অনলাইন ডেস্ক
দুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবারা। চ্যাম্পিয়ন যুব দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সন্ধ্যায় মিরপুরে বোর্ড সভা শেষে বিসিবির সভাপতি ফারুক আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন বোনাস দেওয়ার কথা। তিনি বলেছেন, ‘যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস দেওয়া হবে।’
মেয়েদের ক্রিকেটেরও সুযোগ-সুবিধা বাড়ানোর বাড়াচ্ছি বিসিবি। ফারুক আহমেদ বলেন, ‘মেয়েদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি রয়েছে, যেখানে আরও ৩০ ক্রিকেটারকে যুক্ত করা হচ্ছে। ছেলেদের মতো মেয়েদেরও কেন্দ্রীয় চুক্তি দেওয়া হবে।’
মেয়েদের ক্রিকেটেও উইনিং বোনাস চালু করার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমবারের মতো আমরা মেয়েদের ক্রিকেটে উইনিং বোনাস চালু করতে যাচ্ছি। ছেলেদের মতো তারা যদি র্যাঙ্কিংয়ের ওপরের দলকে হারায়, তবে বোনাস পাবে। তবে এখানে টাকার অঙ্কে কিছু ভিন্নতা থাকতে পারে।’
৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম সংস্করণ। ফারুক বলেন, ‘বিপিএল শুরুর আগে প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পেইন শুরু করেছে বিসিবি, যেখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা অংশ নিচ্ছেন। এ ছাড়া, বিপিএল মিউজিক ফেস্টের জন্য মধুমতি ব্যাংক পিএলসি থেকে ৫ কোটি টাকার প্রধান পৃষ্ঠপোষকতা পেয়েছে বিসিবি। বিপিএল ট্রফি ট্যুর আয়োজন করা হবে, যেখানে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের তিন ভেন্যুর শহরের বিভিন্ন জনসমাগম এলাকায় জায়ান্ট বেলুন উড়ানো হবে।’
বিসিবি সভাপতি দায়িত্ব গ্রহণের প্রায় ৪ মাস হলেও এখনো বিসিবির স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেননি ফারুক। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি এবং ১০ বোর্ড পরিচালক একাধিক কমিটির দায়িত্ব সামলাচ্ছি। আমি আগেও বলেছিলাম, এই কমিটি নিয়ম মেনে বর্ধিত করা হবে। যদিও এখনো এটি হয়নি। আমরা যারা বিভিন্ন কমিটি পরিচালনা করছি, তাদের সঙ্গে আলোচনা করে একটি মতামত গ্রহণ করে দ্রুতই স্ট্যান্ডিং কমিটি বর্ধিত করব।’
দুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবারা। চ্যাম্পিয়ন যুব দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সন্ধ্যায় মিরপুরে বোর্ড সভা শেষে বিসিবির সভাপতি ফারুক আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন বোনাস দেওয়ার কথা। তিনি বলেছেন, ‘যুব এশিয়া কাপ জয়ী ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস দেওয়া হবে।’
মেয়েদের ক্রিকেটেরও সুযোগ-সুবিধা বাড়ানোর বাড়াচ্ছি বিসিবি। ফারুক আহমেদ বলেন, ‘মেয়েদের জন্য একটি কেন্দ্রীয় চুক্তি রয়েছে, যেখানে আরও ৩০ ক্রিকেটারকে যুক্ত করা হচ্ছে। ছেলেদের মতো মেয়েদেরও কেন্দ্রীয় চুক্তি দেওয়া হবে।’
মেয়েদের ক্রিকেটেও উইনিং বোনাস চালু করার কথা জানিয়েছেন ফারুক আহমেদ। বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমবারের মতো আমরা মেয়েদের ক্রিকেটে উইনিং বোনাস চালু করতে যাচ্ছি। ছেলেদের মতো তারা যদি র্যাঙ্কিংয়ের ওপরের দলকে হারায়, তবে বোনাস পাবে। তবে এখানে টাকার অঙ্কে কিছু ভিন্নতা থাকতে পারে।’
৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম সংস্করণ। ফারুক বলেন, ‘বিপিএল শুরুর আগে প্রচারণার অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পেইন শুরু করেছে বিসিবি, যেখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা অংশ নিচ্ছেন। এ ছাড়া, বিপিএল মিউজিক ফেস্টের জন্য মধুমতি ব্যাংক পিএলসি থেকে ৫ কোটি টাকার প্রধান পৃষ্ঠপোষকতা পেয়েছে বিসিবি। বিপিএল ট্রফি ট্যুর আয়োজন করা হবে, যেখানে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের তিন ভেন্যুর শহরের বিভিন্ন জনসমাগম এলাকায় জায়ান্ট বেলুন উড়ানো হবে।’
বিসিবি সভাপতি দায়িত্ব গ্রহণের প্রায় ৪ মাস হলেও এখনো বিসিবির স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেননি ফারুক। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি এবং ১০ বোর্ড পরিচালক একাধিক কমিটির দায়িত্ব সামলাচ্ছি। আমি আগেও বলেছিলাম, এই কমিটি নিয়ম মেনে বর্ধিত করা হবে। যদিও এখনো এটি হয়নি। আমরা যারা বিভিন্ন কমিটি পরিচালনা করছি, তাদের সঙ্গে আলোচনা করে একটি মতামত গ্রহণ করে দ্রুতই স্ট্যান্ডিং কমিটি বর্ধিত করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫