বিদায় নিয়েছেন।
ক্যারি, স্টার্কের দ্রুত বিদায়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৫৮ রান। দুই ব্যাটারের বিদায় হলেও স্মিথ এক প্রান্ত আগলে খেলতে থাকেন। ৯২তম ওভারের চতুর্থ বলে জেমস অ্যান্ডারসনকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ৯ হাজার রানের রেকর্ড (১৭৪ ইনিংসে) গতকাল করেন স্মিথ। তবে আজ সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। জশ টাংয়ের শিকার হয়ে ১১০ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেন স্মিথ।
স্মিথের বিদায়ের পর দ্রুত গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৯৩ থেকে ৪১৬—২৩ রানেই শেষ ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্মিথের ১১০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করেন ট্রাভিস হেড। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন ওলি রবিনসন ও টাং।
সফরকারীদের ৪১৬ রানের পর প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯১ রান। ক্রলিকে স্টাম্পিংয়ের ফাঁদে পেলে উদ্বোধনী জুটি ভাঙেন নাথান লায়ন। ৪৮ রান করেন ইংল্যান্ডের এই ওপেনার। ক্রলি না পারলেও ফিফটি তুলে নিয়েছেন ডাকেট। এখন পর্যন্ত ৩০ ওভারে ১ উইকেটে ১৪৫ রান করেছে ইংল্যান্ড। ৯২ বলে ৬২ রান করে অপরাজিত আছেন ডাকেট। আর পোপ ৪০ বলে ৩২ রানে ব্যাটিং করছেন। দ্বিতীয় উইকেটে ৭৩ বলে ৫৪ রানের অবিচ্ছেদ্য জুটি ডাকেট ও পোপের।
লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই রেকর্ড গড়েন স্টিভ স্মিথ। আজ দ্বিতীয় দিনে করে ফেললেন সেঞ্চুরি। স্মিথের সেঞ্চুরির পর এবার বাজবল স্টাইলে ব্যাটিং করছে ইংল্যান্ড।
প্রথম ইনিংসের ৫ উইকেটে ৩৩৯ রান নিয়ে অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। স্মিথ ৮৫ রানে আর অ্যালেক্স ক্যারি ১১ রানে দিনের খেলা শুরু করেন। ক্যারি অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লু হয়ে ২২ রানে আউট হয়ে যান। ক্যারির পর উইকেটে এসে মিচেল স্টার্কও (৬ রান) দ্রুত বিদায় নিয়েছেন।
ক্যারি, স্টার্কের দ্রুত বিদায়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৫৮ রান। দুই ব্যাটারের বিদায় হলেও স্মিথ এক প্রান্ত আগলে খেলতে থাকেন। ৯২তম ওভারের চতুর্থ বলে জেমস অ্যান্ডারসনকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে ৯ হাজার রানের রেকর্ড (১৭৪ ইনিংসে) গতকাল করেন স্মিথ। তবে আজ সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। জশ টাংয়ের শিকার হয়ে ১১০ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেন স্মিথ।
স্মিথের বিদায়ের পর দ্রুত গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৩৯৩ থেকে ৪১৬—২৩ রানেই শেষ ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্মিথের ১১০ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করেন ট্রাভিস হেড। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন ওলি রবিনসন ও টাং।
সফরকারীদের ৪১৬ রানের পর প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯১ রান। ক্রলিকে স্টাম্পিংয়ের ফাঁদে পেলে উদ্বোধনী জুটি ভাঙেন নাথান লায়ন। ৪৮ রান করেন ইংল্যান্ডের এই ওপেনার। ক্রলি না পারলেও ফিফটি তুলে নিয়েছেন ডাকেট। এখন পর্যন্ত ৩০ ওভারে ১ উইকেটে ১৪৫ রান করেছে ইংল্যান্ড। ৯২ বলে ৬২ রান করে অপরাজিত আছেন ডাকেট। আর পোপ ৪০ বলে ৩২ রানে ব্যাটিং করছেন। দ্বিতীয় উইকেটে ৭৩ বলে ৫৪ রানের অবিচ্ছেদ্য জুটি ডাকেট ও পোপের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে